এয়ারটেল মিনিট অফার | Airtel Minute Offer

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজকের এই ছোট খাটো আর্টিকেলে আপনাদের কিছু এয়ারটেল মিনিট অফার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো।

এয়ারটেল এর অনেক মিনিট প্যাক আছে যেগুলা আমরা জানি না আবার ব্যালেন্স এ টাকা আছে কোড না জানার জন্য প্যাকেজ গুলা ব্যবহার করতে পারি না।

তো আজকের এই আর্টিকেলের মাধ্যমে খুব সহজেই আপনারা এয়ারটেল সিমের মিনিট প্যাক গুলা ব্যবহার করতে পারবেন।

এয়ারটেল মিনিট অফার | Airtel Minute Offer

ছোট বড় সকল প্যাকেজ এর টাকার পরিমাণ সহ মিনিট উল্লেখ করা আছে।

|এয়ারটেল এমবি অফার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন। 

নিচের প্যাক গুলা আপনারা চাইলে রিচার্জের মাধ্যমে অথবা কোড ডায়াল করেও ব্যবহার করতে পারবেন।

এয়ারটেল মিনিট ৮ টাকা

তোমরা যারা ভয়েস অফার কিনতে পছন্দ করো তাদের জন্য এয়ারটেল নিয়ে এলো মাত্র ৮ টাকায় দারুণ একটি ভয়েস অফার।

অফারটিতে থাকছে;
টকটাইম: ১২ মিনিট (এনিনেট)
মেয়াদ: ২ দিন

অফারটি উপভোগ করতে এখনি রিচার্জ করো ৮ টাকা অথবা ডায়াল করো *১২১*০৮#

এয়ারটেল মিনিট ১৮ টাকা

সারাদিন জুড়ে অফুরন্ত কথা বলতে রিচার্জ করুন ১৮ টাকা কিংবা ডায়াল করুন *১২১*১৮#

অফারটিতে পাওয়া যাবে;
টকটাইম: ৩০ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ২ দিন

মিনিট অফার ২৮ টাকা

আকর্ষণীয় টকটাইম অফার উপভোগ করতে রিচার্জ করুন ২৮ টাকা কিংবা ডায়াল করুন *১২১*২৮#

অফারটিতে পাওয়া যাবে;
টকটাইম: ৪৬ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ২ দিন

এয়ারটেল মিনিট অফার ৫৩ টাকা

আকর্ষণীয় টকটাইম অফার উপভোগ করতে রিচার্জ করুন ৫৩ টাকা কিংবা ডায়াল করুন *১২১*৫৩#

অফারটিতে থাকছে;
টকটাইম: ৮৫ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ৭ দিন

এয়ারটেল মিনিট অফার ৭৮ টাকা

সপ্তাহজুড়ে অফুরন্ত কথা বলতে রিচার্জ করুন ৭৮ টাকা কিংবা ডায়াল করুন *১২১*০৭৮#

অফারটিতে থাকছে;
টকটাইম: ১৩০ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ৭ দিন

এয়ারটেল বান্ডেল অফার ৯৩ টাকা

এয়ারটেল গ্রাহকরা ৯৩ টাকা রিচার্জ করলে ৭ দিন মেয়াদী ১৩৫ মিনিট ভয়েস বান্ডেলের সাথে

আরও পাচ্ছেন এবং ৭ দিনের জন্য এয়ারটেল টিউন সাবস্ক্রিপশন, একদম ফ্রি!

|বাংলালিংক এমবি অফার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন 

অফার নিশ্চিত করতে গ্রাহকদের এয়ারটেল টিউনস সাবস্ক্রিপশন নিশ্চিতকরণ এসএমএস-এ YES টাইপ করতে হবে।

অফারটিতে পাওয়া যাবে;
টকটাইম: ১৩৫ মিনিট + এয়ারটেল টিউন
মেয়াদ: ৭ দিন

মিনিট অফার ১০৭ টাকা

তোমরা যারা ভয়েস অফার কিনতে পছন্দ করো তোমাদের জন্য এয়ারটেল নিয়ে এলো মাত্র ১০৭ টাকায় দারুণ একটি ভয়েস অফার।

অফারটি উপভোগ করতে ১০৭ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *১২৩*০১০৭# নম্বরে

অফারটিতে থাকছে;
১৭৫ মিনিট টকটাইম (যেকোনো নেটওয়ার্কে)
মেয়াদ: ১৫ দিন

এয়ারটেল মিনিট অফার ১১৮ টাকা

১১৮ টাকা রিচার্জ করে উপভোগ করো ১৯০ মিনিট (এনিনেট), মেয়াদ ১০ দিন। এছাড়াও মেয়াদ শেষ হয়ে গেলে পাবে ২০ দিনের মেয়াদে ৫৪ পয়সা/মিনিট কল রেট অফার।

অফারটিতে পাওয়া যাবে;
টকটাইম: ১৯০ মিনিট (এনিনেট)
মেয়াদ: ১০ দিন

মিনিট অফার ২০৭ টাকা

তোমরা যারা ভয়েস অফার কিনতে পছন্দ করো তোমাদের জন্য এয়ারটেল নিয়ে এলো মাত্র ২০৭ টাকায় দারুণ একটি ভয়েস অফার।

অফারটিতে থাকছে;
৩৪০ মিনিট টকটাইম (যেকোনো নেটওয়ার্কে)
মেয়াদ: ৩০ দিন

অফারটি উপভোগ করতে ২০৭ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *১২৩*০২০৭# নম্বরে

এয়ারটেল অফার ৩০৭ টাকা

সারামাস জুড়ে অফুরন্ত কথা বলতে রিচার্জ করুন ৩০৭ টাকা কিংবা ডায়াল করুন *১২১*৩০৭#

অফারটিতে পাওয়া যাবে;
টকটাইম: ৫১০ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ৩০ দিন

মিনিট অফার ২৯৮ টাকা

তোমরা যারা ভয়েস অফার কিনতে পছন্দ করো তোমাদের জন্য এয়ারটেল নিয়ে এলো মাত্র ২৯৮ টাকায় দারুণ একটি ভয়েস অফার। ( প্রিপেইড এবং পোস্টপেইড উভয় গ্রাহকদের জন্য)

অফারটিতে পাওয়া যাবে;
ইন্টারনেট: ৪ জিবি
টকটাইম: ৪৭৫ মিনিট (যে কোন অপারেটরে)
মেয়াদ: ৩০ দিন

অফারটি উপভোগ করতে ২৯৮ টাকা রিচার্জ করুন অথবা ডায়াল করুন *১২৩*০২৯৮# নম্বরে

এয়ারটেল মিনিট অফার শর্তাবলী

রিচার্জকৃত টাকা গ্রাহকের মূল একাউন্টে যোগ হবে না
বান্ডেল মূল্যের সাথে ভ্যাট, সম্পূরক শুল্ক এবং সারচার্জ অন্তর্ভুক্ত।

| ট্রেনের টিকেট কাটুন ঘরে বসে বিস্তারিত জানতে ক্লিক করুন। 

মেয়াদ শেষ হবার আগেই একই প্যাক আবার কিনলে অব্যবহৃত মিনিট পরবর্তী প্যাক-এর সাথে যোগ হবে।
মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত মিনিট আর ব্যবহার করা যাবে না।

এয়ারটেল মিনিট চেক কোডএয়ারটেল মিনিট চেক কোড | Airtel Minute Check Code

মিনিট প্যাক ক্রয় করলে অবশ্য মিনিট চেক করার কোড জানতে হবে। তাই চলুন দেরি না করে জেনে নেই মিনিট চেক করার কোড ও কোড ডায়াল ছাড়া কিভাবে মিনিট চেক করবেন।

এয়ারটেল মিনিট চেক করতে ডায়াল করুন *৭৭৮*০#

এছাড়াও কিনতে পারবেন নানান পছন্দের নিত্যনতুন অফার। উপভোগ করতে পারবেন নানান সুযোগ সুবিধা এক নিমিষেই।

এয়ারটেল মিনিট চেক এর জন্য আপনাকে এয়ারটেল এর অফিসিয়াল অ্যাপ মাই এয়ারটেল অ্যাপটি ডাউনলোড করতে হবে।

মাই এয়ারটেল অ্যাপ ডাউনলোড করে লগ ইন করে মূহুর্তের মধ্যে ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট সহ আপনার সকল প্যাকেজ চেক করতে পারবেন অ্যাপে ডুকার সাতগে সাথেই।

এছাড়াও এয়ারটেল এর অনেক জরুরি সেবা সম্পর্কে অবগত থাকতে পারবেন এই অ্যাপ ব্যবহার করে।

My Airtel App

আশা করি এয়ারটেল মিনিট অফার ও মিনিট অফার চেক করার নিয়ম জানতে পেরেছেন। এছাড়াও আপনি যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top