Amber it server | ফ্রি কল করার একমাত্র মাধ্যম আম্বার আইটি

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকে এই আর্টিকেলে Amber it server নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আম্বার আইটি সার্ভার নিয়ে বিস্তারিত জানতে মনোযোগ সহকারে পড়ুন।

আম্বার আইটি হচ্ছে একটি ফ্রি কথা বলার মাধ্যম। Amber IT IP Phone App ব্যবহার করে আপনি যেকোনো নাম্বারে ফ্রিতে কথা বলতে পারেন।

আপনি চাইলে মুহুর্তের মধ্যে Amber IT IP Phone App Download করে রেজিস্ট্রেশন করতে পারবেন।

আম্বার আইটি আইপি ফোন নাম্বারটি শুরু হয় 09611 কোড দিয়ে, যে কেউ এই নাম্বারটি পেতে পারেন।

তবে শুধু নাম্বার পেলেই ফ্রি তে কথা বলতে পারবেনা এটার কিছু কারণ রয়েছে।

আম্বার আইটি আইপি ফোন নাম্বার পেতে হলে আপনাকে একটি ইউনিক নাম্বার দিয়ে আম্বার আইটি আইপি ফোন এই অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে।

Amber it server | আম্বার আইটি সার্ভার

আম্বার আইটি অ্যাপ রেজিষ্ট্রেশন করে আপনি আম্বার আইটি সার্ভার এর সাথে কানেক্টেড হতে পারেন।

আম্বার আইটি এর মাধ্যমে কথা বলা যেমন নিরাপদ তেমনি দেশের সর্বনিম্ন কল রেট সার্ভিস।

খুব সহজেই আপনি Amber it server এর অন্তর্ভুক্ত হতে পারেন।

আম্বার আইটি থেকে ফ্রিতে কথা বলতে চাইলে আম্বার আইটির ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে হবে।

আম্বার আইটি ইন্টারনেট ব্যবহার করলে আপনারা এই amber it ip phone app এর মাধ্যমে প্রত্যেক মাসে ইন্টারনেট প্যাকেজ এর সঙ্গে ফ্রি মিনিট পাবেন।

| ৪০+ টিভি চ্যানেল দেখার অ্যাপ সম্পর্কে বিস্তারিত..

এই ফ্রি মিনিট আপনারা যে কোন লোকাল নাম্বারে কথা বলতে পারবেন। আর আপনারা যদি আম্বার আইটি ইন্টারনেট ব্যবহার না করে থাকেন।

তাহলেও কোন সমস্যা নেই এই amber it ip phone app এর মাধ্যমে আপনারা রাতদিন 24 ঘন্টা 30 পয়সা মিনিট কথা বলতে পারবেন।Amber it server

Amber it server registration | আম্বার আইটি সার্ভার রেজিষ্ট্রেশন

আম্বার আইটি রেজিষ্ট্রেশন করতে হলে প্রথমে আম্বার আইটি অ্যাপটিতে প্রবেশ করবেন তারপরে আপনাকে অনেক গুলো এলাও করতে হবে।

নিচে পুরো প্রসেসটা দেখানো হলো;

  • আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে লগইন করুন
  • তারপর নিচের সাবমিট বাটনে ক্লিক করুন
  • আপনার NID কার্ডের নাম অনুযায়ী নাম লিখুন
  • এনআইডি কার্ডের নাম্বার দিন
  • তারপর NID কার্ডের ওপরের অংশের ছবি এবং NID কার্ডের পিছনের অংশের ছবি ভালোভাবে দিতে হবে।
  • শেষে একটি সেল্ফি তুলে একাউন্টটি কমপ্লিট করুন।

আম্বার আইটি অ্যাপ ডাউনলোড করুন

Amber it server app download

আপনার একাউন্টে NID কার্ডে ভেরিফাইড হয়নাই এমন লেখা দেখায় তখন আপনি আম্বার আইটি হেল্পলাইন নাম্বারে কল করে ভেরিফাই করতে হবে।

হেল্পলাইন থেকে আপনাকে আপনার ip নম্বর টি ভেরিফাইড করে দিবে। নিচে হেল্পলাইন নাম্বার দেওয়া হলো।

০৯৬১১৯৯৯৬৬৬

আপনি চাইলে আম্বার আইটি ওয়েবসাইট থেকে সরাসরি ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন। আম্বার আইটি ওয়েবসাইটে প্রবেশ করতে ক্লিক করুন।

আম্বার আইটি একাউন্ট সতর্কতা

  • যার এনআইডি কার্ড তার ছবি প্রোফাইল ফটো সেকশনে ব্যবহার করতে হবে।
  • প্রোফাইল ফটো অবশ্যই মোবাইল এর সেলফি ক্যামেরা দিয়ে তুলে ব্যবহার করতে হবে।
  • এনআইডি কার্ডের নাম্বার সঠিকভাবে লিখে দিতে হবে এবং
    এনআইডি কার্ডের নাম নিজ একাউন্টে ব্যবহার করতে হবে।
  • এনআইডি কার্ডের সামনের অংশ এবং এনআইডি কার্ডের পিছনের অংশ সঠিকভাবে আপলোড করতে হবে।
  • এছাড়াও সকল তথ্য অবশ্যই জেনুইন হতে হবে নকল কোনো কিছু দিয়ে একাউন্ট খুলতে পারবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top