বাংলাদেশের সবাই এন্ড্রয়েড ফোন ব্যবহার করে না আর করলেও প্রায় ৭০ ভাগ মানুষ মোবাইল ব্যাংকিং লেনদেন সম্পন্ন করে ইউএসএসডির মাধ্যমে।
কাজেই গ্রাহকদের আলাদা সুবিধা দিতে ও গ্রাহক আকর্ষণ বাড়াতে উপায় মোবাইল ব্যাংকিং এ ইউএসএসডি কোড ডায়াল করলেও ক্যাশ আউট চার্জ কমই থাকবে।
ইউএসএসডি কোড ও অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট চার্জ
উপায় এর গ্রাহকরা *২৬৮# ডায়াল করে যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন মাত্র ১৪ টাকায়।
এছাড়াও উপায় অ্যাপ ব্যবহার করে ক্যাশ আউট চার্জ মাত্র ১৪ টাকা। অর্থাৎ ১ হাজার টাকা তুলতে খরচ হবে মাত্র ১৪ টাকা।
উপায় অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন : ডাউনলোড
যেখানে বিকাশ এবং রকেট এর ক্যাশ আউট চার্জ প্রতি এক হাজার টাকায় ১৮.৫০ টাকা।
ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ নিচ্ছে ১৪.৯০ টাকা। সেই তুলনায় উপায় চার্জ এর ক্ষেত্রে অনেক কম।
এটিএম ব্যবহার করে ক্যাশ আউট চার্জ
দেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ নিয়ে এলো উপায়। উপায় গ্রাহকরা ইউসিবিএল-এর এটিএম ব্যবহার করে
হাজারে মাত্র ৮ টাকায় ক্যাশ আউট করতে পারছেন। এটি বর্তমানে সকল মোবাইল ব্যাংকিং এর সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ রেট।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে গ্রাহকরা কোনো চার্জ ছাড়াই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যেকোনো পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন।
উপায়-এর মাধ্যমে মোবাইলে টাকা লেনদেন, ইউটিলিটি বিল পেমেন্ট, কেনাকাটার মূল্য পরিশোধ, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, এয়ারটাইম ক্রয় করা যাবে।
এ ছাড়া উপায় ব্যবহার করে গ্রাহকরা বেশ কিছু এক্সক্লুসিভ সেবা গ্রহণ করতে পারবেন, যেমন- ইন্ডিয়ান ভিসা ফি, ট্রাফিক ফাইন এবং তিতাস গ্যাসের (প্রি-পেইড) বিল পেমেন্ট ।
গ্রাহকরা দেশজুড়ে উপায়-এর এজেন্ট এবং মার্চেন্ট নেটওয়ার্ক হতে এই সেবা নিতে পারবেন।