বিকাশ লাইভ চ্যাট | Baksh live chat 2023

বিকাশ লাইভ চ্যাট করে আমরা প্রায় সব সমস্যা ই সমাধান করতে পারি। আজকে এই আর্টিকেলে bkash live chat করার নিয়ম নিয়ে আলোচনা করবো।

বিকাশ হচ্ছে ব্রাক ব্যাংক এর একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস। বিকাশ একাউন্ট খুলে আমরা প্রতিদিন অনেক টাকা লেনদেন করতে পারি।

বর্তমান সময়ে মোবাইল ব্যাংকিং এ সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিকাশ। যদিও বিকাশ এ ক্যাশ আউট চার্জ একটু বেশী তবুও বিকাশ এর গ্রাহক প্রতিনিয়ত বাড়ছে।

আমরা আমাদের বিকাশ একাউন্ট এর কোনো সমস্যা থাকে কিংবা কোনো কিছু জানার থাকে,

তাহলে সরাসরি কল না করে চ্যাট করার যে সিস্টেম টা চালু করেছে তাই বিকাশ live চ্যাট।

বিকাশ লাইভ চ্যাট

বিকাশ লাইভ চ্যাট । Bkash Live Chat

আমরা যদি বিকাশ এর গ্রাহক হয়ে থাকি,আমাদের যদি বিকাশ একাউন্ট থাকে,তাহলে আমরা বিকাশ এর সকল সুবিধা উপভোগ করতে পারি।

আরো পড়ুনঃ নগদ একাউন্টের সকল সুবিধা জানতে ভিজিট করুন।  

যেহেতু সব কিছুরই সুবিধা অসুবিধা আছে তাই আমাদের সকল অসুবিধা সমাধান করতে bKash live chat  করতে পারি।

বিকাশ একাউন্ট এর পিন রিসেট করা, পিন পরিবর্তন করা, তিনবার ভুল পিন মারার জন্য একাউন্ট লক আনলক করা,

নেটওয়ার্ক এর কারনে টাকা লেনদেন হয়েছে কি না তা যাচাই করা ইত্যাদি সকল সুবিধা উপভোগ করতে পারেন যদি bKash লাইভ চ্যাট করার নিয়ম জানা থাকে।

এক কথায় বলতে পারি বিকাশ একাউন্ট এর যত সমস্যা আছে আপনি তা live chat  এর মাধ্যমে সমাধান করতে পারবেন।

আর লাইভ চ্যাট এর জন্য কোনো চার্জ প্রযোজ্য হয় না বলে আপনি মন খুলে সমস্যার কথা বলতে পারেন। ইচ্ছা মতো অজানাকে জানতে পারেন।

কিভাবে বিকাশ লাইভ চ্যাট করবেন

BKash Live Chat করার জন্য কিছু প্রসেস আছে যেগুলা আমাদের অনুসরণ করতে হবে।

বিকাশ হেল্পলাইনে অনেক ভাবে হেল্প সুবিধা উপভোগ করা যায়। অ্যাপ ব্যবহার করে আবার সরাসরি যেকোনো ব্রাউজার থেকে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে।

যদি আপনার বিকাশ অ্যাপ না থাকে তাহলে ডাউনলোড করতে ক্লিক করুন ‘বিকাশ এ্যাপ

বিকাশ অ্যাপ ব্যবহার করে লাইভ চ্যাট করতে পারেন খুব সহজেই। শুধু লাইভ চ্যাট নয় বিকাশের সকল সুবিধা উপভোগ করতে পারেন bKash app ব্যবহার করে।

বিকাশ অ্যাপ ব্যবহার করে লাইভ চ্যাট করার নিয়ম

বিকাশ live chat এর মাধ্যমে বিকাশ এর যেকোনো সেবা ও তথ্য সম্পর্কে জানতে পারবেন। আর গ্রাহকদের সুবিধার জন্য অ্যাপ থেকে বিনা খরচে সমস্যা সমাধান করতে পারেন।

অ্যাপ ব্যবহার করে Bkash লাইভ চ্যাট করতে হলে নিচের দেখানো প্রসেসটি অনুসরণ করুন ;

  1. বিকাশ অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন
  2. লগইন করা না থাকলে লগইন করুন
  3. তারপর ডান দিকে পাখির লোগোর উপরে ক্লিক করুন
  4. সাপোর্ট অপশনটি নির্বাচন করুন
  5. সেখান থেকে লাইভ চ্যাট অপশনটি নির্বাচন করুন
  6. যেকোনো ব্রাউজার নির্বাচন করলেই আপনি লাইভ চ্যাট করতে পারেন।

বিকাশ লাইভ চ্যাট

সরাসরি বিকাশ লাইভ চ্যাট করার নিয়ম

আপনি যদি বিকাশ এর গ্রাহক হয়ে থাকেন তাহলে অ্যাপ ব্যবহার না করেই বিকাশ লাইভ চ্যাট করতে পারেন গুগল থেকে।

আর গুগলের মাধ্যমে bkash live chat করতে হলে গুগল সার্চ অপশনে গিয়ে সার্চ করুন BKASH LIVE CHAT ।

নিচের দেখানো প্রসেস টি অনুসরণ করুন;

  1. গুগল গিয়ে সার্চ করুন bkash live chat
  2. লাইভ চ্যাট অপশনটি নির্বাচন করুন
  3. ক্লিক করে লাইভ চ্যাট করুন অপশনটি নির্বাচন     করুন।

BKash live chat 2021

ব্যাস এখন আপনি সরাসরি বিকাশ কাস্টমার কেয়ার এর সাথে live chat  করতে পারেন। আশা করি bkash লাইভ চ্যাট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত স্পষ্ট বুঝাতে পেরেছি। তাছাড়া আপনি সরাসরি লাইভ চ্যাট করতে ক্লিক করুন লাইভ চ্যাট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top