Handset registration in bangladesh | মোবাইল ফোন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে Handset registration in bangladesh নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)-এর কার্যক্রম ০১ জুলাই ২০২১ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।

এনইআইআর-এ গ্রাহকের জাতীয় পরিচিতি নম্বর ও সিম নম্বর (এমএসআইএসডিএন)-এর সাথে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই সম্পৃক্ত করে নিবন্ধন করা হবে।

ফলে ০১ জুলাই ২০২১ তারিখ হতে সেটসমূহ বন্ধ হবে না। ০১ জুলাই ২০২১ তারিখ হতে নতুন যে সকল মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হবে তা প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল থাকবে।

যে সকল হ্যান্ডসেট বৈধ হবে না সেগুলো সম্পর্কে গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে অবহিত করে পরীক্ষাকালীন সময় তিন মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে।

পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Handset registration in bangladesh

আপনি খুব সহজেই হ্যান্ড সেট রেজিষ্ট্রেশন করতে পারবেন। মোবাইল ফোন দুই রকম পদ্ধতি ব্যবহার করে রেজিষ্ট্রেশন করা যাবে।

বিটিআরসির ওয়েবসাইট ব্যবহার করে আপনি আপনার ফরম পূরণ করে আপনার হ্যান্ড সেট নিবন্ধন করতে পারবেন।

আবার ইউএসএসডি কোড ব্যবহার করে মেসেজ এর মাধ্যমে মোবাইল ফোন নিবন্ধন করতে পারেন খুব সহজেই।

কিভাবে মোবাইল ফোন রেজিষ্ট্রেশন করবেন নিচে এই দুই পদ্ধতির প্রসেস দেখানো হলো;

Handset registration in Bangladesh process

  1.   http://www.neir.btrc.gov.bd/ লিংকে ভিজিট করে আপনার ব্যক্তিগত একাউন্ট রেজিস্টার করুন।
  2. পোর্টালের Special Registration সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেটের IMEI নম্বরটি দিন।
  3. প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (যেমন: পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন তথ্যাদি, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন এবং Submit বাটনটি প্রেস করুন।
  4. হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি বৈধ না হলে এসএমএস-এর মাধ্যমে গ্রাহককে অবহিত করে পরীক্ষামূলক সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে।
  5. পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিঃদ্রঃ বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্কবিহীন সর্বোচ্চ দুইটি এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও ছয়টি হ্যান্ডসেট সাথে আনতে পারবে।

Handset registration in bangladeshHandset registration in Bangladesh check

আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন- KYD <Space> 15 Digit IMEI Number লিখে 16002 তে পাঠিয়ে দিন।

তারপর আপনাকে ফিরতি মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইল ফোন বিটিআরসির সার্ভারে রেজিষ্ট্রেশন করা আছে কি না।

নিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া
পরীক্ষামূলক সময়কালে তিন মাস ডি-রেজিস্ট্রেশন ছাড়াই হ্যান্ডসেট হস্তান্তর করা যাবে।

|যেখানে খুশি সেখানেই টিভি দেখুন খুব সহজেই বিস্তারিত

উল্লেখ্য যে, একজন গ্রাহকের নামে রেজিস্ট্রিকৃত যেকোনো সিম দিয়ে যেকোনো হ্যান্ডসেট ব্যবহার করতে পারবে।

পরীক্ষামূলক সময় অতিবাহিত হলে ডি-রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

কোড ডায়াল করে হ্যান্ডসেট রেজিষ্ট্রেশন চেক

  • মোবাইল হ্যান্ডসেট হতে *16161# নম্বরে ডায়াল করুন।
  • স্ক্রিনে প্রদর্শিত অপশন হতে Status Check অপশন সিলেক্ট করুন।
  • অটোমেটিক বক্স আসলে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখে প্রেরণ করুন।
  • ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।

| সিম রেজিষ্ট্রেশন চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top