Sim registration check

অনেক সময় আমাদের Sim registration check করার অনেক প্রয়োজন পরে। তাই Sim registration check করার জন্য কি কি করতে হবে জেনে রাখা দরকার।

বিটিআরসির নির্দেশে সিম রেজিষ্ট্রেশন চালু করা হয়। প্রথম দিকে আমরা এতোটা গুরুত্ব দেই না ফলে পরবর্তীতে তারাহুরো করে Sim registration করি।

যার কারণে সিম রেজিষ্ট্রেশন কার এনআইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করি তা মনে রাখা সম্ভব হয় নাই।

কোড ব্যবহার করে সিম রেজিষ্ট্রেশন যাচাই

আপনি চাইলে একটি সিক্রেট এসএমএস কোড এর মাধ্যমে আপনার কাছে যতগুলো সিম রয়েছে সমস্ত সিম কোন আইডি দিয়ে খোলা সেটি দেখতে পারবেন।

এই কাজটি করার জন্য যেকোনো সিম থেকে প্রথমে ডায়াল করুন *16001#; এবং তারপরে আপনি যে এনআইডি কার্ড সন্দেহ করছেন সে এনআইডি কার্ডের লাস্ট চারটি ডিজিট মেনশন করুন।

তারপরে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনি এই সম্পর্কে জানতে পারবেন।

এই বিষয়টিকে আপনি যদি এককথায় জেনে নিতে চান; তাহলে নিম্নলিখিত ইনফরমেশন এর দিকে নজর দিন।

আপনার এনআইডি কার্ড দিয়ে কতটা সিম রেজিষ্ট্রেশন করা হয়েছে তা জানতে নিচের দেখানো সিস্টেম ফলো করুন।

যেকোনো সিম থেকে ডায়াল করুন *16001#

তারপরে আপনার এনআইডি কার্ডের শেষের দিকের ৪ ডিজিট নাম্বার দিয়ে সেন্ড করুন। পরবর্তীতে আপনাকে ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।

আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিষ্ট্রেশন করা হয়েছে এবং সেই রেজিষ্ট্রেশন কৃত নাম্বার গুলার প্রথম তিন (0৩) ডিজিট ও শেষের তিন (০৩) ডিজিট জানিয়ে দেওয়া হবে।

উদাহরণঃ
TOTAL:12, GP(pre-10): 88013*****173 88017*****794 88017*****365 88017*****419 88017*****626 88017*****639

88017*****410 88017*****793 88017*****813 88017*****258 BANGLALINK(pre-1): 88019*****865 TELETALK(pre-1): 88015*****508

যদি আপনার এনআইডি কার্ড দিয়ে উক্ত সিম রেজিষ্ট্রেশন না থাকে

উক্ত সিম যদি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা না থাকে তাহলে আপনাকে ফিরতি এসএমএস এর

মাধমে জানানো হবে যে উক্ত সিম এই এনআইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা নয়।

উদাহরণঃ
ID last 4 digits mismatched with registered sim

এছাড়াও আলাদা আলাদা অপারেটর এর জন্য আলাদা আলাদা কোড ডায়াল করে রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

জিপি সিম রেজিষ্ট্রেশন চেক

কাজটি যথারীতি করার জন্য জিপি সিম রেজিস্ট্রেশন চেক করতে হবে। জিপি সিম রেজিস্ট্রেশন চেক করার প্রসেস নিচে দেয়া হল।

মেসেজ অপশনে চলে যান তারপরে টাইপ করুন Info এবং মেসেজটি পাঠিয়ে দিন 4949 নাম্বারে।

তাহলে ফিরতি এসএমএস এর মাধ্যমে ডিটেইলস জানতে পারবেন।

GP Sim Registration Check
type “info” send to 4949

রবি সিম রেজিস্ট্রেশন চেক

ঠিক একই রকমভাবে আপনি যদি রবি সিমের রেজিস্ট্রেশন চেক করতে চান; তাহলে আরেকটি প্রসেস ফলো করতে পারেন।

এই কাজটি করার জন্য রবি সিম থেকে ডায়াল করুন *1600*3# ; এই ইউএসএসডি কোড ডায়াল করলে আপনার সিম রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে পারবেন।

এছাড়াও আপনার সিম রেজিস্ট্রেশন সফল হয়েছে কিনা সে সম্পর্কে জানার জন্য একটি সিক্রেট ইউএসএসডি কোড রয়েছে।

সিম রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করার জন্য ইউএসএসডি কোড হল *1600*1#

এয়ারটেল সিম রেজিস্ট্রেশন চেক

এয়ারটেল সিমে রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত ইউএসএসডি কোড ডায়াল করুন।   *121*4444#

বাংলালিংক রেজিস্ট্রেশন চেক

বাংলালিংক সিমের রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখার জন্য নিম্নলিখিত ইউএসএসডি কোড ডায়াল করুন।      *1600*2#

বাংলালিংক সিম রেজিস্ট্রেশন সম্পাদন সফল হয়েছে কিনা কিংবা আপনার সিম কত তারিখে রেজিস্ট্রেশন হয়েছে সেই সম্পর্কে জানার জন্য নিম্নলিখিত ইউএসএসডি কোড ব্যবহার করুন।

*1600*1#

টেলিটক সিম রেজিস্ট্রেশন চেক

ঠিক একই রকমভাবে এসএমএসের মাধ্যমে আপনি যদি টেলিটক সিমের রেজিস্ট্রেশন স্ট্যাটাস চেক করে নিতে চান তাহলে নিম্নলিখিত উপায় এসএমএস করুন।

এই কাজটি করার জন্য প্রথমে মেসেজ অপশনে চলে যান এবং তারপর টাইপ করুন Info এবং এই মেসেজটি সেন্ড করে দিন 1600 নাম্বারে।

তাহলে ফিরতি এসএমএস এর মাধ্যমে স্ট্যাটাস জানতে পারবেন।

GP Sim Registration Check
type “info” send to 1600

সিম রেজিষ্ট্রেশন বাতিল

অনেক সময় আপনি যখন সিম রেজিষ্টেশন করতে যান তখন কিছু চক্র আপনার ডকুমেন্টস গুলো সংরক্ষন করে রেখে দেয়।

আর এই কাজটি তারা সম্পাদন করার কারণে আপনার অনুমতি ছাড়া আপনার এনআইডি এবং অন্যান্য ডকুমেন্ট দিয়ে আরেকটি সিম রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়।

এবার আপনি যদি সিমের রেজিস্ট্রেশন স্ট্যাটাস দেখে নেয়ার পরে এ সম্পর্কে অবগত হয়ে যান যে ভুলবশত

আপনারই দিয়ে অন্যান্য সিম রেজিস্ট্রেশন করা হয়েছে তাহলে এটি কিভাবে বন্ধ করবেন?

কারণ আপনি যদি সিম রেজিস্ট্রেশন বাতিল করতে সক্ষম না হন তাহলে পরবর্তী সময়ে নানা রকমের সমস্যার মধ্যে পতিত হতে পারেন।

সিম রেজিস্ট্রেশন বাতিল করার জন্য নিম্নলিখিত প্রসেস ফলো করুন।

গ্রামীণফোন সিম যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার আশেপাশে থাকা গ্রামীণফোন কাস্টমার প্রতিনিধির কার্যালয়ে উপস্থিত হন

এছাড়াও আপনি চাইলে গ্রামীনফোনের কাস্টমার কেয়ার নাম্বার এ কল করার মাধ্যমে এ সম্পর্কে অবগত করতে পারেন।

রেজিস্ট্রেশন বাতিল করার জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং অন্যান্য রকমের ডকুমেন্টস সাথে নিয়ে যাবেন।

এবার আপনাকে কাস্টমার প্রতিনিধির সাথে সম্পর্কে বিস্তারিত আলাপ ফোন করতে হবে;

আপনি অন্য যে সিমের রেজিস্ট্রেশন মালিকানাধীন রয়েছেন সেই সিমের মালিক নন।

এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পরে যখন আপনার ডকুমেন্টস এবং অন্যান্য সমস্ত বিষয়টি তারা অ্যাকসেপ্ট করে নিবে,তখন আপনি ওই সিম রেজিস্ট্রেশন বাতিল করার কথা বলুন।

তাহলে যে কোন সিমের কাস্টমার অপারেটর আপনার ওই সিমে রেজিস্ট্রেশন স্ট্যাটাস বাতিল করে দিবে এবং আপনাকে নির্বিঘ্নে পথ চলতে সহায়তা করবে।

মনে রাখবেন, আপনি যদি সিম রেজিস্ট্রেশন বাতিল করতে সক্ষম নন, তাহলে ওই সিম ব্যবহারকারীর যতগুলো অপকর্ম করবে তার সমস্ত দায়ভার আপনার উপর এসে পড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top