Google Adsense | গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলার নিয়ম

আমরা অনেকেই Google Adsense এর গভীরতা জানি বা নাই জানি কিন্তু Google Adsense এর নাম শুনে নাই এমন লোক বর্তমানে খুবই কম আছে।

আজকে আপনাদের কে গুগল অ্যাডসেন্স এর সকল খুটিনাটি বিষয় জানানোর উদ্দেশ্য নিয়েই এই আর্টিকেল টি লেখা হয়েছে।

অ্যাডসেন্স ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব আর মানুষ করতেছেও।

আশা করি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেল টি পড়বেন।

Google Adsense | গুগল অ্যাডসেন্স

গুগল অ্যাডসেন্স হচ্ছে একটি অ্যাডভার্টাইজমেন্ট সাইট। আর এই গুগল এর অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যম ব্যবহার আপনি প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।

ওয়েব সাইট ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

গুগলের মত অনুযায়ী বর্তমানে ২০ লক্ষ মানুষ গুগল অ্যাডসেন্স ব্যবহার করে থাকে।

আপনারা চাইলে গুগল অ্যাডসেন্স এ আপনার প্রতিষ্ঠানের কিংবা অন্য যেকোনো কিছুর অ্যাড দিতেও পারবেন।

আবার আপনারা আপনাদের নিজের প্লাটফর্ম এ এই সকল অ্যাড দিয়ে ইনকাম ও করতে পারবেন।

Google Adsense কারা কেনো ব্যবহার করবেন

আমাদের যাদের কোনো ভালো একটা প্লাটফর্ম বলতে একটা ওয়েব সাইট বা ইউটিউব চ্যানেল আছে তাদের জন্যই মূলত অ্যাডসেন্স একাউন্ট এর প্রয়োজন পড়ে।

আবার যারা তাদের কোনো প্রতিষ্টানের কিংবা কোনো প্লাটর্ফম কে মানুষের কাছে তুলে ধরতে চায়

অ্যাডভার্টাইজমেন্ট এর মাধ্যমে তারা গুগলের মাধ্যমে অ্যাড দিতে পারে।

গুগল অ্যাডসেন্স একেক জনের কাছে একেকটা অনুভূতি।

Google AdSense কীভাবে কাজ করে

গুগল অ্যাডসেন্স প্রকাশকদের তাদের অনলাইন কন্টেন্ট থেকে উপার্জন করার সুবিধা প্রদান করে। তারই সাথে AdSense ব্যবহার করার ফলে আপনার সাইট র‌্যাংকিং করতে সহায়তা করে থাকে।
আপনার কন্টেন্ট ও দর্শকদের উপর নির্ভর করে AdSense আপনার সাইটে কী বিজ্ঞাপন দেখাবে তা অটোমেটিক ঠিক করে দেয়।
যেসব বিজ্ঞাপনদাতা তাদের প্রোডাক্টের প্রচার করতে চান তারা এই বিজ্ঞাপনগুলি তৈরি করেন এবং সেগুলির জন্য গুগল কে তারা টাকা দিয়ে থাকেন।
বিজ্ঞাপনদাতারা যেহেতু ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনের জন্য আলাদা দাম টাকা দিয়ে থাকেন, তাই আপনার উপার্জনও আলাদা হয়।এই উপার্জন গুলো তিন ধাপে AdSense দিয়ে থাকে যথা;
  • আপনি বিজ্ঞাপন দেখানোর জন্য জায়গার ব্যবস্থা করেন
  • যেই বিজ্ঞাপনে টাকা বেশী সেই বিজ্ঞাপন আপনার সাইটে দেখানো হয়
  • আপনাকে টাকা দেওয়া হয়

Google Adsense গুগল অ্যাডসেন্স একাউন্ট খোলার নিয়মগুগল অ্যাডসেন্স একাউন্ট খোলার নিয়ম

সর্বপ্রথম আপনাকে একটি গুগল একাউন্ট খুলতে হবে আর সেই একাউন্ট এর প্রোফাইল ভালো ভাবে ফিলাপ করতে হবে।

(গুগল একাউন্ট খুলতে ক্লিক করুন) আর যদি আপনার একাউন্ট খোলা থাকে তাহলে আর কোনো কথাই নাই।

এবার চলে মূল কাজে, নিচে দেখানো নিয়ম ফলো করুন-

  1. https://adsense.google.com/start/ লিঙ্কে যান।
  2. শুরু করুন লেখা বাটনে ক্লিক করুন।
  3. আপনার Google অ্যাকাউন্টে খুলেছেন সেটা দিয়ে সাইন-ইন করুন।
  4. আপনার যেই সাইটে বিজ্ঞাপন দেখাতে চান তার ইউআরএল লিখুন। কীভাবে ইউআরএল লিখবেন যদি না জানেন তাহলে ক্লিক করুন।
  5. আপনি যদি চান পরবর্তি তে সাইট পরে যোগ করবেন তাহলে এই ফিল্ড খালি রাখুন এবং আমার এখনও কোনও সাইট নেইি এই বাটনে ক্লিক করুন।

ব্যাস আাপনার গুগল AdSense একাউন্ট খোলা হয়ে গেলো। এখন আপনি আপনার কনটেন্ট থেকে ইনকাম করতে পারবেন।

তবে আপনার প্রতিটা কনটেন্ট হতে হবে আপনার নিজের তৈরি। যদি আপনার কনটেন্ট আপনার নিজের না হয় তা হলে আপনার একাউন্ট সাসপেন্ড করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top