Youtube Marketing Bangla | ইউটিউব ও অ্যাফিলিয়েট মার্কেটিং

আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ আজকে এই আর্টিকেলের মাধ্যমে খুব সহজেই আপনারা Youtube marketing bangla সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

শুরুতেই আমাদের একদম বেসিক্যালি জানতে হবে বুজতে হবে Youtube marketing কি? কাকে বলে?

উক্ত বিষয় গুলা যদি ভালোভাবে বুজতে পারেন এবং ধৈর্য্য সহকারে লেগে থাকেন তাহলে ইনশাআল্লাহ Youtube marketing করে আপনি সফল হতে পারবেন।

তো কথা বাড়িয়ে লাভ নাই আসল কথায় আশা যাক। শুরুতেই আমরা জানবো ইউটিউব মার্কেটিং কি এবং কিভাবে মার্কেটিং করবো।

What is Youtube marketing bangla? | ইউটিউব মার্কেটিং কি?

Youtube marketing সাধারণত দুই ভাবে করা যায়। হচ্ছে

ইউটিউব এর অ্যাডসেন্স এর মাধ্যমে।
কোনো পণ্য প্রমোট করে অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং করে।

নিচে দুই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি মনোযোগ সহকারে পড়বেন।

Youtube Marketing BanglaYoutube Marketing & Adsense | ইউটিউব মার্কেটিং এবং অ্যাডসেন্স

আগেই বলেছি ইউটিউবে সাধারণত দুই ভাবে মার্কেটিং করে টাকা ইনকাম করা যায়। সর্বপ্রথম আমরা সবারই মাথায় যেটা থাকে সেটা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করবো আর এর অর্থ এটাই যে অ্যাডসেন্স এর মাধ্যমে।

আর ইউটিউব থেকে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করা খুবই সহজ। তবে বর্তমান সময়ে ইউটিউবে অ্যাডসেন্স এপ্রুভ করা একটু কষ্টকর। যদি আপনার কন্টেন্ট ভালো থাকে তাহলে এগুলা কোনো মেটার না।

ইউটিউব একাউন্ট খুলে ইউটিউব এর রুলস অনুযায়ী আপনাকে অ্যাডসেন্স একাউন্ট এর জন্য এপ্লাই করতে হবে।

| ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন। 

যখন অ্যাডসেন্স এপ্রুভ হয়ে যাবে তখন থেকে আপনার চ্যানেলে গুগল অ্যাডসেন্স অ্যাড দেখাতে থাকে আর আপনার চ্যানেল হয়ে যাবে প্রফেশনাল।

এই বিষয়ে কথা বললে যাই বলি না কোনো কথার কোনো শেষ হবে না। আর আমি এই আর্টিকেলে আপনাদের শুধু অল্পতেই জানানোর চেষ্টা করছি।
কারন এক সাথে সব কিছু বুজতে গেলে সব কিছু মাথার উপর দিয়ে যাবে।

তো আশা করি কিছুটা হলেও অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করার বিষয় টা বুঝতে পারছেন।

এছাড়াও ইউটিউব থেকে যেকোনো কিছু প্রমোট করে ইনকাম করার যায়। আর এই ইনকাম করার মাধ্যমই হচ্ছে ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং।
নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Youtube affiliate Marketing bangla ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং |Youtube Affiliate Marketing

বর্তমানে যেকোনো একটি কোম্পানি, কোন ব্লগ বা ওয়েবসাইট বা ব্যবসা প্রত্যেকই তাদের পন্য, কন্টেন্ট, সার্ভিস, ব্রান্ড ইউটিউব ভিডিও মার্কেটিং এর মাধ্যমে লক্ষ্যবস্তু গ্রহকের মাধ্যমে প্রচার করতে পারে।

এজন্য অনলাইন মার্কেটিং (Online Marketing) এই প্রক্রিয়াটি আধুনিক মার্কেটিং এর সব থেকে জনপ্রিয় এবং লাভজনক উপায় হিসাবে প্রকাশ পেয়েছে।

সহজ ভাবে বলতে গেলে ইউটিউব মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ ভাগ।

যেখানে ব্যবসার সাথে জড়িত ভিডিও কন্টেন্ট তৈরি করে YouTube এবং ইন্টারনেটের সাহায্যে মানুষের ভিডিও গুলো দেখানো হয়।

আর ইন্টারনেটে সক্রিয় থাকা সেই সকল মানুষারা আপনার প্রচার করা ভিডিও গুলো ঘরে বসে দেখে প্রডাক্ট (Produce) বা ব্যবসার (Business) এর ব্যাপারে জানতে পারবে।

কোনো কোম্পানি বা শো-রুম যদি আপনার চ্যানেল এর মাধ্যমে প্রমোট করে থাকে আর প্রোডাক্ট যদি আপনার দ্বারা বিক্রিত হয় তাহলে উক্ত বিক্রিত পণ্য থেকে আপনাকে কমিশন দিবে অই কোম্পানি।

আবার এমনও হয় যে কোনো কোম্পানি আপনাকে কিছু প্রোডাক্ট দিলো প্রমোট করার জন্য এর বিনিময়ে আপনাকে একটা পরিমাণ টাকা দিলো।

চুক্তি যেই রকম হোক না কেনো আপনার চ্যানেল এর মাধ্যমে খুব সহজেই পণ্য প্রমোট করে টাকা ইনকাম করাই হলো ইউটিউব  মার্কেটিং।

আশা করি কিছুটা হলেও ইউটিউব মার্কেটিং   সম্পর্কে বেসিক ধারণা দিতে পেরেছি।

এছাড়াও ইউটিউব এর অফিশিয়াল চ্যানেল থেকে ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানতে ক্লিক করুন।

যেকোন বিষয় জানতে কিংবা জানতে পারেন কমেন্ট এর মাধ্যমে। উক্ত আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ।

1 thought on “Youtube Marketing Bangla | ইউটিউব ও অ্যাফিলিয়েট মার্কেটিং”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top