Youtube premium free trial process

আপনার যদি ডেবিট/ক্রেডিট কার্ড থাকে তাহলে এখন থেকে ১ মাসের জন্য ব্যবহার করতে পারবেন Youtube premium free trial ।

এক মাস ফ্রি ব্যবহার করে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ইউটিউবের প্রিমিয়াম ভার্সন টি ব্যবহার করতে পারবেন খুবই অল্প টাকায়।

ইউটিউবের প্রিমিয়াম ভার্সন টি ব্যবহার কারণে আপনি ইউটিউবের বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।

যা আপনার ইউটিউব ব্যবহারে আরো আগ্রহী করে তুলবে। উপভোগ করতে পারবেন নতুন নতুন ফিচার্স।

Youtube premium free trial

আজকে  আপনাদের কে দেকিয়ে দেবো কিভাবে আপনি Youtube premium free trial ব্যবহার করবেন।

এর জন্য অবশ্যই আপনাকে ডেবিট/ক্রেডিট কার্ড এর নাম্বার কালেক্ট করতে হবে, সে যারই হোক কোনো সমস্যা নেই।

ইউটিউবের ফ্রি প্রিমিয়াম ব্যবহার করার নিয়ম আপনাদের কে স্টেপ বাই স্টেপ নিচে তু্লে ধরা হয়েছে তারই

সাথে ছবি আকারে নিচে দেয়া হয়েচে আশাকরি মনোযোগ সহকারে পড়বেন ও আপনার মোবাইলে যথাযথ ব্যবহার করবেন।

ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করার নিয়মঃ

  • সর্ব প্রথম আমরা ইউটিউব অ্যাপটি অপেন করি,
  • নিচের ডান পাশের কোণায় ছবির ইপর ক্লিক করুন,
  • ক্লিক করুন Get YouTube Premium,
  • তারপর সেখান থেকে Try it for free ক্লিক করুন,
  • পেমেন্ট অপশন থেকে Individual ক্লিক করুন,
  • তারপর আপনার Add credit or debit card ক্লিক করে আপনার ক্রেডিট ও ডেবিট কার্ডের নাম্বার দিন,
  • Start YouTube Premium ক্লিক করেই ব্যবহার করতে পারবেন।

youtube premium free trialইউটিউব প্রিমিয়াম ব্যবহার করার সুবিধা

প্রিমিয়াম মানে কি আসলে আপনারা সবাই জানেন আশাকার ভিতরে ভিতরে বুজতেও পারতেছেন। মূলত প্রিমিয়াম হচ্ছে নিম্ন শ্রেণী হতে অধিকতর উচ্চতর শ্রেণী।

আর এই উচ্চতর শ্রেণীর সুবিধা সমূহ অবশ্যই নিম্ন শ্রেণী হতে অধিকতর উন্নত ও সবদিক দিয়ে সুবিধাজনক। আর এই সকল সুবিধা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই কিছু ব্যয় করতে হবে।

আর এই নিয়মের বাহিরে কেউ নয় তা হোক অনলাইনে কিংবা অফলাইনে। আশাকরি প্রিমিয়াম কি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন।

আরও পড়ুনঃ অনলাইনে ইনকাম করার সহজ ২০ টি রাস্তা…

ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করার ফলে আপনি ইউটিউবের উপর আপনার সবচেয়ে বিরক্তিকর যে বিষয় সেটা আর থাকবে না। ইউটিউবের সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট।

ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য একটি ভিডিও ভালো মতো দেখা যায় না। আপনি যদি ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে আর এই অ্যাডভার্টাইজমেন্ট এর চক্করে পড়তে হবে না।

youtube premium free trialতাছাড়া আপনি ইউটিউব থেকে বের হয়েও ব্যাকগ্রাউন্ডে ইউটিউবের গান দেখতে পারবেন পাশাপাশি অন্যান্য কাজও করতে পারবেন।

আরও পড়ুনঃ গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলার নিয়ম…

এছাড়াও ইউটিউব মিউজিক এর মাধ্যমে নিত্যনতুন আপলোড হওয়া গান উপভোগ করতে পারবেন একদম, বিনামূল্যে এবং আরও উপভোগ করতে পারবেন ইউটিউবের নিত্যনতুন সকর ফিচার্স কারণ আপনি এখন ইউটিউবের একজন প্রথম শ্রেণীর মেম্বার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top