গুগল প্রতিনিয়ত মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনা করে প্রযুক্তির মাধ্যমে মানুষকে অনেকটা সহযোগিতা করে যাচ্ছে। ঠিক তেমনি Google Lens গুগল এর সবচেয়ে সেরা অ্যাপসমূহের মধ্যে একটি।
এটি আমাদের দেশের অধিকাংশ মানুষ এই অ্যাপটি সম্পর্কে বলতে গেলে কিছুই জানেন না। গুগল লেন্স এর যথাযথ ব্যবহার দৈনন্দিন জীবনে ব্যাপক কাজে আসতে পারে।
আপনি যে ধরনের স্মার্টফোন ব্যবহারী হোন না কেনো, এই পোস্টটি পড়ে গুগল লেন্স এর কার্যকারিতা সম্পর্কে জানার পর গুগল লেন্স ব্যবহারে আপনি উদ্বুদ্ধ হবেন।
চলুন জেনে নেওয়া যাক গুগল লেন্স কি ও কিভাবে গুগল লেন্স ব্যবহার করবেন সে সম্পর্কে বিস্তারিত।
What is Google Lens? | গুগল লেন্স কি?
গুগল লেন্স একটি ইমেজ রিকগনিশন সফটওয়্যার, অর্থাৎ ফটো দিয়ে সার্চ করা,ট্রান্সলেট করা এবং খুবই সহজে যেকোন ফটো দিয়ে সব কিছু তথ্য সংগ্রহ করা যায়।
এই লেন্স সফটওয়্যার টি ২০১৭ গুগল সালে প্রকাশ করে।
| ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন…
মূলত ভিজ্যুয়াল এনালাইসিস এর মাধ্যমে কোনো বস্তু বা অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করার লক্ষ্যে অ্যাপটি তৈরি করা হয়েছিলো।
গুগল লেন্স মূলত ব্যতিক্রমী সার্চ ইঞ্জিন সফটওয়্যার। কোনো তথ্য খুঁজতে টাইপ না করে ছবির মাধ্যমে খোঁজা হয়। অর্থাৎ ছবি দিয়ে সার্চ করা যায় গুগল লেন্সে।
Google Lens Feature | গুগল লেন্স এর আকর্ষণীয় ফিচার’স
সময়ের সাথে সাথে আপডেট হয়ে বর্তমানে এই অ্যাপের ফিচার মোট ৭ টি। যথা;
- অটো
- ট্রান্সলেট
- টেক্সট
- শপিং
- হোমওয়ার্ক
- প্লেইচ
- ডাইনিং
আমরা আমাদের নিত্যপ্রয়োজনীয় কাজে খুব সহজেই এই অ্যাপের ফিচারগুলো ব্যবহার করতে পারবো। নিচে এই ফিচারগুলো সম্পর্কে কিছুটা করে ধারনা দেওয়া হয়েছে।
অটোঃ লেন্স অ্যাপ ওপেন করে সামনে যা থাকবে তা স্ক্যান করার মাধ্যমে সার্চ করা হয়।
ট্রান্সলেটঃ যেকোনো লেখার দিকে ক্যামেরা তাক করে ধরে রাখলে যেকোনো ভাষায় লাইভ ট্রান্সলেশন করে ব্যবহার করা যায়।
টেক্সটঃ যেকোনো ছবি থেকে যেকোনো ধরনের লেখা স্কেন করে শোনা বা কপি করা যায়।
হোমওয়ার্কঃ সবচেয়ে এই ফিচারটা খুবই মজার। এই হোমওয়ার্ক ফিচার দিয়ে খুব সহজেই অংকের হোমওয়ার্ক ধাপে ধাপে সমাধান করা যায় শুধুমাত্র স্কেন করেই।
শপিংঃ কোনো পণ্য অনলাইনে কেনার মাধ্যম খুঁজে পেতে উক্ত পণ্য বা তার বারকোড স্ক্যান করা।
প্লেইচঃ এই ফিচার এর মাধ্যমে আপনি যেকোনো প্লেইচ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ডাইনিংঃ কোনো রেস্টুরেন্টের মেনু স্ক্যান করে জনপ্রিয় ও সেরা রিভিউ পাওয়া যায় তারই সাথে ডিশসমুহ সাজেস্ট করে এই সফটওয়্যার।
| ইউটিউব মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন…
এই ছিলো গুগল লেন্স অ্যাপের ফিচারসমূহ। আমার কাছে এই ফিচারগুলো খুবই আকর্ষণীয় ও ফ্রেন্ডলি মনে হয়েছে।
আপনারা ব্যবহার না করা পর্যন্ত বুজতে পারবেন না। তাই দেরি না করে এখনি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিন লেন্স অ্যাপটি।
এছাড়াও সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন –Download App
তবে আইওএস (আইফোন) ব্যবহারকারীদের জন্য আলাদা গুগল লেন্স অ্যাপ নেই।
বরং গুগল লেন্স অ্যাপের ফিচার ব্যবহার করা যাবে অফিসিয়াল গুগল অ্যাপ কিংবা গুগল ফটোস অ্যাপ ব্যবহার করে।
উভয় অ্যাপই অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
কিভাবে গুগল লেন্স ব্যবহার করবেন
গুগল লেন্স একাধিক উপায়ে ব্যবহার করা যায়। প্রথমত অ্যান্ড্রয়েড ফোনে সরাসরি গুগল লেন্স ব্যবহার করা যায় অ্যাপ এর মাধ্যমে।
এক্ষেত্রে গুগল লেন্স অ্যাপে প্রবেশ করে কাংখিত মোড সিলেক্ট করে গুগল লেন্স ব্যবহার করা যায়।
এছাড়াও অ্যাপ থেকে গ্যালারিতে থাকা ছবিও স্ক্যান করা যাবে লেন্সের মাধ্যমে।
গুগল এর মালিকানাধীন অ্যাপটি থাকায় এর ফিচার গুলা খুবই ফ্রেন্ডলি তাই যেকোনো মানুষ অনায়াসে ব্যবহার করতে পারবে।
| ইন্টারনেট ব্যবহার করুন আনলিমিডেট মেয়াদে বিস্তারিত…
আশা করি Google Lens সম্পর্কে অনেকটা ধারণা দিতে পেরেছি। এছাড়াও আপনাদের কোনো মন্তব্য থাকে সরাসরি কমেন্ট করে জানাতে পারেন।