এখন ঘরে বসে খুব সহজেই বিদ্যুৎ বিল দিতে পারবেন। আজকে এই আর্টিকেলে পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করবো।
অনেক তো লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পেমেন্ট করেছেন কিন্তু আর নয় লাইনে দাড়ানোর ঝামেলা।
যেমনি ভাবে সময় বাঁচবে ঠিক তেমনি টাকাও বাঁচবে। এছাড়াও বিকাশ ব্যবহার করে বিল পেমেন্ট করতে লাগবে না কোনো নির্দিষ্ট সময়।
বিকাশ ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লেখাগুলা মনোযোগ সহকারে পড়ুন।
পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম
শুরুতেই বলেছি একদম ঝামেলা বিহীন খুব সহজেই একটু সময়ের মধ্যেই বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন।
আপনি চাইলে বিকাশ একাউন্ট থেকে দুই রকম পদ্ধতি ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন যথা;
- বিকাশ অ্যাপ থেকে
- ইউএসএসডি কোড ডায়াল করে
পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম বিকাশ অ্যাপ
অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই বিল পরিশোধ করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো কোড ডায়াল করার ঝামেলা এড়াতে হবে না।
তাছাড়া বিকাশ অ্যাপের আকর্ষণীয় সব ফিচার এর জন্য সব কিছু একদম সহজ। বিকাশ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।
- বিকাশ অ্যাপ ওপেন করে লগ ইন করুন
- লগ ইন করে পে বিল অপশনে সিলেক্ট করুন
- বিদ্যুৎ অপশনে ক্লিক করুন
- তারপর নিচে থেকে পল্লী বিদ্যুৎ প্রিপেইড/পোস্ট পেইড সিলেক্ট করুন
- তারপর সেখান থেকে আপনার মিটার/একাউন্ট নাম্বার লিখুন
- প্রিপেইড হলে আপনাকে এমাউন্ট সিলেক্ট করতে হবে পোস্ট পেইড এর ক্ষেত্রে প্রয়োজন হবে না।
- ব্যাস তারপর পিন লিখে নিচের অপশনে ট্যাপ করে ধরে রাখুন।
ব্যাস খুব সহজেই হয়ে গেলো আপনার বিদুৎ বিল পরিশোধ করা। প্রতি মাসে এক ক্লিকেই বিল দিতে অবশ্যই বিলের তথ্য সেভ করে রাখবেন।
পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করার নিয়ম *247# ডায়াল করে
বিকাশ ইউএসএসডি কোড ডায়াল করে খুব সহজেই বিকাশ একাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবেন।
| বিকাশ রিচার্জ ক্যাশব্যাক অফার সম্পর্কে জানতে…
যেকোনো সময় যেকোনো জায়গায় থেকে পল্লী বিদ্যুৎ দিতে পারবেন। এরজন্য নিচের দেখানো প্রসেস অনুসরণ করুন-
- বিকাশ মেনু ওপেন ডায়াল *247#
- পে বিল সিলেক্ট করতে 6 লিখে সেন্ড করুন
- ইলেক্ট্রিসিটি (পোস্ট পেইড) সিলেক্ট করতে 2 লিখে সেন্ড করুন
- পল্লী বিদ্যুৎ (পোস্ট পেইড) সিলেক্ট করতে 1 লিখে সেন্ড করুন
- মেইক পেমেন্ট সিলেক্ট করতে 2 চাপুন
- একাউন্ট নাম্বার সিলেক্ট করতে 1 চাপুন
- পল্লী বিদ্যুৎ বিলের কাগজে উল্লেখিত এসএমএস নাম্বার দিন
- বিদ্যুৎ বিলের কাগজের মাস এবং বছর দিন
- বিলের কাগজের উল্লেখিত এমাউন্ট দিন
- আপনার বিলের সব কিছু দেখে পিন দিন
ব্যাস হয়ে গেলো আপনার বিদুৎ বিল দেওয়া ঘরে বসেই। নিচের *২৪৭# ডায়াল করে পল্লী বিদ্যুৎ বিল করার নিয়ম এর ফটো দেওয়া হলো।
পল্লী বিদ্যুৎ বিল সার্ভিস চার্জ
বিকাশ অ্যাপ কিংবা *247# ডায়াল করে যেই প্রসেস এই দেন না কেনো বর্তমানে তা একদম ফ্রি করে দেওয়া হয়েছে।
পরবর্তী ঘোষণা দেওয়া না পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রিতে বিকাশ করতে পারবেন।
|যেকোনো প্রয়োজনে বিকাশ লাইভ চ্যাট সম্পর্কে জানতে..
এছাড়াও পল্লীবিদ্যুৎ প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে বিল বিকাশ করার কোনো লিমিট নেই। সেক্ষেত্রে বিলের পরিমাণ সর্বনিম্ন ১০০ টাকা হতে হবে।
আপনি প্রতি মাসে এক ক্লিকেই বিল পরিশোধ করতে পারবেন যদি আপনি আপনার বিলের তথ্য সেভ করে রাখেন।