এয়ারটেল মিনিট চেক করার নিয়ম | Airtel Minute Check Code

এয়ারটেল মিনিট চেক এর পাশাপাশি আজকে এয়ারটেল সিম এর অনেক ছোট বড় টিপস শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এর জন্যই মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন।

বর্তমানে অনেকেই আছে যারা এয়ারটেল সিম ব্যবহার করে না নতুন ব্যবহার করতেছে।

তাদের জন্য এয়ারটেলের বিভিন্ন ছোট খাটো কোড নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে।

Airtel Minute Check Code | এয়ারটেল মিনিট চেক কোড

আমরা অনেকে রেগুলার এয়ারটেল সিম ব্যবহার না করার কারনে বা অন্যান্য কারনে এয়ারটেল এর মিনিট চেক করার কোড এর পাশাপাশি অনেক ছোট খাটো কোড মনে থাকে না।

এয়ারটেল মিনিট চেক কোড *৭৭৮*০#

মিনিট চেক করার কোড তো জেনে গেলাম তো চলুন জেনে নেই এয়ারটেল সিমের বাকি সব ইউএসএসডি কোড।

নিচে এয়ারটেল এর আরো কিছু গুরুত্বপূর্ণ ইউএসএসডি কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

My Airtel All Important Ussd Code

  • Airtel Number check *2#
  • Airtel Balance check code *1#
  • Airtel Minute Balance check *778*0#
  • Airtel Internet Balance Check *8444*88#
  • Bonus Internet Balance Check *778*4#
  • Bonus Minute Check *778*3#
  • Airtel SMS Pack ChecK *778*2#
  • Internet Pack Purchase *4#
  • Airtel Minute Bundle *0#
  • My Airtel offer code *121*1#
  • Airtel Tariff Plan check *6#
  • Airtel DND(stop/start Promo SMS) *7#
  • Airtel Call Center 121

*১২১# — একটি কোড, সহজ ব্যবহারঃ

ডায়াল *১২১#

আপনি কি ভাবছেন এয়ারটেল প্রোডাক্ট ও সার্ভিস-এর জন্য কার সহযোগিতা নিবেন?

না – আপনাকে এই বিষয়ে আর বিভ্রান্ত হতে হবেনা, প্রয়োজন নেই আর লাইনে দাঁড়িয়ে থাকার কিংবা খুঁজতে হবে না এয়ারটেল সেবার ঠিকানা।

খুব সহজেই কেবল ডায়াল করুন *১২১# এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন, আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেবা।

গ্রাহক কি কি সুবিধা পাবেনঃ

সকল এয়ারটেল গ্রাহক স্বাধীনভাবে নিচের সুবিধাগুলো উপভোগ করতে পারবেন:

নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স ও বিল চেক করতে পারবেন।

নিজ প্যাকেজ ও ট্যারিফ জানার পাশাপাশি পছন্দসই অফার এক্টিভ করতে পারবেন।

পছন্দসই ইন্টারনেট প্যাকেজ এক্টিভ করতে পারবেন।
এফএনএফ ও প্রিয় নাম্বার এড-ডিলিট করতে পারবেন।
জনপ্রিয় ভ্যালু এড সার্ভিস চালু ও বন্ধ করতে পারবেন।

এয়ারটেল নাম্বারে ব্যাল্যান্স ট্রান্সফার করতে পারবেন এবং আরও অনেক কিছু।

কিভাবে ব্যবহার করবেন?

*১২১# ডায়াল করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

এয়ারটেল একক সংখ্যার ইউএসএসডি কোড

একক সংখ্যার ইউএসএসডি একটি যুগান্তকারী পদক্ষেপ যার মাধ্যমে আপনি খুব সহজেই নির্দিষ্ট কোড ডায়াল করে এয়ারটেল এর বহুল ব্যাবহৃত সার্ভিস সুমুহ গ্রহণ করতে পারছেন।

কাজেই চলুন জেনে নেই কোন ইউএসএসডি নাম্বারটি কোন সার্ভিস এর জন্য প্রযোজ্য

এয়ারটেল একক ইউএসএসডি কোড

  • সার্ভিস সমূহ *১#
  • ব্যলান্স চেক/বকেয়া বিল *২#
  • নিজ মোবাইল নাম্বার দেখা *৩#
  • ডাটা এমবি চেক *৪#
  • ইন্টারনেট প্যাক কেনা *৫#
  • জনপ্রিয় ভ্যাস বন্ধ ও চালু *৬#
  • নিজ প্যাকেজ ও কল ট্যারিফ *৭#
  • প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু *৮#
  • প্রিপেইড এয়ার ক্রেডিট*৯#
  • সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধের রিকোয়েস্ট *০#
  • মিনিট বান্ডেল *৬৬৬#

এয়ারটেল ইউএসএসডি বট

এখন এয়ারটেল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহক বট-এর মাধ্যমে পাবেন প্রয়োজনীয় সব ডিজিটাল সার্ভিস (মিনিট, ডাটা, ব্যালেন্স ও অন্যান্য)।

সার্ভিস পেতে ও সম্ভাব্য কীওয়ার্ড ব্যবহার করতে ডায়াল করুন *৬৬৬# নম্বরে।

এয়ারটেল মিনিট চেকএয়ারটেল মিনিট চেক অ্যাপ ব্যবহার | মাই এয়ারটেল অ্যাপ

এখন কে না এন্ড্রয়েড ফোন ব্যবহার না করে। সবার হাতে হাতে এন্ড্রয়েড ফোন। আর এন্ড্রয়েড ফোন হাতে থাকলেই যেকোনো কঠিন বিষয় একদম পানির মতো সহজ।

| ট্রেনের টিকেট কাটার নতুন নিয়ম জানতে ক্লিক করুন

কোন কোড মনে না রেখেই খুব সহজেই এয়ারটেলের অফিসিয়াল অ্যাপ মাই এয়ারটেল ব্যবহার করে নিমিষেই এয়ারটেল এর সকল কিছু চেক করতে পারবেন।

এছাড়াও কিনতে পারবেন নানান পছন্দের নিত্যনতুন অফার। উপভোগ করতে পারবেন নানান সুযোগ সুবিধা।

কাজেই যদি আপনি রেগুলার এয়ারটেল সিম ব্যবহার করে থাকেন তাহলে এখনি এয়ারটেল এর অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে নিন।

My Airtel App

আশা করি এয়ারটেল মিনিট চেক সহ এয়ারটেল এর কিছু গুরুত্বপূর্ণ কোড সম্পর্কে অবগত করতে পেরেছি। এছাড়াও আপনি যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ❞

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top