বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজকে এই আর্টিকেলে বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে আশা করি মনোযোগ সহকারে পড়বেন।

বাংলাদেশের শতকরা ৮০% মানুষ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকে আর এই মোবাইল ব্যাংকিং এর ৮০% এর মধ্যে ৭০% মানুষ বিকাশ ব্যবহার করে থাকে।

বিকাশ একাউন্ট ডিলিট করার কারণ

আজকে এই আর্টিকেলে বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা সাধারণত কয়েকটি কারনে বিকাশ একাউন্ট বন্ধ করে থাকি। যথা-

  • সিমের মালিকানা বদল করলে
  • অন্য সিমে বিকাশ একাউন্ট খুললে
  • নিজের সিমে অন্য কারো এনআইডি  কার্ড দিয়ে একাউন্ট খোলা সেটা নিজের এনআইডি দিয়ে খুলতে

এছাড়াও আমরা অন্যান্য যেকোনো কারনে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারি। নিচে বন্ধ করার বিস্তারিত তথ্য দেওয়া হলো।

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চান, প্রথমত সেটা কাস্টমার কেয়ার এ কল করে বা মোবাইল অ্যাপস এর সাহায্যে সম্ভব নয়।

বিকাশ একাউন্ট বন্ধ করতে হলে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে নয়তো বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব নয়।

প্রথমতো আপনাকে যে একাউন্ট বন্ধ করতে চাচ্ছেন সেই একাউন্ট যার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে উনাকে উনার এনআইডি কার্ড সাথে করে নিতে হবে।

| বিকাশ রিচার্জ ক্যাশব্যাক অফার সম্পর্কে জানতে….

এনআইডি কার্ড সাথে করে নিয়ে নিকটস্থ বিকাশ সার্ভিস সেন্টারে যেতে হবে। বিকাশ সার্ভিস সেন্টার এর প্রতিনিধি কে আপনার সমস্যার কথা জানাতে হবে।

বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাদের বিকাশ একাউন্ট ডিলিট করে দিবেন।

| বিকাশ একাউন্ট বন্ধ হলে কি করবেন বিস্তারিত জানতে…

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়মবিকাশ একাউন্ট বন্ধ করার আগে সর্তকতা

আপনি bkash একাউন্ট চিরতরে delete করার আগে অবশ্যই আপনার bkash account এ যদি কোনো টাকা থাকে তাহলে সেটি উত্তোলন করে নিবেন।

যেই নাম্বারে bkash account delete করবেন সেই সিম টা মোবাইলে লাগিয়ে নিয়ে গেলে একাউন্ট বন্ধ করতে অনেকটা বেশি সুবিধা হবে।

| বিকাশ সেন্ড মানি অফার সম্পর্কে জানতে…

মনে রাখবেন, আগেই বলেছি Bkash একাউন্ট যার আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা হয়েছে উক্ত ব্যক্তি সহ

উনার আইডি কার্ড সাথে করে নিতে হবে নয়তো বিকাশ একাউন্ট বন্ধ করা সম্ভব হবে না।

আশা করি আপনাদের বিকাশ একাউন্ট ডিলিট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করতে পেরেছি।

এছাড়াও আপনি বিকাশ একাউন্ট সম্পর্কে যেকোনো তথ্য জানতে হলে Bkash helpline number 16247

এ কল করতে পারেন অথবা বিকাশ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top