বাংলালিংক এর আছে শক্তিশালী নেটওয়ার্ক তাই তো আমরা যারা বাংলালিংক সিম ব্যবহার করি আমাদের খুজতে হয় নানান রকম প্যাকেজ। এই আর্টিকেল Banglalink Recharge Offer নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এক মাত্র বাংলালিংক-ই তাদের গ্রাহকদের নিত্যনতুন অফার প্রদান করে থাকে।
আর আমরা অনেকেই তা জানি না, তাইতো আজকে এই আর্টিকেলের মাধ্যমে একটু হলেও Banglalink Recharge Offer সম্পর্কে কিছু তথ্য দিতে পারবো।
Banglalink Recharge Offer| বাংলালিংক রিচার্জ অফার ২০২২
সর্বপ্রথম -ই বলি আপনি খুব সহজেই আপনার অফার বেচে নিতে পারবেন পছন্দ মতো। এর জন্য আপনাকে ডায়াল করতে হবে *৮৮৮# ডায়াল করলেই পেয়ে যাবেন আপনার পছন্দের অফার!
এছাড়াও বাংলালিংক এর কিছু স্পেশাল অফার এর সব সেরা সব প্যাক সম্পর্কে জানতে পারবেন এক ডায়ালেই! *১১০০# মেন্যু
|ট্রেনের টিকেট কাটুন এখন ঘরে বসেই বিস্তারিত…
খুব সহজেই আপনি বাংলালিংক এর অফিসিয়াল অ্যাপ MyBL ডাউনলোড করে,
আমার অফার/My Offer আপশন থেকে আপনার অফার দেখতে পারবেন।
এছাড়াও বাংলালিংক এর কিছু নির্দিষ্ট প্যাকেজ রয়েছে।
যেগুলা আপনি রিচার্জের মাধ্যমে উপভোগ করতে পারবেন। যেগুলা নিচে ভালো ভাবে উল্লেখ করা হয়েছে।
Banglalink Call Rate Offers | বাংলালিংক কল রেট অফার
দেশের FASTEST নেটওয়ার্ক বাংলালিংক দিচ্ছে কম দামে দেশসেরা কলরেট ৫৯ পয়সা/মিনিট! ১ সেকেন্ড পালস-এ কথা বলুন যেকোনো নম্বরে ইচ্ছেমতো।
২১ টাকা রিচার্জে ৫৯ পয়সা / মিনিট মেয়াদ ২ দিন
২৯ টাকা রিচার্জে ৫৯ পয়সা / মিনিট মেয়াদ ৩ দিন
৩৯ টাকা রিচার্জে ৫৯ পয়সা / মিনিট মেয়াদ ৫ দিন
৫৯ টাকা রিচার্জে ৫৯ পয়সা / মিনিট মেয়াদ ৭ দিন
৭৯ টাকা রিচার্জে ৫৯ পয়সা / মিনিট মেয়াদ ১০ দিন
১০৯ টাকা রিচার্জে ৫৯ পয়সা / মিনিট মেয়াদ ৩০ দিন
১৫৯ টাকা রিচার্জে ৫৯ পয়সা / মিনিট মেয়াদ ৬০ দিন
Banglalink Recharge Talktime Offer | Banglalink Minute Offer
বাংলালিংক গ্রাহকরা প্রিয়জনদের সাথে বেশি মেয়াদে কথা বলুন সেরা মিনিট প্যাকে। আর তাই তো এই সেরা প্যাক বেচে নিতে সহায়তা করবো এই আর্টিকেলের মাধ্যমে।
|বাংলালিংক এমবি চেক করার নিয়ম জানতে ক্লিক করুন
বাংলালিংক এর সেরা মিনিট প্যাক গুলা সাজানো হয়েছে আপনাদের জন্য।
আপনাদের পছন্দ মতো প্যাকেজ চয়েজ করে উপভোগ করতে পারেন ডায়াল করে অথবা রিচার্জের মাধ্যমে।
২ দিন মেয়াদের বাংলালিংক মিনিট অফার
১২ টাকা রিচার্জে ১৯ মিনিট ০২ দিন *১২১*১২#
১৭ টাকা রিচার্জে ২৮ মিনিট ০২ দিন *১২১*১৭#
২৭ টাকা রিচার্জে ৪৫ মিনিট ০৩ দিন *১২১*২৭#
৩৭ টাকা রিচার্জে ৫৫ মিনিট ০৪ দিন *১২১*৩৭#
৭ দিন মেয়াদের বাংলালিংক মিনিট অফার
৫৭ টাকা রিচার্জে ৯০ মিনিট ০৭ দিন *১২১*৫৭#
৭৪ টাকা রিচার্জে ১২০ মিনিট ০৭ দিন *১২১*৭৪#
৯৭ টাকা রিচার্জে ১৬০ মিনিট ০৭ দিন *১৬৬*৯৭#
১০ দিন মেয়াদের বাংলালিংক মিনিট অফার
১০৭ টাকা রিচার্জে ১৭৫ মিনিট ১০ দিন *১২১*১০৭#
১১৭ টাকা রিচার্জে ১৯০ মিনিট ১৫ দিন *১২১*১১৭#
৩০ দিন মেয়াদের বাংলালিংক মিনিট অফার
১৫৭ টাকা রিচার্জে ২৩০ মিনিট ৩০ দিন *১২১*১৫৭#
১৯৭ টাকা রিচার্জে ৩০০ মিনিট ৩০ দিন *১৬৬*১৯৭#
২০৭ টাকা রিচার্জে ৩৪০ মিনিট ৩০ দিন *১২১*২০৭#
২৯৭ টাকা রিচার্জে ৪৬৯ মিনিট ৩০ দিন *১৬৬*২৯৭#
৩০৭ টাকা রিচার্জে ৫১০ মিনিট ৩০ দিন *১২১*৩০৭#
বাংলালিংক এমবি অফার 2022 | Banglalink MB Offer 2022
ইন্টারনেট জগতে মানুষকে বাংলালিংক সবসময় সবচেয়ে বেশীই ডাটা প্রদান করে থাকে।
গ্রাহকদের নিত্যনতুন অফার প্রদানে বাংলালিংক ই সব অপারেটর এর সেরা।
|বাংলালিংক এমবি অফার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
তাই তো বাংলালিংক এর সকল ডাটা প্যাকেজ রয়েছে গ্রাহকদের হাতের নাগালে।
নিচে বাংলালিংক এর সকল রেগুলার এমবি প্যাক গুলা কোড সহ আলাদা আলাদা করে তুলে ধরা হয়েছে।
রিচার্জের পাশাপাশি কোড ডায়াল করেও প্যাকেজ গুলা আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন।
৩ দিন মেয়াদের বাংলালিংক এমবি প্যাক
৩৬ টাকা রিচার্জে ১.৫ জিবি ৩ দিন কোড *১২১*৩৬#
৪১ টাকা রিচার্জে ১.৫ জিবি ৩ দিন কোড *১২১*৪১#
৪৯ টাকা রিচার্জে ০২ জিবি ৩ দিন কোড *১২১*৪৯#
৫৮ টাকা রিচার্জে ০৩ জিবি ৩ দিন কোড *১২১*৫৮#
৬৪ টাকা রিচার্জে ৩.৫ জিবি ৩ দিন কোড *১২১*৬৪#
০৭ দিন মেয়াদের বাংলালিংক এমবি প্যাক
৫১ টাকা রিচার্জে ১ জিবি ৭ দিন কোড *১২১*৫১#
৭৫ টাকা রিচার্জে ১.৬ জিবি ৭ দিন কোড *১২১*৭৫#
৯৯ টাকা রিচার্জে ২ জিবি ৭ দিন কোড *১২১*৯৯#
৮৪ টাকা রিচার্জে ০৩ জিবি ৭ দিন কোড *১২১*৮৪#
১০৪ টাকা রিচার্জে ৩.৫ জিবি ৭ দিন *১২১*১০৪#
১৫ দিন মেয়াদের বাংলালিংক এমবি প্যাক
৯১ টাকা রিচার্জে ০১ জিবি ১৫ দিন *১২১*৯১#
১১৬ টাকা রিচার্জে ১.৫ জিবি ১৫ দিন *১২১*১১৬#
১৩২ টাকা রিচার্জে ১.৬ জিবি ১৫ দিন *১২১*১১৯#
১৮৯ টাকা রিচার্জে ০২ জিবি ১৫ দিন *১২১*১৮৯#
১৬৪ টাকা রিচার্জে ০৩ জিবি ১৫ দিন *১২১*১৬৪#
১৮৪ টাকা রিচার্জে ৩.৫ জিবি ১৫ দিন *১২১*১৮৪#
৩০ দিন মেয়াদের বাংলালিংক এমবি প্যাক
১১৯ টাকা রিচার্জে ০১ জিবি ৩০ দিন *১২১*১১৯#
২১৬ টাকা রিচার্জে ১.৫ জিবি ৩০ দিন *১২১*২১৬#
২৪৬ টাকা রিচার্জে ১.৬ জিবি ৩০ দিন *১২১*২৪৬#
২০৯ টাকা রিচার্জে ০২ জিবি ৩০ দিন *১২১*২০৯#
২১৪ টাকা রিচার্জে ০৩ জিবি ৩০ দিন *১২১*২১৪#
২২৪ টাকা রিচার্জে ৩.৫ জিবি ৩০ দিন *১২১*২২৪#
এছাড়াও বাংলালিংক এর সেরা কল রেট, টক টাইম এবং ইন্টারনেট প্যাক সম্পর্কে নিত্যনতুন আপডেট তথ্য জানতে ভিজিট করুন বাংলালিংক এর অফিসিয়াল ওয়েবসাইটে
বাংলালিংক অফিসিয়াল অ্যাপ MyBL
বাংলালিংক এর অফিসিয়াল অ্যাপ মাই বিএল ব্যবহার করে এই সকল অফার ও আপনার একান্ত অফার গুলাও দেখতে পারবেন খুব সহজেই।
মাইবিএল অ্যাপ দিয়ে ইন্টারনেট, মিনিট অফার, এসএমএস অফার সকল বান্ডেল অফার ও মূহুর্তের মধ্যে দেখতে পারবেন।
এছাড়াও MyBL অ্যাপ ব্যবহার করে আপনি বাংলালিংক কাস্টমার কেয়ার এ খুব সহজেই লাইভ চ্যাট করতে পারেন।
এই লাইভ চ্যাট করার জন্য আপনার কাছ থেকে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
এছাড়াও মাই বিএল অ্যাপ এর অনেক সুবিধা আছে যেগুলা উপভোগ করতে হলে এখনি ডাউনলোড করুন।
MyBL app download করতে নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারেন বাংলালিংক অফিসিয়াল অ্যাপ।