Tele pay | যেকোনো বিল পেমেন্ট করুন টেলি পে অ্যাপের মাধ্যমে

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে টেলিটক সিমের একটি গুরুত্বপূর্ণ বিষয়  Tele pay সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

টেলি পে হচ্ছে টেলিটক সিমের একটি সার্ভিস। এই সার্ভিস ব্যবহার করে আমরা খুব সহজেই ঘরে বসে নানান কিছুর বিল পে করতে পারবো মূহুর্তের মধ্যে।

Tele pay | টেলি পে

কিভাবে Tele pay এর এইসব সার্ভিস উপভোগ করবেন সেই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি মনোযোগ সহকারে পড়বেন।

টেলিটক হচ্ছে আমাদের সিম অর্থাৎ আমাদের দেশিও সরকারি সিম। এই সিম ব্যবহার করে আমরা সরকারি অনেক সেবা উপভোগ করতে পারবো।

টেলি পে হচ্ছে টেলিটক সিমের একটি অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে আমরা বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, বেস্কো বিল সহ নানান রকম বিল পেমেন্ট করা যায়।

| টেলিটক সিমের এমবি অফার সম্পর্কে জানতে…

এছাড়াও বিল পেমেন্ট এর পাশাপাশি টেলি পে অ্যাপ ব্যবহার করে বিভিন্ন জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়।

তাছাড়া জব সার্কুলার এর ফি দিতে বা জব সার্কুলারে এপ্লাই করতে তো টেলিটক সিমের জুড়ি নাই।

Tele pay Recharge | টেলি পে রিচার্জ

টেলি পে অ্যাপ ব্যবহার করে বিল পেমেন্ট করতে হলে অবশ্যই আপনাকে টেলি পে অ্যাপে রিচার্জ করতে হবে।

টেলি পে অ্যাপে রিচার্জ করতে হলে আপনাকে অবশ্যই যেকোনো টেলিটক রিটেইলার এর কাছ থেকে রিচার্জ করতে হবে।

কাজেই এইসকল সুবিধা উপভোগ করতে এখনি ডাউনলোড করুন টেলি পে অ্যাপটি।

Tele pay Tele Pay App Teletalk Helpline | টেলিটক হেল্পলাইন

যেকোনো বিষয়ে সহায়তা পেতে কল করুন টেলিটক হেল্পলাইন নাম্বার। ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন যেকোনো সময় কল করে সেবা গ্রহণ করতে পারবেন।

Teletalk helpline number 121

টেলিটক এর যেকোনো সমস্যার সমাধান পেতে হলে যোগাযোগ করুন টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে। নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার জানতে ভিজিট করুন।

এছাড়াও নিকটস্থ সার্ভিস পয়েন্টের লোকেশন জানতে পারবেন খুব সহজেই আপনার লোকেশন সিলেক্ট করে।

নিকটস্থ সার্ভিস পয়েন্ট এর লোকেশন জানতে ভিজিট করুন।

আপনি যদি রেগুলার টেলিটক সিম ব্যবহার করে থাকেন তাহলে এখনি ডাউনলোড করুন মাই টেলিটক অ্যাপ।

এই অ্যাপ ব্যবহার করে খুব সহজেই এমবি, মিনিট এসএমএস চেক করতে পারবেন কোড ডায়াল ছাড়াও।

এছাড়াও এই অ্যাপ ব্যবহার করে খুব সহজেই উপভোগ করতে পারবেন টেলিটক এর নানান রকম অফার।

মাই টেলিটক অ্যাপ ডাউনলোড করতে হলে ক্লিক করুন-

ANDROID

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top