আসসালামু আলাইকুম, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি অনেক এগিয়ে সেই সাথে আমাদের তথ্যও প্রযুক্তির ভিতর গেতে দেওয়া হচ্ছে। যার ফলে আমাদের অনেকদিক দিয়ে সুবিধা হচ্ছে । সময় নষ্ট করে ইউনিয়ন কিংবা অন্যান্য সরকারি কার্যালয়ে যাওয়ার প্রয়োজন পড়ছে না । যেমন এখন ঘরে বসে জন্ম নিবন্ধন জন্য আবেদন করা যাচ্ছে, এনআইডি কার্ড এর আবেদন সহ বিভিন্ন সরকারি কাগজ পত্র পাওয়া যায়।
আজকে এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জন্ম নিবন্ধন জন্য আবেদন করতে পারবেন খুবই সহজে। এর জন্য আপনাদের নিচের দেখানো প্রসেস গুলো অনুসরণ করতে হবে মনোযোগ সহকারে।
জন্ম নিবন্ধন জন্য আবেদন ।New Birth Registration Application
আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই করতে চান অবশ্যই সর্বপ্রথম আপনাকে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে যেকোনো ব্রাউজারে প্রবেশ করুন।
তারপর ব্রাউজার টি ডেক্সটপ মোড অন করুন। সার্চ করুন bdris লিখে। তারপর সার্চ লিস্ট থেকে নিচের দেখানো লিংকে প্রবেশ করুন।
অথবা সরাসরি প্রবেশ করতে ক্লিক করুন New Registration
সেখান থেকে আপনাকে যে পেজে নিয়ে যাওয়া হবে সেখান থেকে আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান সেটা সিলেক্ট করুন।
নিচের যেকোনো একটি সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন । জন্মস্থান স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা
নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি
নিবন্ধনাধীন ব্যক্তির পরিচিতি ও জন্মস্থানের ঠিকানা ফরমটি পুরোপরি ফিলাপ করে পরবর্তী বাটনে ক্লিক করুন ।
পিতার ও মাতার তথ্য
পিতার ও মাতার তথ্য সঠিক ভাবে দিয়ে ফরমটি পুরোপরি ফিলাপ করে পরবর্তী বাটনে ক্লিক করুন ।
ঠিকানা
কোনটিই নয় সিলেক্ট করে
জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই যদি থাকে তাহলে টিক মার্ক দিন (একই যদি না থাকে তাহলে ফিলাপ করুন)।
একই নিয়মে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার ফরমটি ফিলাপ ফিলাপ করে পরবর্তী বাটনে ক্লিক করুন ।
আবেদনকারীর প্রত্যয়ন
নিজ সিলেক্ট করুন এবং মোবাইল নাম্বার দিন।
সংযোজন বাটনে ক্লিক করে পিতার ও ক্রমানয়ে মাতার জন্ম নিবন্ধনের ফটো সংযোজন করুন।( প্রতিটি ফাইলের জন্য, সর্বোচ্চ ফাইল সাইজ 100 কিলো বাইট ) এবং File Type এ সিলেক্ট করুন
জন্ম নিবন্ধনাধীন ব্যক্তির পিতার জন্ম নিবন্ধন নম্বরসহ সনদ ও ক্রমানয়ে মাতার জন্ম নিবন্ধন নম্বরসহ সনদ। তারপর Start বাটনে ক্লিক করে ফাইল আপলোড করে পরবর্তী বাটনে ক্লিক করুন ।
আবেদনকারী ব্যক্তির তথ্য যাচাই
আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান।
মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটিতে আর এডিট করার সুযোগ থাকবে না।সব তথ্য চেক করা হযে গেলে সাবমিট বাটনে
ক্লিক করলেই ব্যাস হয়ে যাবে আপনার জন্ম নিবন্ধন আবেদন এবং
আপনাকে একটি ফরম নাম্বার দেওযা হবে যার মাধ্যমে আপনি আপনার ইউনিয়ন থেকে জন্ম নিবন্ধন টি কালেক্ট করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই | Birth Registration Verify
এছাড়াও আপনি খুব সহজেই নিজে নিজে মোবাইল দিয়ে ও নতুন জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করতে পারবেন খুব সহজেই।
তাছাড়া আপনি আপনার জন্ম নিবন্ধন এর কোনো কিছু ভুল হলে সংশোধন করতে পারবেন আপনার হাতে মোবাইল দিয়ে মাত্র ৫ মিনিটেই।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই সম্পর্কেবিস্তারি জানতে ক্লিক করুন Birth Registration Verify
এর জন্য কোনো সাহায্যে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আমাদের পোস্ট করা আর্টিকেল গুলো এতে করে আপনারা সহজ হবে এবং ভূল ত্রুটি এড়িয়ে চলতে পারবেন।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ❞