নগদ একাউন্ট দেখার নিয়ম | Nagad account check

বিকাশ রকেট শিওর ক্যাশ এর মত নগদ ও হচ্ছে একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস। নগদ বাংলাদেশ পােষ্ট অফিসের একটি ডিজিটাল আর্থিক লেনদেন সেবা। নগদ একাউন্ট ব্যবহার করার ক্ষেত্রে নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানা আবশ্যক।

নগদ একাউন্ট থেকে টাকা হ্যাক করার কোনো সুযোগ নাই। নগদ একটি সুরক্ষিত ও দ্রুতবর্ধমান ডিজিটাল আর্থিক লেনদেন সেবা।

নগদ মোবাইল ব্যাংকিং সুবিধা

নগদ গ্রাহককে ক্যাশইন ,ক্যাশআউট ,সেন্ডমানি,মােবাইল রিচার্জের মত দৈনন্দিন প্রয়ােজনীয় আর্থিক লেনদেন এর সুবিধা দিয়ে থাকে ।

নগদ মোবাইল ব্যাংকিং এর সকল সুবিধা জানতে ভিজিট করুনঃ- নগদ মোবাইল ব্যাংকিং। “ নগদ ” ব্র্যান্ডটি Third Wove Technologies Limited (TWTL) দ্বারা পরিচালিত ।

গ্রাহকদের সুবিধার্থে নগদ দিচ্ছে একাউন্ট খোলার বিশেষ সুবিধা মুহূর্তের মধ্যেই একাউন্ট খোলা যায় নগদ একাউন্ট খুলতে শুধুমাত্র কোড ডায়াল করলেই চলে।

নগদ একাউন্ট খোলার পদ্ধতি

*১৬৭# ডায়াল করেই পিন সেট আপ করার সাথে সাথেই নগদ একাউন্ট চালু হয়ে যায়। এছাড়াও অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট খোলা যায়।

খুব সহজেই নগদ একাউন্ট খোলার পদ্ধতি জানতে ভিজিট করুনঃ- নগদ একাউন্ট

"<yoastmark

নগদ একাউন্ট দেখার নিয়ম

নগদ একাউন্ট দেখার জন্য দুইটি (০২) নিয়ম রয়েছে। নগদ অ্যাপ ব্যবহার করে আবার *১৬৭# কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখা যায়।

কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম

  1. প্রথমে *167# নাম্বার ডায়াল করতে হবে।
  2. ৭নং অপশন ‘My nagad’ এ যাবার জন্য ‘7’ লিখে রিপ্লেই দিতে হবে।
  3. তারপর ‘Balance Inquiry’ তে যাবার জন্য ‘1’ লিখে রিপ্লেই দিতে হবে।
  4. তারপর পিন কোড চাইবে সেটি দেওয়ার পর একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখাবে।

নিচে কোড ডায়াল করে Nagad Account দেখার নিয়ম দেওয়া হলো

অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম

অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা দান কারী প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে নগদ ও চালু করেছে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ নগদ।

নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখা একবারে সহজ। তাছাড়া অ্যাপ ব্যবহারে নেই কোনো বাড়িতি কোড ডায়াল করার ঝামেলা।

অ্যাপে লগইন করার পর ড্যাশবোর্ড একদম উপরে ‘Tap For Balance’ অপশনে ক্লিক করলেই ব্যালেন্স দেখা যাবে। নগদ অ্যাপে সকল তথ্য খুব সহজে এক সাথে পাওয়া যায়।

নগদ অ্যাপে লেনদেনের সময় ভুল হওয়ার সম্ভবনা খুব কম থাকে। কাজেই দিন দিন নগদ অ্যাপ ব্যবহারের চাহিদা বাড়ছে।

নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখার নিয়ম দেওয়া হলো 

নগদ অ্যাপ ডিজাইন করা হয়েছে খুবই সহজ করে, তাই মানুষ সকল সেবা খুব সহজেই গ্রহণ করতে পারে নগদ অ্যাপের মাধ্যমে। নগদ অ্যাপে আছে সকল সুবিধা।

নগদ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুনঃ নগদ অ্যাপ

নগদ কল সেন্টার নাম্বার

সব সেবাদান কারী প্রতিষ্ঠান ও তাদের গ্রাহকদের সেবা দিতে কাস্টমার কেয়ার এর মাধ্যমে ফিডব্যাক নিয়ে সমস্যা সমাধান দিয়ে থাকে।

নগদ ও তাদের গ্রাহকদের সেবা প্রদানের মান বৃদ্ধির জন্য কাস্টমার কেয়ার সেবা দিয়ে থাকে। নগদ মোবাইল ব্যাংকিং কল সেন্টার এর নাম্বার হল

16167 এবং 09609616167

তাদের এই নাম্বার দুইটিতে কল করলে নগদ সম্পর্কিত যেকোন প্রশ্ন কিংবা সমস্যার সমাধান পাওয়া যাবে।

নগদ অন্যান্য সেবা জানতে ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top