Qatar Visa Check | কাতার ভিসা চেকিং

এখনো খুব সহজেই নিজে নিজেই Qatar Visa Check | কাতার ভিসা চেকিং করতে পারবেন যদি এই আর্টিকেল টি ফলো করুন। বাংলাদেশের প্রাণ ভোমরা প্রবাসী। আর সকল প্রবাসীদের জানাই হাজারো সালাম।

|ইউটিউব ডাউনলোড অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।

আজকের আর্টিকেলটির মাধ্যমে হয়তো কোনোভাবে কোনো প্রবীণ প্রবাসীদের সহায়তা করতে পারবো।

Qatar Visa Check | কাতার ভিসা চেকিং করার নিয়ম

আপনি এখন খুব সহজেই নিজে নিজেই পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করতে পারবেন।আর এরজন্য প্রয়োজন নেই কারো সহায়তার।

|নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে ক্লিক করুন

এই আর্টিকেলে আপনাকে ভিসা চেক করার সম্পুর্ণ নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করা হয়েছে তবে বাহিরের সকল দেশের এই সকল সাইট সব সময় পরিবর্তনশীল।

আপনাদের বুঝার সুবিধার্থে নিচে ধাপে ধাপে  সাজানো হয়েছে। আপনি শুধু ভালো ভাবে ধাপ গুলা অনুসরণ করুন।

  • সর্বপ্রথম আপনি Chrome/Others Browser ওপেন করুন।
  • সার্চ করুন portal.moi.gov.qa অথবা ক্লিক করুন।
  • ক্লিক করার পর ভাষা যদি আরবী থাকে তাহলে উপরে English লেখা আইকনে ক্লিক করুন।
  • এবার এই Inqueries বাটনে ক্লিক করুন
  • সেখানে থেকে Visa Enquiry & Printing বাটনে ক্লিক করুন,
  • সর্বশেষে Visa Number অথবা Passport Number দিন,
  • এবং Nationality তে Bangladesh দিয়ে Recapture কোড ডান বক্সে বসান,
  • ব্যাস এবার Submit বাটনে ক্লিক করলেই আপনার ভিসাটি দেখতে পারবেন।
  • ভিসাটি আপনি চাইলে পিডিএফ ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি প্রিন্ট করে নিতে পারেন।

Qatar Visa Check | কাতার ভিসা চেকিংসহজ পদ্ধতিতে কাতার ভিসা চেক করার নিয়ম

এতো কিছু না করে আপনি চাইলে নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ওয়েব সাইটে প্রবেশ করতে পারেন।

Qatar Visa Check

  • ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার পাসপোর্ট নাম্বার দিন।
  • তারপর আপনার ন্যাশনালিস্ট বাংলাদেশ সিলেক্ট করুন
  • সর্ব শেষ রিক্যাপচার কোড টি ডানের বক্সে লিখে সাবমিট করুন ব্যাস আপনার ফলাফল পেয়ে যাবেন।

ভিসা চেকিং এ সতর্কতা

আপনি যেকোনো দেশের ভিসা চেক করেন না কেনো আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

  • তারাহুরো করা যাবে না এতে ভুল হতে পারে,
  • পাসপোর্ট নাম্বারের ক্ষেত্রে অবশ্যই ইংরেজি বর্ণ গুলা লিখতে হবে।
  • রি-ক্যাপচার কোড টি সঠিকভাবে ডান বক্সে ভালো ভাবে লিখতে হবে।
  • আর অবশ্যই দালালদের কাছ থেকে সাবধানের জন্য অবশ্যই ভিসাটি ভালো ভাবে ট্রান্সলেট করে পর্যবেক্ষণ করতে পারেন।

আশাকরি আপনারা কাতারের ভিসা চেক করার প্রসেসিং সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এছাড়াও যদি ভিসা চেক করতে না পারেন তাহলে মেইল করতে পারেন।
ধন্যবাদ❞

1 thought on “Qatar Visa Check | কাতার ভিসা চেকিং”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top