এখন ঘরে বসে Ok Wallet মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে জিতে নিন আকর্ষণীয় সব অফার। Ok Wallet registration bonus পেতে হলে এখনি ডাউনলোড করুন ওকে ওয়ালেট অ্যাপ।
ব্যাংক অ্যাকাউন্ট থাকুক আর না থাকুক একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার মোবাইল ফোনে ওকে ওয়ালেটের ব্যাংকিং সেবা নিতে পারবেন।
বিকাশ, রকেট, নগত মোবাইল ব্যাংকিং এর মত ওকে ওয়ালেট।
Ok wallet এর মাধ্যমে অনলাইন-অফলাইন কেনাকাটা, পানি-বিদ্যুত্সহ বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ, নিরাপদে দেশের
যেকোনো প্রান্তে টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ডের বিল পরিশোধ, ডিপিএস জমাসহ নানা রকম ফিচার পাওয়া যাবে।
ওয়ালেটের গ্রাহকরা পাচ্ছে মাত্র ১ শতাংশ হারে ATM ক্যাশ-আউটের সেবা।
|বিকাশ ক্যাশব্যাক অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।
প্রথম মোবাইল ওয়ালেট, যেটা এজেন্ট, ডিস্ট্রিবিউটর, মার্চেন্ট অর্থাত্ সব চ্যানেল পার্টনারকে USSD ও অ্যাপ এ দুই মাধ্যমেই সেবা
ওকে ওয়ালেটের গ্রাহকরা ব্র্যাক ব্যাংক ও যমুনা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড মানি, পিয়ার টু পিয়ার ট্রান্সফার করার সুবিধা পাবে।
ওকে ওয়ালেট রেজিষ্ট্রেশন বোনাস | Ok Wallet Registration Bonus
৩০ টাকা ইনস্ট্যান্ট বোনাস!
ওকে ওয়ালেট-এ রেজিষ্ট্রেশন করলে সাথে সাথে পাচ্ছেন ৩০ টাকা বোনাস। আকর্ষণীয় এই অফারটি শুরু হচ্ছে আজই।
অফারের মেয়াদঃ ১৬ই মে থেকে ৩০শে জুন ২০২২ পর্যন্ত। অফার সম্পর্কে বিস্তারিত জানতে এখনই কল করুন ১৬২৬৯ নম্বরে অথবা ভিজিট করুন ওকে ওয়ালেট ওয়েব সাইটে
কিভাবে ওকে ওয়ালেট একাউন্ট খুলবেন | How to open Ok Wallet account
ওকে ওয়ালেট একাউন্ট খোলা একদম সোজা। শুধু মাত্র ওকে ওয়ালেট অ্যাপ ডাউনলোড করে কয়েকটা প্রসেস অনুসরণ করলেই খুলে নিতে পারবেন।
ওকে ওয়ালেট অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন – Ok Wallet
- প্রথমে এখানে ক্লিক করে ওকে ওয়ালেট অ্যাপ টি
ডাউনলোড করে নিন - ওকে ওয়ালেট অ্যাপ ওপেন করে Create Account এ ট্যাপ করুন।
- যে ফোন নাম্বার দিয়ে ওকে ওয়ালেট খুলতে চান, সে ফোন নাম্বারটি প্রদান করুন ও Next এ ট্যাপ করুন।
- সিম একই ফোনে থাকলে ওটিপি কোড আসলে সেটি আপনাআপনি বসে যাবে, Next চাপুন।
- প্রথমে এনআইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর সামনের অংশের ছবি তুলুন ও Submit এ ট্যাপ করুন
- তারপর উক্ত পেপার এর পেছনের অংশের ছবি তুলুন ও Submit এ ট্যাপ করুন
- ভেরিফিকেশনের জন্য আপনার সেল্ফি তুলতে বলা হবে। সেল্ফি তুলুন ও Submit এ ট্যাপ করুন। ছবি ভালো না হলে Retake এ ট্যাপ করে আবার তুলতে পারেন
- এরপর সফলভাবে ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন হলে Next এ ট্যাপ করুন
- ইতিমধ্যে প্রদত্ত সকল তথ্য দেখতে পাবেন। লিঙ্গ সিলেক্ট করে Next চাপুন
- এরপর একজন নমিনি এর নাম দিন ও তার সাথে আপনার সম্পর্কে সিলেক্ট করুন, এরপর Next চাপুন
- তারপর স্ক্রিনে টাচের মাধ্যমে আপনার ডিজিটাল সিগনেচার (সাক্ষর) প্রদান করুন, Next চাপুন
- সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হয়ে গেলে পুনরায় চেক করে Submit এ ট্যাপ করুন
- ওকে একাউন্ট খোলায় “Congratulations” মেসেজ দেখতে পাবেন, Next চাপুন
- এরপর আপনার ওকে ওয়ালেট এর পিন এসএমএস এ পাঠানো হবে
- উক্ত পিন প্রদান করে ওকে ওয়ালেট অ্যাপে লগিন করলে নতুন পিন সেট করার অপশন পাবেন। নতুন পিন সেটাপ করে Confirm এ ট্যাপ করুন।
ব্যাস খুব সহজেই ঘরে বসে আপনি আপনার নিজের নামে ওকে ওয়ালেট একাউন্ট খুলে নিলেন।
ওকে ওয়ালেট হেল্পলাইন নাম্বার | Ok Wallet Helpline Number
যেকোনো প্রয়োজনে আপনার ওকে ওয়ালেট এর হেল্পলাইন নাম্বারের কিংবা হেড অফিসের ঠিকানা প্রয়োজন হতে পারে।
তাই ওকে ওয়ালেট এর হেল্পলাইন নাম্বারে বা ঠিকানা জেনে রাখা ভালো।
ওকে ওয়ালেট আপনাকে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন ১৬২৬৯ নাম্বারে যোগাযোগ করে সাহায্য দিবে।
এছাড়াও আপনি ইমেইল এর মাধ্যমে আপনার সমস্যার কথা বলে সমাধান পেতে পারেন।
ওকে ওয়ালেট এ ইমেইল করতে নিচের দেওয়া ঠিকানায় মেইল করুন।
E-mail: okwallet@onebank.com.bd
okwallet@onebank.com.bd
এছাড়াও আপনি চাইলে তাদের হেড অফিসে গিয়েও সাহায্য নিতে পারেন। এরজন্য নিচের দেওয়া ঠিকানা অনুসরণ করুন।
Jalalabad Bhaban, Level-10
22 Kawran Bazar C/A, Dhaka-1215
Phone: (+88 02) 9131915