Facebook Marketing Bangla | ফেসবুক মার্কেটিং

আসসালামু আলাইকুম প্রিয় ভাই/বোন। আজকে এই আর্টিকেলর মাধ্যমে আমি আমার এই ছোট্ট জ্ঞান থেকে Facebook marketing bangla সম্পর্কে আলোচনা করবো।

Facebook marketing banglaOnline Marketing

Facebook marketing bangla এর আগে আমাদের জানতে ও বুঝতে হবে অনলাইন মার্কেটিং সম্পর্কে। বর্তমান বিশ্বের সব কার্যক্রম চলে এখন অনলাইনে।

আর এই অনলাইন কাজে লাগিয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আজ শিল্পপতি হয়েছে।

কারন অফলাইনে থেকে অনলাইনে মূহুর্তের মধ্যে আপনার পণ্য সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারছেন।

তাছাড়া শুধু পন্য বিক্রি নয় অনলাইনে নানান ভাবে নানান পথে মার্কেটিং করে টাকা ইনকাম করা যায়।।

বিনা পুজি দিয়ে অনলাইনে খুব সহজেই লক্ষ টাকা ইনকাম করা যায়।

ডিজিটাল মার্কেটিং/ অনলাইন মার্কেটিং/ ইন্টারনেট মার্কেটিং যেটাই বলে থাকি, 

অনলাইন এর মাধ্যমে যেকোন কোম্পানী বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা, প্রসার ও সর্বোচ্চ পরিমাণে মানুষের সাথে যোগাযোগ এবং পণ্য বিক্রি করার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাই ডিজিটাল মার্কেটিং।

Facebook marketing কি?

ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে।

ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।

সাধারণত Facebook marketing ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো Free Facebook Marketing এবং Paid Facebook Marketing।

Free Facebook Marketing

ব্যয় করতে হয় না তাই ফ্রি মার্কেটিং। অনলাইন তথা ডিজিটাল মার্কেটিং এ কোন অর্থব্যয় ছাড়া মার্কেটিং করা যায়।

তারই ধারাবহিকতায় ফেসবুক মার্কেটিংও ফ্রি হয়ে থাকে। সেখানে ব্যবসা বা সেবা প্রদানের জন্য নির্দিষ্ট কিছু পন্থা অবলম্বনের মাধ্যমে ফ্রি ফেসবুক মার্কেটিং হয়ে থাকে।

Paid Facebook Marketing

সাধারণত ফেসবুক নিউজ ফিডে যে পোস্টগুলো স্পনসরড লেখা থাকে সে সব পোস্টই হলো পেইড ফেসবুক মার্কেটিং।

ছোট বড় সকল ব্যবসার প্রতিষ্ঠান এই মার্কেটিং ব্যবহার করে কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পণ্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারে।

এ ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয়ের মাধ্যমে ফেসবুক মার্কেটিং করার নাম হলো পেইড ফেসবুক মার্কেটিং।

Facebook marketing bangla tips

ফেসবুক মার্কেটিং করার নিয়ম

মার্কেটিং সম্পর্কে উপর হতে আশা করি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। উপরের নিয়ম অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে মার্কেটিং করতে চাচ্ছেন।

আপনার ইচ্ছা ও ধৈর্য’র উপরই নির্ভর করবে আপনি ফেসবুক মার্কেটিং এ সফল হতে পারবেন কি না!!

ফেসবুকের সকল মার্কেটিং সম্পর্কে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়।

কিভাবে মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন এবং ফেসবুক মার্কেটিং করার সম্পূর্ণ নিয়ম জানতে হলে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন।

| ফেসবুক মার্কেটিং করে আয় করার উপায় ও টিপস

এছাড়াও বিস্তারিত জানতে পারবেন তাদের হেল্পলাইন থেকে। ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানতে ফেসবুক হেল্পলাইন ক্লিক করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top