ব্যাংকিং সুবিধার মান বাড়াতে ইসলামী ব্যাংক চালু করেছে Islami bank agent banking সার্ভিস। এজেন্ট ব্যাংকিং থেকে আমরা ব্যাংকের যেকোনো সুবিধা উপভোগ করা যাবে।
Islami bank agent banking এর সকল সুবিধা সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশের আনাচে-কানাচেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা।
ইসলামী ব্যাংকের প্রশাখা হচ্ছে এজেন্ট ব্যাংকিং। ইসলামী ব্যাংকের সকল সুবিধা উপভোগ করা যাবে এসব Islami bank agent banking থেকে।
Islami bank agent banking
বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকিং খাতকে গ্রাহকের কাছে সহজ ও হাতের কাছে এবং ব্যাংকিং সময়ের পরেও;
ব্যাংকিং সেবা দেওয়ার উদ্দেশ্যে সর্ব সাধারণের কাছে ব্যাংকিং চ্যানেল সম্প্রসারিত করছে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ।
আরো পড়ুনঃ ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্পর্কে জানতে ভিজিট করুন।
প্রতিনিয়ত বাড়ছে গ্রাহক ও লেনদেনের পরিমাণ । ফলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং ।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ বেসরকারি ব্যাংকগুলাে যেখানে তাদের শাখা চালাতে হিমশিম খাচ্ছে , সেখানে জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং ।
এজেন্ট ব্যাংকিং জনপ্রিয় হওয়ার কারণ হলো মানুষ হাতের নাগালে ব্যাংকিং সুবিধা পাচ্ছে। হাতের নাগালেই সবকিছু সময় ও খরচ অনেক কম লাগে ।
অনেক অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রাধান শাখা থাকে না ফলে সাধারণ মানুষ ব্যাংকিং সেবা উপভোগ করতে পারে না। সে সব অঞ্চলে মানুষদের ব্যাংকিং সেবার আওতার বাইরে রয়ে গেছে ।
ইসলামী ব্যাংক সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।
সেসব এলাকায় এজেন্ট ব্যাংকিং চালু করে মানুষের ব্যাংকিং সেবার আওতায় আনার লক্ষেই এজেন্ট ব্যাংকিং চালু করা হয়।
Islami bank agent banking গ্রাহক সেবাসমূহ
বাংলাদেশের আনাচে-কানাচেতে ব্যাংকিং সেবা পৌছে দিচ্ছে ইসলামী ব্যাংকের প্রধান শাখা Islamic bank agent banking। যার ফলে গ্রামীণ মানুষ পাচ্ছে নানান ব্যাংকিং সুবিধা।
এজেন্ট ব্যাংকিং থেকে সাধারণ শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশী সুবিধা উপভোগ করে থাকে। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং থেকে কৃষি, ব্যবসায়ী ও নানান রকম লোন নেওয়া যায়।
মুহুর্তের মধ্যে হাতের নাগালে ব্যাংকিং সুবিধা উপভোগ করা যায়।
Islamic bank agent banking গ্রাহক সেবাসমূহ নিম্নে দেওয়া হলোঃ
- ব্যাংক হিসাব খােলা
- নগদ টাকা জমা ও উত্তোলন
- ক্লিয়ারিং চেক গ্রহণ
- ইউটিলিটি ( গ্যাস , পানি ও বিদ্যুৎ ) বিল গ্রহণ
- বৈদেশিক রেমিটেন্স – এর অর্থ প্রদান
- ইসলামী ব্যাংকের যে কোন একাউন্টে ফান্ড ট্রান্সফার
- অন্য ব্যাংকের একাউন্টে ফান্ড ট্রান্সফার
- একাউন্ট ব্যালেন্স অনুসন্ধান ও সংক্ষিপ্ত বিবরণী
- ডেবিট ও খিদমাহ কার্ডের আবেদন গ্রহন
- ক্ষুদ্র ও কৃষি বিনিয়ােগ বিতরণ ও আদায়
- ইউটিলিটি বিল গ্রহন
- ইস্যুরেন্স প্রিমিয়াম সংগ্রহ
- সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়
- বিভিন্ন কল্যানমূলক ভাতা প্রদান
- বাংলাদেশ ব্যাংক অনুমােদিত ডেবিট কার্ড প্রদান
- বাংলাদেশ ব্যাংক অনুমােদিত যেকোন গ্রাহক সেবা
- ইসলামী ব্যাংকে টাকা জমা রাখুন এবং জমাকৃত টাকার
- উপর শরী’আহ সম্মত মুনাফা গ্রহণ করুন
- এজেন্ট কেন্দ্র হিসাব খুলুন এবং সহজে লেনদেন করুন Islamic bank agent banking ।
আরো পড়ুনঃ ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে ক্লিক করুন।
একাউন্ট খুলতে যা প্রয়ােজন
◊ আবেদনকারীর ২ কপি ছবি
◊ আবেদন কারীর ভােটার অহিডি কার্ডের কপি
◊ নমিনীর ১ কপি ছবি
◊ নমিনীর ভােটার আইডি কার্ডের কপি