নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট খোলা যেমন সহজ তেমনি নগদ একাউন্ট দেখার নিয়ম ও একদম সহজ। কীভাবে কোড ডায়াল করেই চেক করবেন নগদ ব্যালেন্স;

তা নিম্নরুপ বিস্তারিত আলোচনা করা হলোঃ

আপনি যদি একদম সিম্পল পদ্বতিতে শুধুমাত্র একটি মোবাইল কোড টাইপ করার মাধ্যমে Nagad account  দেখতে চান;তাহলে খুব সহজেই তা করতে পারবেন।

এই কাজটি করার জন্য প্রথমে আপনার নির্দিষ্ট ডিভাইসের ডায়াল প্যাড ওপেন করেন এবং তার পরে সেখানে টাইপ করুন: *167#

এই Nagad code আপনার নির্দিষ্ট ডিভাইস এ ডায়াল করার মাধ্যমে step-by-step Nagad একাউন্ট দেখার কাজ সম্পাদন করে নিতে হবে।

বিষয়টিকে ভালোভাবে বুঝার জন্য নিচের দেয়া স্টেপ ফলো করুনঃ

কোড ডায়াল করে নগদ  একাউন্ট চেক

◾প্রথমে ডায়াল করুন *167#

◾তারপরে মেনুবার থেকে “My nagad” সিলেক্ট করুন;

◾এটি সিলেক্ট করার জন্য 7 চাপুন।

◾এবার আপনি যেহেতু নগদ একাউন্ট দেখতে চান সে     জন্য আপনাকে পুনরায় 1 চাপতে হবে;

◾1 নাম্বারে রয়েছে “Balance Inquary”।

◾এবার একদম সর্বশেষে আপনার নগদ একাউন্টে যে  ৷   পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বার টাইপ করুন।

তাহলে আপনি আপনার Nagad একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।

অ্যাপ ব্যবহার করে নগদ ব্যালেন্স চেক

আপনি যদি নগদের যে অফিশিয়াল অ্যাপস এভেলেবেল রয়েছে; সেই অ্যাপস এর মাধ্যমে আপনার Nagad একাউন্টের ব্যালেন্স দেখতে চান তাহলে সর্বপ্রথম আপনার নির্দিষ্ট ডিভাইসের জন্য অ্যাপস টি ডাউনলোড করে নিন।

 Download For Android

 Download For IOS

যখনই আপনার নির্দিষ্ট ডিভাইসের জন্য অ্যাপসটি ডাউনলোড করা সম্পন্ন হয়ে যাবে; তখনই আপনার Nagad একাউন্ট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগিন করে নিন।

যখনই আপনি অ্যাকাউন্ট লগইন করার কাজ সম্পাদন করে নেবেন তখনই আপনি এই অ্যাপসটির ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন; যেখান থেকে আপনি ব্যালান্স ইনকোয়ারি করবেন।

অ্যাপসটি ড্যাশ বোর্ডে চলে যাওয়ার পরে মূল অ্যাপস এর একদম উপরের দিকে “Tap for Balance” নামের একটি আইকন দেখতে পারবেন। এই আইকনটির উপরে ক্লিক করুন।

নগদ একাউন্ট দেখার নিয়ম

তাহলেই পরবর্তী পেইজে আপনি আপনার নগদ account এর যে টাকার পরিমাণ রয়েছে সেটি দেখে নিতে পারবেন। আর নগদ অফিশিয়াল অ্যাপস এর মাধ্যমে Nagad একাউন্ট দেখার নিয়ম মূলত এটাই।

আরো পড়ুনঃ Nagad account এর বিস্তারিত জানতে ক্লিক করুন “নগদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top