Grameenphone flexiplan | গ্রামীনফোন ফ্লেক্সিপ্লান এর সুবিধা সমূহ

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকে আপনাদের মাঝে Grameenphone flexiplan সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি আশা করি মনোযোগ সহকারে পড়বেন।

আজকের এই আর্টিকেলে Grameenphone flexiplan সম্পর্কে পুরো তথ্য আলোচনা করা হবে। আশা করি আপনাদের উপকারে আসবে।

গ্রামীনফোন ফ্লেক্সি প্লান নামক এই সেবা অনেক আগেই চালু করেছে। যদিও এখনো Grameenphone flexiplan সম্পর্কে অনেকেই জানি না।

গ্রামীনফোন ফ্লেক্সি প্লান কি কিভাবে ব্যবহার করবো সব কিছু নিচে আলোচনা করা হয়েছে।Grameenphone flexiplan

Grameenphone flexiplan | গ্রামীনফোন ফ্লেক্সিপ্লান

গ্রামীনফোন ফ্লেক্সি প্লান সেবা ব্যবহার করে আমরা ইন্টারনেট, মিনিট, এসএমএস প্যাক সহ নিজের ইচ্ছা মতো বান্ডেল প্যাক কিনতে পারি।

গ্রামীনফোন ফ্লেক্সিপ্লান ব্যবহার করে এমবি,মিনিট আর এসএমএস অথবা বান্ডেল প্যাক যাই কিনি না কেনো মেয়াদ শেষ হওয়ার আগেই আমরা আবার মেয়াদ বাড়াতে পারি।

আমরা অনেক সময় ভুলে কিংবা অন্যকোনো কারন বসতো একাউন্টে অধিক টাকা রিচার্জ করে ফেলি তখন –

গ্রামীনফোন এর ফ্লেক্সি প্লান অপশন ব্যবহার করে এই বাড়তি টাকা দিয়ে প্যাক কিনতে পারি।

| মাই জিপি অফার সম্পর্কে জানতে…

গ্রামীনফোন এর মাই জিপি অ্যাপে আছে ফ্লেক্সিপ্লান নামক সেবা,যদি মাই জিপি অ্যাপ ব্যবহার না করেন তাহলে;

Grameenphone flexiplan অ্যাপ ডাউনলোড করতে পারেন। অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।

ফ্লেক্সিপ্লান সেবা ছাড়াও গ্রামীনফোন এর সকল সেবা উপভোগ করতে এখনি ডাউনলোড করুন মাই জিপি অ্যাপ। মাই জিপি অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন

এছাড়াও যদি কোনো অ্যাপ ব্যবহার না করেও Grameenphone flexiplan সেবা উপভোগ করতে চান তাহলেও পারবেন।

সরাসরি গ্রামীনফোন ফ্লেক্সিপ্লান ব্যবহার করতে ক্লিক করুন।Grameenphone flexiplan

Grameenphone flexiplan কিভাবে ব্যবহার করবেন

আগেই বলেছি গ্রামীনফোন এর এই ফ্লেক্সিপ্লান সেবা ব্যবহার করে নিজের মতো অফার তৈরি করতে পারবেন । তো কিভাবে তৈরি করবেন?

নিজের মতো করে অফার তৈরি করতে সর্বপ্রথম মাই জিপি এ্যাপে প্রবেশ করুন। তারপর লগইন করে ফ্লেক্সি প্লান অপশনে ক্লিক করুন।

অথবা ডিরেক্ট ফ্লেক্সিপ্লান অ্যাপ এ প্রবেশ করুন। ক্লিক করার পর আপনার প্রয়োজন মতো এমবি মিনিট ও এসএমএস প্যাক কিনতে পারবেন।

|গ্রামীনফোন রিচারচার্জ অফার সম্পর্কে জানতে..

আপনি যদি Grameenphone bundle pack অঅর্থাৎ 5 GB INTERNET 200 MINUTE 500 SMS 30 DAYS এর জন্য কিনতে চান তাহলে;

আপনাকে  ইন্টারনেট (5GB) সিলেক্ট করে মিনিট (200) দিয়ে মেয়াদ (30) সিলেক্ট করে এসএমএস (500) সিলেক্ট করতে হবে।

সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করুন, তারপর সিলেক্ট করা অফার চেক করে কনফার্ম করুন। ব্যাস আপনার এসএমএস কেনা হয়ে গেলো।

উদাহরণঃ নিচে প্রসেস অনুযায়ী ব্যবহার করুন।

  • Internet : 5 GB
  • Minutes ; 200
  • Validity : 30
  • SMS : 500
  • Continue

উপরোক্ত এই বান্ডেল প্যাক এর জন্য চার্জ হবে ৩৯৮ টাকা। এই বান্ডেল প্যাক যদি আপনার ১ মাস পরেও শেষ না হয় তাহলে আপনি চাইলে মেয়াদ বাড়াতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top