অনলাইন ইনকাম করার সহজ ২০ টি উপায়

অনলাইনের যুগে অনলাইন ইনকাম হবে না তা কি করে হয়। আর সেই ইনকাম এর অল্প হলেও রাস্তা খুজে দিতে পারলে মন্দ কি? অনলাইন ইনকাম সম্পর্কে ভালোভাবে বুঝতে হলে সম্পূর্ণ লেখা টি ভালো ভাবে বুঝতে হবে।

Table of Contents

অনলাইন ইনকাম করার সহজ ২০ টি উপায়

আজকে আপনাদের মাঝে যে ২০ টি উপায় তুলে ধরা হয়েছে, আপনি যে কোনো কাজের মানুষ হোন না কেনো আপনার অল্প শিক্ষা আর কঠিন মনোভাবে সাফল্যে নিশ্চিত।

আপনি চাইলে নিচের যেকোনো উপায় ব্যবহার করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, আর তা মুঠেও অসম্ভব কিছু নয়।

তবে আপনার চাই কঠিন মনোভাব দৃঢ় আত্মবিশ্বাস। তারই সাথে ধর্য্য হচ্ছে অনলাইন ইনকামের মূল চাবি।

নিচ থেকে আপনি আপনার ইনকামের পছন্দের মাধ্যম খুজে নিয়ে সেই মাধ্যম সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন। নিচে সব মাধ্যম গুলোর সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

অনলাইন ইনকাম করার নিশ্চিত উপায় ২০ টি নিচে দেওয়া হলোঃ

  1. ইউটিউবিং
  2. অ্যাফিলিয়েট মার্কেটিং
  3. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  4. সিপিএ মার্কেটিং
  5. ওয়েব  ব্লগিং
  6. ওয়েব ডেভেলপমেন্ট
  7. ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট
  8. কন্টেন্ট রাইটার/ আর্টিকেল
  9. গ্রাফিক ডিজাইনিং
  10. ভিডিও এডিটিং
  11. ডাটা এন্ট্রি
  12. কপি রাইটিং
  13. ই-কমার্স
  14. মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং
  15. ফটোগ্রাফিং
  16. ই-বুক
  17. ভয়েজ ওভার
  18. পেইড সার্ভে
  19. অনলাইন কোচিং
  20. ডোমেইন ফ্লিপিং
  21. অনলাইনে ইনকাম এর জগতের অভাব নাই

অনলাইন ইনকাম-ইউটিউবিং করে ইনকামইউটিউবিং করে টাকা আয় করার উপায়

আপনার নিজের কোনো কাজের অভিজ্ঞতা আছে? যদি থেকে থাকে তাহলে সেটা ভিডিও করে ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে পৌছে দিয়ে টাকা আয় করতে পারেন ঘরে বসেই।

সেক্ষেত্রে আপনাকে শুধু নিজের তৈরি ভিডিও শেয়ার করতে হবে।

ইউটিউবের রুলস অনুযায়ী আপনাকে ১০০০ সাবস্ক্রাইব ও ৪০০০ ঘন্টা ভিউ হতে হবে। তাহলেই আপনে মনিটাইজেশন অন করে গুগল অ্যাডন্সেসর অ্যাড ব্যবহার করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।

আর এই সব কিছুর পিছনে আপনার এক টাকাও ইনভেস্ট করতে হবে না। শুধু আপনার ধর্য্য আর পরিশ্রম ব্যায় করতে হবে।

মানুষের কাছে শেয়ার করার মতো কোনো অভিজ্ঞতা যদি আপনরা থেকে থাকে তাহলে আপনি আজই ইউটিউবিং সম্পর্কে আরও অভিজ্ঞতা অর্জন করে কাজে লেগে পরুন সাফল্য আপনরা নিকটে।

ইউটিউব মার্কেটিংসম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন….

(বিঃদ্রঃ ইউটিউবের অ্যাড ব্যবহার করে টাকা ইনকাম হারাম)

অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করার উপায়

অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করতে হলে অবশ্যই আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। তারই সাথে সাথে আপনার বড় কোনো প্লাটফর্ম থাকলে অনেক ভালো হয়।

মূলত কোনো কোম্পানি বা ওয়েব সাইটের বিক্রীত কোনো পণ্য যদি আপনি বিক্রি করে দিতে পারেন তার বিনিময়ে কোম্পানি আপনাকে যে কমিশন বা টাকা দেয় তাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং

বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের অসংখ্য ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুবিধা চালু রয়েছে।

আপনার যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করার আগ্রহ থাকে তাহলে আপনি বিভিন্ন ওয়েব সাইটের অ্যাফিলিয়েট মার্কেটিং

ফর্ম পূরণ করে তাদের দেওয়া লিংক ব্যবহার করে  পণ্য বিক্রি করে মার্কেটিং করে টাকা আয় করতে পারেন।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে টাকা আয় করার উপায়

সোশ্যাল মিডিয়া মানেই আমরা বুঝি Facebook, Twitter, YouTube, Instagram, LinkedIn সহ আরো অন্য অন্য প্লাটফর্ম যেগুলোতে মানুষের এক্টিভিটি পাওয়া যায়।

আর এই সকল প্লাটফর্ম ব্যবহার করে নানান পণ্যের প্রচার,পণ্যের ভ্যালু বাড়ানোর,পণ্য বিক্রি করার মার্কেটিং-ই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

আপনি চাইলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ঘরে বসে আয় করতে পারবেন।

ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন…

সিপিএ মার্কেটিং করে টাকা আয় করার উপায়

সিপিএ মার্কেটিং হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিকল্প একটি পদ্ধতি যেখানে একজন মার্কেটারকে একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য নির্দিষ্ট পরিমান কমিশন দেওয়া হয়।

এটি হতে পারে, কোনো ভিডিও দেখা বা একটি লিঙ্কে ক্লিক করা, ফরম পূরণ করা, বা পণ্য ক্রয় করা ইত্যাদি।

ওয়েব  ব্লগিং করে টাকা আয় করার উপায়

ব্লগ হল এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্লগ শব্দটি ওয়েবব্লগের সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।

ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন।

ওয়েব ডেভেলপমেন্ট করে অনলাইন ইনকামওয়েব ডেভেলপমেন্ট করে টাকা আয় করার উপায়

একটি ওয়েবসাইটকে তৈরী করা থেকে শুরু করে ইন্টারনেটে লাইভ করা পর্যন্ত যে সকল কাজ করতে হয় সেই সকল কাজকে একসঙ্গে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়।

ওয়েব সার্ভারে জমা রাখা তথ্য ইন্টারনেটের মাধ্যমে দর্শনযোগ্য করার সফটওয়্যার তৈরী করাকে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়।

ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট করে টাকা আয় করার উপায়

মানে আপনি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট হলে পরীক্ষার কক্ষে তাঁকে সাহায্য করা, প্রশ্ন তৈরি বা উত্তরপত্র দেখার কাজে তাঁকে সাহায্য করা সহ নানা দাপ্তরিক কাজে সাহায্য করতে হবে।

তবে ভার্চুয়াল ক্ষেত্রে নিজে উপস্থিত না থেকে ভিডিও বা অডিও কল করে এবং কম্পিউটারে দরকারি কাজ করে উনাকে সাহায্য করতে হবে।

কন্টেন্ট রাইটার/ আর্টিকেল করে টাকা আয় করার উপায়

কন্টেন্টের আভিধানিক অর্থ বিষয়বস্তু। কন্টেন্ট বা আর্টিকেল হল এমন একটি বিষয় বস্তু যা কোন নির্দিষ্ট বিষয়কে তথ্যসহ

বিভিন্নভাবে নিজের মেধা ও জ্ঞান দিয়ে বিভিন্নভাবে উপস্থাপন করার মাধ্যম। বর্তমানে কনটেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি খুবই জনপ্রিয় একটি ইনকাম সোর্স।

গ্রাফিক ডিজাইনিং করে টাকা আয় করার উপায়

গ্রাফিক্স ডিজাইন হল একটি আর্ট বা শিল্প। এখানে একজন শিল্পী কম্পিউটার সফ্টওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণা গুলির সাথে যোগাযোগ করার জন্য, দৃশ্যমান ধারণা তৈরি করে।

গ্রাফিক্স শব্দটি জার্মান শব্দ থেকে এসেছে। এক কথায় চিত্র দ্বারা নকশা তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়।

ভিডিও এডিটিং করে টাকা আয় করার উপায়

ভিডিও এডিটিং হলো সেই প্রক্রিয়া যেখানে একটি ভিডিও ফুটেজকে এডিটর পছন্দশীল ভাবে এডিট করে সাজিয়ে একটি পরিপূর্ণ গল্প ফুটিয়ে তোলে।

যে কাজ গুলো করার নির্দেশনা আছে তা হলো Correction, Organization, Modifications and Accurate এগুলো প্রডাকশনের সকলেরই জেনে রাখা ভালো। এটি হচ্ছে একটি পোস্ট প্রোডাকশন কাজ।

ডাটা এন্ট্রি করে টাকা আয় করার উপায়

ডাটা এন্ট্রি (Data Entry) হলো এমন একটি কাজ যেখানে সাধারণত ইলেকট্রনিক ডেটা যোগ, যাচাই ও সম্পাদনা করতে হয়।

ডাটাবেজের ডাটা যোগ করা, বিভিন্ন পরিসংখ্যান যোগ করা থেকে শুরু করে নোট বা রেকর্ডিং থেকে ডাটা প্রতিলিপি (Transcribe) করাও ডাটা এন্ট্রির মধ্যে পড়ে।

কপি রাইটিং করে টাকা আয় করার উপায়

কপি রাইটিং হচ্ছে একটি লেখালেখির একটি পেশা। লেখাকে মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এর উদ্দেশ্যে লেখাকে বলা হয়ে থাকে কপি রাইটিং
মূলত মানুষকে কোন কিছু করিয়ে নেয়ার মত যে লেখা ব্রান্ড এর মান বৃদ্ধির লক্ষ্যে এবং মানুষকে ইনফ্লুয়েন্স করার লক্ষ্যে লেখা হয় তাকে বলা হয় কপি রাইটিং

ই-কমার্স করে টাকা আয় করার উপায়

ইলেকট্রনিক কমার্স বা কমার্স বা -বাণিজ্য একটি বাণিজ্য ক্ষেত্র যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোন কম্পিউটার নেটওইয়ার্ক) এর মাধ্যমে

পণ্য বা সেবা ক্রয়/ বিক্রয় হয়ে থাকে। আধুনিক ইলেকট্রনিক কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্য কাজ পরিচালনা করে।

মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করার উপায়

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেদিকে বায়ার বা ক্লায়েন্ট কাজ করিয়ে নেয় এবং ফ্রিল্যান্সররা কাজ সম্পূর্ণ করে দিয়ে টাকা উপার্জন করেন।

আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান এবং নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে পারদর্শী হতে হবে।

ফটোগ্রাফিং করে টাকা আয় করার উপায়

আপনার যদি ফটো তোলার শখ থাকে তাহলে আপনার শখ কে কাজে লাগিয়ে মাসে শত শত ডলার ইনকাম করা কোনো ব্যাপার না।

এর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে আপনি আপনার দক্ষতা দিয়ে অনেক ধরনের পুরষ্কার হাতিয়ে নিতে পারেন।

আপনার তো ফটোটি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে বিক্রি করে টাকা আয় করতে পারবেন।

ই-বুক করে টাকা আয় করার উপায়

একটি ইলেক্ট্রনিক বুক (যাকে বুক, ইবুক, ডিজিটাল বুক বা -সংস্করণও বলা হয়) হলো একটি বই যার প্রকাশনা করা হয়েছে

ডিজিটাল আকারে, যাতে সাধারণ বইয়ের মতই লেখা, ছবি, চিত্রলেখ ইত্যাদি রাখা হয়েছে এবং এগুলো কম্পিউটার বা অন্যান্য ইলেক্ট্রনিক যন্ত্রে পড়া যায়।

ভয়েজ ওভার করে টাকা আয় করার উপায়

ভিওআইপি (ইংরেজি: Voice over IP) এর পূর্ণরূপ হলো Voice Over Internet Protocol (VoIP)। এটি ইন্টারনেটের মাধ্যমে কথা বলার এক ধরনের মাধ্যম।

মোবাইল দিয়ে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে কথ বলা এমনকি একই দেশের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে কথা বলার ক্ষেত্রে ভিওআইপি ব্যবহূত হয়।

পেইড সার্ভে করে টাকা আয় করার উপায়

অনলাইন সার্ভিস বা অনলাইন সার্ভে হলো তথ্য, সেবা বা পণ্য যা ইন্টারনেটের মাধ্যমে প্রদান করা হয়। অনলাইন সার্ভিস ব্যবহার করে মানুষরা সফলভাবে কিছু কাজ সম্পাদন করতে পারেন বা

তথ্য অনুসন্ধান করতে পারেন সহজে এবং সময়সারম্ভে। অনলাইন সার্ভিস বা অনলাইন সার্ভে হলো তথ্য, সেবা বা পণ্য যা ইন্টারনেটের মাধ্যমে প্রদান করা হয়।

অনলাইন কোচিং করে টাকা আয় করার উপায়

অনলাইন কোচিং মানে ক্লায়েন্টরা স্থান এবং সময় নির্বিশেষে তাদের অবস্থান এবং তাদের পছন্দের কোচ নির্বাচন করতে পারে।

ভিডিও কনফারেন্সিং প্রযুক্তি মানে কোন কোচ নাগালের বাইরে নয়। আপনি যদি কোন নির্দিষ্ট পরামর্শদাতার সাথে অনুরণন করেন, সঠিক সফটওয়্যারটি বাধাটি তুলে নেয় এবং সম্ভাবনার জন্য উন্মুক্ত করে।

ডোমেইন ফ্লিপিং করে টাকা আয় করার উপায়

ডোমেইন ফ্লিপিং বলতে কোন একটি ইউনিক ক্যারেক্টারের ডোমেইন কিনে রেখে পরবর্তীতে তা বেশি দামে বিক্রি করা বোঝায়। সাধারণত ইউনিক ডোমেইনগুলো এখন আর ফাকা পাওয়া যায়না,

আজ থেকে প্রায় ১৫-২০ বছর আগেই ভালো ক্যারেক্টারের ডোমেইনগুলো রেজিষ্ট্রার হয়ে গিয়েছে। প্রত্যেক ইউজারের ফাস্ট প্রাইরোটি থাকে ইউনিক ক্যারেক্টারের ডোমেইন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top