Islami bank ibanking

রাত – দিন বিরতিহীন বিশ্বের যেকোন স্থান থেকে ২৪ ঘন্টা গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং সেবা প্রদান করতে ইসলামী ব্যাংক চালু করেছে Islami bank ibanking ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুরু থেকেই গ্রাহকদের সেবা করার জন্য নিবেদিত ছিল।

ইসলামী ব্যাংকের এই ibanking সফটওয়্যারটি দক্ষ উদ্যমী এবং উদ্ভাবনী সফটওয়্যার টিম দ্বারা নিয়ন্ত্রিত।

ইসলামী ব্যাংকের গ্রাহকদের চাহিদা অনুযায়ী সমস্ত নতুন সিস্টেম এবং অ্যাপ্লিকেশন বিকাশ করছে।

আরো পড়ুনঃ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্পর্কে জানতে ভিজিট করুন। 

আইবিবিএল ইন্টারনেট ব্যাংকিং এর রেজিস্ট্রেশনের জন্য নির্দেশিকা

  • গ্রাহকের একটি সচল এবং নিয়মিত ব্যবহৃত ই – মেইল থাকতে হবে ।গ্রাহকের ই – মেইলটি iBanking এর User ID হিসাবে বহৃত হবে ।
  • গ্রাহকের ১৭ ডিজিটের পূর্ণ একাউন্ট নাম্বার এবং ১৩ ডিজিটের কাস্টমার আইডি ব্যাংক শাখা থেকে অথবা
  • কল সেন্টার থেকে ( ১৬২৫৯ : +৮৮০২৮৩৩১০৯০ ) সংগ্রহ রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করতে হবে ।
  • রেজিস্ট্রেশনের সময় @ hotmail.com @ msn.com @ live.com ( @ aol.com ই – মেইল ব্যবহার না করা বাঞ্ছনীয় ।
  • ব্যাংকের পাঠানাে ই-মেইল চেক করার সময় গ্রাহকের ই মেইল এর Inbox এ দেখতে হবে ( না পাওয়া গেলে অবশ্যই Span Box- এ দেখতে হবে )
  • রেজিস্ট্রেশন করার সময় একটি ফোন নাম্বার ও জন্ম তারিখ বাধ্যতামূলকভাবে দিতে হবে ।
  • পরবর্তীতে Unbanned Request পাঠানাের জন্য তথ্যগুলাে সংরক্ষণ করতে হবে ।
  • কর্পোরেট ক্লায়েন্টদের ক্ষেত্রে কোম্পানি , এক্সচেঞ্জ হাউস , ইনস্টিটিউট গ্রুপ ) – কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত
  • ই – মেইল আইভির পরিবর্তে কোম্পানির ই – মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ।
  • গ্রুপ অফ কোম্পানির ক্ষেত্রে , অথবা যারা এক একাধিক অ্যাকাউন্টে বিপরীতে একাধিক অ্যাক্সেস দিতে চায় তাদেরকে একটি মাত্র ই – মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ।
  • IBBL iBanking Registration 47 saft | প্রথমে আপনার স্মার্টফোন বা কম্পিউটার থেকে এই ঠিকানায় প্রবেশ করুন ।
  • এরপর আইবিবিএল iBanking পেজে Sign up অপশনে ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে,
  • এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে সাথে ই- মেইল এড্রেস । দিয়ে সাবমিট করুন।
  • আপনার ই – মেইলে একটি লিংক পাবেন সে লিংকে ক্লিক করলে মূল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু কর‍তে হবে ।
  • এরপর যে পেজ আসবে সেই পেজে অপিনার বর্তমান ও স্থায়ী ঠিকানা ,জন্ম তারিখ , NID নম্বর দিয়ে সাবমিট দিন ।
  • নতুন একটি পেজ আসবে সেই পেজে আপনার অ্যাকাউন্টের ১৭ ডিজিট নাম্বার ও ১৩ ডিজিটের আইডি নাম্বার দিয়ে সাবমিট দিন ।
  • নতুন পেজে আপনার দেশ সিলেক্ট করে মােবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিন, আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোডের ম্যাসেজ পাবেন ।
  • এরপর যে পেজ আসবে সেই পেজে আপনার মােবাইলে প্রাপ্ত ভেরিফিকেশন কোড এবং Challenge Image দিয়ে সাবমিট দিন।
  • আপনার রেজিষ্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে ।
  • এরপর ফাইনাল যে পেজ আসবে সেই পেজটি প্রিন্ট করার পর স্বাক্ষর করে সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে । এ ব্যাংক কর্মকর্তাগণ তা Verify করে অনুমােদন করেন ।
  • শাখা থেকে অনুমোদন করার পর পরই একটি এ্যাক্টিভেশন মেইল চলে যায় গ্রাহকের ই-মেইল এ ।
  • ই – মেইল খুলে তাতে নির্দেশিত পদ্ধতি অনুসরণ করে iBanking আক্টিভেট করতে হবে ।

আই-ব্যাংকিং এর এই সার্ভিস এ গ্রাহকদের জন্য থাকছে  নানান রকম সুবিধা। ইসলামী ব্যাংকের আই-ব্যাংকিং সার্ভিসের সকল সুবিধা  নিচে দেওয়া হলো ;

Islami bank internet banking

Islami Bank iBanking এর সুবিধা

  • অ্যাকাউন্ট ব্যালেন্স ও স্টেটমেন্ট
  • ক্লিয়ারিং সংক্রান্ত যাবতীয় তথ্য ইসলামী ব্যাংকের
  • যেকোন অ্যাকাউন্টে তাৎক্ষণিক টাকা স্থানান্তর
  • অন্য ব্যাংকের অ্যাকাউন্ট BEFTN- এর মাধ্যমে টাকা স্থানান্তর
  • অতিরিক্ত খরচ ছাড়াই মােবাইল ও ওয়াইম্যাক্স রিচার্জ
  • ইউটিলিটি বিল পরিশােধ ও টিকিট ক্রয় CS
  • অনলাইনে কেনাকাটা
  • ফরেন রেমিটেন্স সংক্রান্ত তথ্য অনুসন্ধান
  • চেক রিকুইজিশন ও স্টপ চেক
  • পেমেন্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট স্টেটমেন্ট
  • খিদমাহ কার্ডের বিল পেমেন্ট

আই-ব্যাংকিং এর এই সব সুবিধা উপভোগ করতে হলে আপনাকে ইসলামী ব্যাংকের আই-ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করতে হবে।

ibanking app

আই-ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করতে

Google Play Store        App Store

আই-ব্যাংকিং সংক্রান্ত যেকোনো তথ্য কিংবা সাহায্যের প্রয়োজন হলে যোগাযোগ করুন-

যে কোনও আই-ব্যাংকিং প্রশ্নের জন্য বিদেশ থেকে
(+880) -2-8331090

বাংলাদেশ থেকে কল করুন
16259

যে কোনও আই-ব্যাংকিং সহায়তার জন্য ইমেল করুন [email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top