Robi internet balance check

Robi internet balance check করতে হলে অবশ্যই কিছু নিয়ম আছে যেগুলা ফলো করার মাধ্যমে Robi internet balance check করতে পারেন।

এছাড়াও রবি’র অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই রবি’র সকল সুবিধা উপভোগ করতে পারবেন। অ্যাপ ব্যবহার করে আপনি আপনার সকল অফার সম্পর্কে জানতে পারবেন।

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। রবিই প্রথম কোম্পানি যা দেশের ৬৪টি জেলায় চালু করে ৪.৫জি সেবা।

অপারেটরটি দেশের অনেক ক্ষেত্রে ডিজিটাল সেবা চালু এবং দেশের গ্রামীণ ও উপশহর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মোবাইল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করছে।

দেশের একমাত্র মোবাইল ফোন অপারেটর হিসেবে ৪.৫জি নেটওয়ার্কে ভয়েস ওভার এলটিই এবং ৫জি প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে রবি।

রবি ইন্টারনেট প্যাক ব্যালেন্স চেক করতে হলে রবি কোড সম্পর্কে জানতে হবে।

রবির সকল গুরুত্বপূর্ণ কোড 

রবি ইন্টারনেট প্যাক ব্যালেন্স চেক করতে হলে রবি কোড সম্পর্কে জানতে হবে।

নিচে রবি’র কিছু গুরুত্বপূর্ণ কোড দেওয়া হলো;

Robi number check code
*140*2*4#

Robi account balance code
*222#

Robi internet balance check code
*123*3*5#

Robi emergency balances code
*222*16#

কোড ডায়াল না করেই সব কিছু

আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রবি দিচ্ছে বিশেষ সুবিধা। যার মাধ্যমে আপনি পাবেন রবি এর সকল সুবিধা।

নাম্বার, ব্যালেন্স, মিনিট প্যাক, এমবি দেখার জন্য সবকিছুর আলাদা আলাদা কোড আছে যা মনে রাখা অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়ায়।

আরো পড়ুনঃ Robi customer care সম্পর্কে জানতে ভিজিট করুন-

মাই রবি অ্যাপ

কোড মনে রাখা কিংবা ডায়াল করার ঝামেলা এড়াতে বাংলালিংক নিয়ে এলো স্মার্ট গ্রাহকদের জন্য স্মার্ট সেবা, মাই রবি অ্যাপ।

রবি অ্যাপ এ প্রবেশ করলেই কোনো কিছু ডায়াল ছাড়াই আপনি ব্যালেন্স, এমবি,মিনিট, এসএমএস দেখতে পারবেন চোখের পলকে।

এমবি,মিনিট, এসএমএস ও বান্ডেল প্যাক কিনতে পারেন খুব সহজেই তাছাড়া মাই রবি অ্যাপ ব্যবহার করে রিচার্জ করতে পারবেন ঘরে বসেই।

এছাড়াও মাই রবি অ্যাপ এ আছে আকর্ষণীয় সব ফিচার। যা গ্রাহকদের সহজেই মানিয়ে নিতে সহায়তা করে।

সরাসরি ডাউনলোড করুন  মাই রবি অ্যাপ

Google Play Store       App Store

এছাড়াও অনলাইন থেকে সরাসরি ইন্টারনেট প্যাক কিনতে ভিজিট করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top