ড্রাইভিং লাইসেন্স চেক ও ড্রাইভিং লাইসেন্স আবেদন

driving license check

আমরা যারা প্রতি নিয়ত বিভিন্ন যানবাহন নিয়ে রাস্তায় চলাফেরা করি আমাদের জন্য এন.আই.ডি কার্ডের থেকেও ড্রাইভিং লাইসেন্স সাথে রাখা জরুরী। আজকে আমরা মূলত আলোচনা করবো যে কীভাবে আপনি সহজেই ঘরে বসে আপনার ড্রাইভিং লাইসেন্স এর আবেদন ও ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম সম্পর্কে।

ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম ও ড্রাইভিং লাইসেন্স যাদের নেই তারা আবেদনের নিয়ম জানতে মনোযোগ সহকারে পুরো আর্টিকেল টি পড়ুন, তাতে করে আপনারা ভূল ত্রুটি সহজেই এড়াতে পারবেন।

ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

সাধারনত দুই ভাবে লাইসেন্স চেক করা যায় এসএমএস এর মাধ্যমে ও মোবাইল অ্যাপের মাধ্যমে। নিচে আমি আপনাদের দুই ভাবেই চেক করার প্রসেস দেখিয়ে দেবো।

লাইসেন্স চেক শুধু তারাই করতে পারবে যারা ড্রাইভিং লাইসেন্স এর জন্য স্মার্ট কার্ডের ছবি তুলেছেন এবং ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন।

চেক করার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার লাইসেন্স টি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। এছাড়া আরো দেখতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সাবমিট হয়েছে কি-না।

এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক নিয়ম

এসএমএসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL <Space> Reference Number লিখে সেন্ড করুন 26969 নাম্বারে। উদাহরণঃ DL 01710xx4794

ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং বর্তমান অবস্থা জানিয়ে দেওয়া হবে।

ড্রাইভিং লাইসেন্স চেক ও ড্রাইভিং লাইসেন্স আবেদনঅ্যাপ ব্যবহার করে লাইসেন্স চেক করার নিয়ম

আপনি চাইলেই আপনার Driving License টি সফটওয়্যার এর মাধ্যমে অনলাইনে চেক করতে পারেন। শুধু তাই নয়, আপনার Driving License এর হুবাহু সফট কপি আপনি অনলাইনে দেখতে পারবেন যদি সেটি রেডি হয়ে থাকে।

নিজের ছবি সহ অন্যান্য তথ্য যাচাই করতে পারবেন। সফটওয়্যার এর মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স এর যাবতীয় তথ্য চেক করে নিতে পারেন। সফটওয়্যার পেতে নিচের লিংকে ক্লিক করুন।

DL Checker

সফটওয়্যার ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারে এ প্রবেশ করার পরঃ

  • প্রথমে আপনার সঠিক জন্ম তারিখ দিন।
  • তারপর আপনার রেফারেন্স নং অথবা ড্রাইভিং লাইসেন্স নং থাকলে সেটি দিন।

এভাবে সাবিমিট করার পর আপনি আপনার Driving লাইসেন্স টি দেখতে পারবেন। আপনি চাইলে উভয় সাইট ই চেক করে নিতে পারেন।

তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আবেদনের ৩ মাস পরেই কেবল আপনার তথ্য সফটওয়্যার এ পেতে পারেন। তার আগে হলে এসএমএসের মাধ্যমে চেস্টা করুন।

ড্রাইভিং লাইসেন্স আবেদন প্রাপ্তির প্রক্রিয়া :

গ্রাহককে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে (bsp.brta.gov.bd)-এর মধ্যমে আবেদন করতে হবে।

অনলাইন সিস্টেম থেকে তার লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স ইস্যু হবে এবং গ্রাহক সাথে

সাথেই সিস্টেম থেকেই তার শিক্ষানবিশ  Driving License প্রিন্ট করে নিতে পারবেন।

জন্ম নিবন্ধন জন্য আবেদন ও জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করতে ক্লিক করুন।

এরপর ২/৩ মাস প্রশিক্ষণ গ্রহণের পর তাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট-এ অংশ গ্রহণ করতে হবে।

এসময় প্রার্থীকে প্রয়োজনীয় প্রমাণক, তার লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স (মূল কপি) ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে।

লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  1.  নির্ধারিত ফরমে আবেদন অনলাইনে আবেদন।
  2. আবেদনকারীর ছবি [ছবির সাইজ সর্বোচ্চ ১৫০ কেবি (৩০০ x ৩০০ পিক্সেল)]
  3. রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (সর্বোচ্চ ৬০০কে.বি)। মেডিক্যাল সার্টিফিকেটের ফর্মের জন্য  এখানে ক্লিক করুন ]
  4. জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি)
  5. ইউটিলিটি বিলের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০০কে.বি), [ আবেদনকারীর বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করতে হবে ]
  6. বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি [ ড্রাইভিং লাইসেন্সের নবায়ন/শ্রেণী পরিবর্তন/শ্রেণী সংযোজন/ লাইসেন্সের ধরণ পরিবর্তণের ক্ষেত্রে প্রযোজ্য ] (সর্বোচ্চ ৬০০কে.বি)
  7. নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি-৩৪৫/-টাকা ও ২ ক্যাটাগরি-৫১৮/-টাকা অনলাইনে পরিশোধ।

লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পুনরায় একটি নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্র ও ফী প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য সংশিস্নষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।

গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণপূর্বক স্মার্ট কার্ড ইস্যু করা হয়।

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণের বিষয়টি জানিয়ে দেয়া হয়।

স্মার্টকার্ড এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  1. নির্ধারিত ফরমে আবেদন।
  2. রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট।
  3. ন্যাশনাল আইডি কার্ড এর সত্যায়িত ফটোকপি।
  4. নির্ধারিত ফী (পেশাদার- ১৬৭৯/-টাকা ও অপেশাদার- ২৫৪২/-টাকা) বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
  5. পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য পুলিশি তদন্ত প্রতিবেদন।
  6. সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রকৃতি

  1. পেশাদার হালকা (মোটরযানের ওজন ২৫০০কেজি-এর নিচে) ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে,
  2. পেশাদার ভারী (মোটরযানের ওজন ৬৫০০ কেজির বেশী) ড্রাইভিং লাইসেন্সের জন্য পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের ব্যবহার কমপক্ষে ০৩ বছর হতে হবে।

[বি:দ্র: পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য প্রার্থীকে প্রথমে হালাকা ড্রাইভিং লাইসেন্স নিতে হবে এর ন্যূনতম তিন বছর পর তিনি পেশাদার মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন এবং

মিডিয়ম ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কমপক্ষে ০৩ (তিন) বছর পর ভারী ড্রাইভিং লাইসেন্স-এর জন্য আবেদন করতে পারবেন। ]

ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়া:

(ক) অপেশাদারঃ
গ্রাহককে প্রথমে নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ২৩০/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে

প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র সঠিক পাওয়া গেলে

একইদিনে গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করা হয়। স্মার্ট কার্ড wপ্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।

(খ) পেশাদারঃ
পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্ত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি ( মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ১৫৬৫/- টাকা ও

মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ২৩০/- টাকা জরিমানাসহ ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে।

গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হয়। স্মার্ট কার্ড wপ্রন্টিং-এর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।

প্রয়োজনীয় কাগজপত্র:
১। নির্ধারিত ফরমে আবেদন;
২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট (পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য);
৩। ন্যাশনাল আইডি কার্ড -এর সত্যায়িত ফটোকপি;
৪। নির্ধারিত ফি জমাদানের রশিদের বিআরটিএ কপি;
৫। সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি;

ডুপ্লিকেট লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া :

প্রয়োজনীয় কাগজপত্র:
১। নির্ধারিত ফরমে আবেদন।
২। জিডি কপি ও ট্রাফিক ক্লিয়ারেন্স।
৩। নির্ধারিত ফী (হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/-টাকা) বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।
৪। সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top