যদি আপনি টেলিটক সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই Teletalk internet balance check করতে হবে।
আর ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হলে প্রয়োজন ইউএসএসডি কোড। টেলিটক সিম খুবই কম সসংখ্যক লোকে ব্যবহার করে বলে এর সকল কোড সবার জানা নেই।
আজকে এই আর্টিকেলে শুধু ব্যালেন্স চেক না টেলিটকের অনেক গুরুত্বপূর্ণ কোড দেওয়ার চেষ্টা করবো।
টেলিটক হচ্ছে আমাদের নিজস্ব সম্পদ। টেলিটক বাংলাদেশের সরকারি একটি মোবাইল ফোন অপারেটর।
টেলিটক আমাদের দেশীয় প্রতিষ্ঠান থাকায় আমাদের অফারের কোনো ঘাটতি থাকে না। কম খরচে ইন্টারনেট প্যাক মিনিট প্যাক সহ কম রেটে কথা বলার সুযোগ একমাত্র টেলিটক ই দিয়ে থাকে।
টেলিটক সিম আমরা খুব কম ব্যবহার করি বিধায় Teletalk internet balance check সহ অনেল গুরুত্বপূর্ণ কোড ভুলে যাই।
আজকে আমি এই আর্টিকেলে টেলিটক সিমের কিছু প্রয়োজনীয় কোড সম্পর্কে জানানোর চেষ্টা করবো।
টেলিটক এর সকল গুরুত্বপূর্ণ কোড
আপনি যদি টেলিটক সিমের নাম্বার,ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স, এসএমএস ব্যালেন্স চেক করতে চান তাহলে অবশ্যই রুলস অনুযায়ী কোড ডায়াল করতে হবে।
Teletalk Balance Check (All Operator USSD Code):
Mobile Balance Check, Press *152#
Internet Balance Check, dial *152#
Minute Balance Check, Press *152#
SMS Check, Press *152#
Show Mobile Number: Type “Tar” & send to 222.
MMS Check, Press *152#
Teletalk Customer Care Number: 121.
এইসব কোড মনে রাখা অনেক সময় কষ্টকর হয়ে যায়। এইসব কোড মনে রাখার ঝামেলা এড়াতে আজই ডাউনলোড করুন টেলিটক এর My Teletalk app।
মাই টেলিটক অ্যাপ সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।
আরো পড়ুনঃ Teletalk internet offer সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।
মাই টেলিটক অ্যাপ
নাম্বার,ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স, মিনিট ব্যালেন্স, এসএমএস ব্যালেন্স চেক সহ যেকোনো কিছু করতে হলে কোড ডায়াল করতে হয়;
আর এই কোড সব গুলা মনে থাকে না। কোড ডায়াল করার ঝামেলা এড়াতে টেলিটক -এ আছে My Teletalk app।
মাই টেলিটক অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজেই যেকোনো কিছু চেক করতে পারেন চোখের পলকেই।
এছাড়াও মাই টেলিটক অ্যাপ ব্যবহার করলে আপনার উক্ত সিমের সকল ইন্টারনেট, মিনিট সহ নানান রিচার্জ অফার দেখতে পারবেন।
মাই টেলিটক অ্যাপের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, গ্যাস বিল সহ সবধরনের বিল, সব কিছুর ফি পরিশোধ করতে পারবেন।
তাছাড়া টেলিটক সিমের যেকোনো সমস্যা সমাধানের জন্য টেলিটক কাস্টমার কেয়ার এ লাইভ চ্যাট করতে পারবেন।
মাই টেলিটক অ্যাপ ডাউনলোড করতে হলে ক্লিক করুন-