Bkash merchant reporting portal | বিকাশ মার্চেন্ট রিপোর্টিং পোর্টাল

bkash merchant reporting portal

বিকাশ মার্চেন্ট একাউন্টে রয়েছে বানিজ্যিক সুবিধা। আজকে এই আর্টিকেলে bkash merchant reporting portal নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

বিকাশ মার্চেন্ট একাউন্ট ব্যবহার করার সুবিধা ও বিকাশ মার্চেন্ট একাউন্ট এর রিপোর্টিং পোর্টাল নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আশা করি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে মার্চেন্ট একাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন।

Bkash merchant account

বিকাশ মার্চেন্ট একাউন্ট হলো ব্যবসায়ীদের জন্য। এই ডিজিটাল যুগে কে না চায় ডিজিটাল হতে। অনেক কাস্টমার আছে যারা বিকাশ একাউন্ট এ টাকা রাখে।

| বিকাশ সেন্ড মানি অফার সম্পর্কে জানতে…

আমরা সবাই এটিএম/শপিং কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে শুনেছি, আর এরকম কার্ড ব্যবহার করে

কেনাকাটা করার জন্য ব্যবসায়ীদের কার্ড পাঞ্চ করার জন্য পাঞ্চ মেশিন থাকে।

ঠিক তেমনি বিকাশ একাউন্ট ব্যবহার করে করে কেনাকাটা করার জন্য প্রয়োজন ব্যবসায়ীদের বিকাশ একাউন্ট।

কোনো ব্যবসায়ী বিকাশ পার্সোনাল একাউন্ট ব্যবহার করেও কেনাকাটার টাকা লেনদেন করতে পারেন।

তবে বিকাশ পার্সোনাল একাউন্ট ব্যবহার করে লেনদেনের জন্য চার্জ দিতে হয়।

এতে করে ব্যবসায়ীদের লাভের তুলনায় লস হয়। সেই লস পুসাতে বিকাশ চালু করেছে bkash merchant account।

নিচে বিকাশ মার্চেন্ট একাউন্টের সকল সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিকাশ মার্চেন্ট একাউন্টের সুবিধা

বিকাশ মার্চেন্ট একাউন্ট ব্যবহার করে যেমন কাস্টমারদের সুবিধা হয় ঠিক তেমনি ব্যবসায়ীদের ও সুবিধা হয়।

যদি কোনো দোকানে বিকাশ মার্চেন্ট একাউন্ট থাকে তাহলে দোকান থেকে কেনাকাটা করে খুব সহজেই

যেকোনো বিকাশ গ্রাহক মার্চেন্ট একাউন্টে কিয়া’র কোড স্কেন করে টাকা পেমেন্ট করতে পারবে।

এতে করে যেমন দোকান্দারের টাকা রাখার প্রয়োজন পরে না গ্রাহক তার টাকা অনুযায়ী পেমেন্ট দিয়ে যায় ফলে দোকানে ঝামেলা হয় না।

| বিকাশ একাউন্টের পিন রিসেট সম্পর্কে জানতে…

এর পাশাপাশি টাকা ভাংতি নিয়েও নেই ঝামেলা পুয়াতে হয় না। বেশী কাস্টমার হলেও সামাল দেওয়া যায় খুব সহজেই। গ্রাহকদের সময় খরচ হয় না।

খুব সহজেই বিকাশ প্রতিনিধির কাছ থেকে মার্চেন্ট একাউন্টের টাকা উত্তোলন করা যায়। আর টাকা উত্তোলন করতে কোনো রকম চার্জ দিতে হয় না।bkash merchant reporting portal

Bkash merchant reporting portal

আপনি খুব সহজেই বিকাশ মার্চেন্ট রিপোর্ট দেখতে পারবেন ।

আর এরজন্য আপনাকে বিকাশ অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন আপনার ইউজার নেইম ও পাসওয়ার্ড ব্যবহার করে।

| বিনা খরচে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে..

এছাড়াও আপনি বিকাশ মার্চেন্ট অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনার লেনদেন এর রিপোর্ট দেখতে পারবেন।

এছাড়াও বিকাশ মার্চেন্ট অ্যাপ ব্যবহারে রয়েছে আকর্ষণীয় সব সুযোগ সুবিধা। আর এইসকল সুবিধা উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে বিকাশ মার্চেন্ট অ্যাপ ব্যবহার করতে হবে।

কাজেই এখনি বিকাশ মার্চেন্ট অ্যাপ ডাউনলোড করুন নিচে লিংক দেওয়া হলো।

BKASH MERCHANT APP

অ্যাপ ব্যবহারের পাশাপাশি আপনি বিকাশ অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে Bkash merchant reporting portal এর সকল তথ্য জানতে পারবেন।

| বিকাশ সার্ভিস সেন্টার নিয়ে বিস্তারিত জানতে…

ইউজার নেইম ও পাসওয়ার্ড ব্যবহার করে Bkash merchant reporting portal নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top