ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম

ইসলামী ব্যাংকে রয়েছে ঘরে বসে সকল ব্যাংকিং সুবিধা। আর এই সব সুবিধা উপভোগ করতে হলে আজই একাউন্ট খুলুন ইসলামী ব্যাংকে Islami bank student account ।

ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট এর রয়েছে এক্সটা সুযোগ সুবিধা। এছাড়াও ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং থেকে একাউন্ট খোলা যায়।

এজেন্ট ব্যাংকিং থেকে একাউন্ট খুলে সেলফিন অ্যাপ ডাউনলোড করে ঘরে বসেই ব্যাংকিং সুবিধা পাওয়া যায়।

এছাড়াও ইসলামী ব্যাংকের রয়েছে ibanking service । আই ব্যাংকিং এর মাধ্যমে মোবাইলে সকল ব্যাংকিং সুবিধা উপভোগ করা যাবে।

Islami bank student account খুলতে যা যা লাগবে।

💠 শিক্ষা প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র বা আইডি কার্ডের   ১টি ফটোকপি।

💠 জাতীয় পরিচয়পত্র সনদ বা জন্মনিবন্ধন সনদের ১টি   ফটোকপি।

💠 দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

💠 স্টুডেন্টের বয়স ১৮ বছরের কম হলে তথা অপ্রাপ্ত       বয়স্কদের ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের /   পাসপোর্ট’র ১টি ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের   ছবি লাগবে।

💠 স্টুডেন্টের বয়স ১৮ বছরের কম বয়স হলে   অভিভাবকে সঙ্গে করে নিয়ে আসতে হবে।

💠 ইউটিলিটি বিল তথা পানি, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদির   কোনো একটি চলতি মাসের বিলের কাগজের ১টি   ফটোকপি।

💠 কমপক্ষে ১০০ টাকা অ্যাকাউন্টে জমা রাখতে হয়।   তাই  ১০০ টাকা লাগবে।

💠 নমিনীর ক্ষেত্রে নমিনীর ভোটার আইডি (NID)/   পাসপোর্ট/ নাগরিক সনদপত্র/ড্রাইভিং লাইসেন্সের ১টি   ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি।

💠 এ ব্যাংকে আপনার পরিচিত অ্যাকাউন্টধারীর   একাউন্টনং ও স্বাক্ষর লাগবে।

একাউন্ট খোলার প্রক্রিয়া

ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খুলতে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের কোনো শাখায় অথবা এজেন্ট ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলার একটি ফরম সংগ্রহ করুন।

ফরমটি যযথাযথ পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও ২ কপি ছবি এবং ১০০ টাকাসহ জমা দিন।

এই ১০০ টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে। ব্যাংক কর্মকর্তা এগুলো জমা নিয়ে সাথে সাথেই আপনার স্টুডেন্ট মুূদারাবা অ্যাকাউন্টটি খুলে দিবে।

আপনি তাৎক্ষণিকভাবেই এটিএম কার্ড সেবা পেয়ে যেতে পারেন আবার অনেক সময় এটিএম কার্ড পেতে ২/৩ কর্মদিবস সময়ও লাগতে।

এভাবে সহজেই মূহুর্তের মধ্যেই ইসলামী ব্যাংকে গিয়ে অথবা ইসলামী এজেন্ট ব্যাংকে গিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে সেবাসমূহ উপভোগ করতে পারেন।

স্টুডেন্ট একাউন্টের সুযোগ সুবিধা

  • প্রাথমিকভাবে মাত্র ১০০ টাকা জমা দিয়েই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • সরকারি শুল্ক ও কর ছাড়া অন্য কোন চার্জ দিতে হবে না।
  • প্রাথমিকভাবে ফ্রি ATM কার্ড পাবেন এবং এটার মেয়াদ হবে ৫ বছর।
  • ৫ বছর পর পর ২৩০ টাকা দিয়ে কার্ড নবায়ন করে নিতে পারবেন।
  • একটি চেক বই পাবেন।
  •  ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে যে কোন সময় যে কোন স্থান থেকে মোবাইল রিচার্জ ও ফান্ড ট্রান্সফারের বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
  • SMS এর মাধ্যমে অ্যাকাউন্টের ব্যালেন্স জানা ও স্টেটমেন্ট দেখতে পারবেন।
  • বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্সের টাকা গ্রহণ ও উত্তোলন করতে পারবেন।
  • সেলফিন অ্যাপ ডাউনলোড করে ঘরে বসেই ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
  •  আপনার সকল প্রকার বৃত্তি/উপবৃত্তির অর্থ এ অ্যাকাউন্টে জমা করতে পারবেন।
  •  দেশব্যাপী দিন রাত ২৪ ঘন্টা ব্যাংকের সব ATM বুথ থেকে টাকা তুলতে পারবেন।
  • অনলাইনের মাধ্যমে ৬৪টি জেলায় বিস্তৃত ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা ও তুলতে পারবেন।
  • দেশে-বিদেশে স্কুল ব্যাংকিং কনফারেন্সে ব্যাংকের প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারেন (নমিনেশন পাওয়া সাপেক্ষে)।
  • এ অ্যাকাউন্ট থেকে ইন্টারনেট ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং (mCash) এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে টিউশন ফি, পরীক্ষার ফিসহ শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের পাওনা পরিশোধ করতে পারবেন।

এছাড়াও ইসলামী ব্যাংকের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top