গুগল একাউন্ট খোলার নিয়ম

গুগল একাউন্ট খোলার নিয়ম
আমাদের নিত্য প্রয়োজনীয় একটি মাধ্যম হয়ে দাড়িয়েছে গুগল। গুগল ছাড়া আমাদের এক মূহূর্ত চলবে বলে আমি মনে করি না। তাই তো আজকে আমি এই সবচেয়ে প্রয়োজনীয় গুগল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে সম্পূর্ণ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।

গুগল একাউন্ট এর সুবিধা সমূহ

গুগল একাউন্ট দিয়ে আপনি গুগল প্লে ষ্টোর থেকে যেকোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। মেইল ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারবেন, একদিক দিয়ে কিন্তু আপনি গুগল এর একাউন্ট ছাড়া সব ফিচারই উপভোগ করতে পারবেন,
তবে সেই সেবা গুলো পরিপূর্ণ ভাবে এবং সুরক্ষিত ভাবে ব্যাবহার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার গুগল একাউন্ট খোলতে হবে।
ইন্টারনেট জগতের প্রায় অর্ধেকেরও বেশী জায়গা জুড়ে গুগল এর ছোয়া তাই গুগল ছাড়া ইন্টারনেট জগৎ ভাবা প্রায় অসম্ভব।

গুগল একাউন্ট খোলার নিয়মমোবাইলে গুগল একাউন্ট খোলার নিয়ম

  • Settings এ প্রবেশ করুন
  • স্ক্রল করে Accounts সিলেক্ট করুন
  • Add Account সিলেক্ট করুন
  • Google সিলেক্ট করুন
  • অথবা সরাসরি গুগল এ ডুকে সাইন আপ বাটনে ক্লিক করুন।
  • ফোনের পিন বা প্যাটার্ন থাকলে, সেটি প্রদান করুন
  • এরপর Create Account সিলেক্ট করুন
  • ব্যাক্তিগত কাজে গুগল একাউন্ট খুলতে For Myself সিলেক্ট করুন ও ব্যবসার কাজে গুগল একাউন্ট খুললে To manage my business সিলেক্ট করুন
  • আপনার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখুন ও Next চাপুন
  • এরপর আপনার জন্মতারিখ ও জেন্ডার দিয়ে Next চাপুন
  • Username ফিল্ডে গুগল একাউন্টের জন্য একটি ইউনিক ইউজারনেম দিন
  • এরপর আপনার গুগল একাউন্টের জন্য পাসওয়ার্ড দিয়ে Next চাপুন
  • গুগল একাউন্ট ভেরিফিকেশনের জন্য একটি ফোন নাম্বার দিয়ে Next চাপুন
  • মোবাইল নাম্বারে আসা কোডটি প্রদান করুন
  • ভেরিফিকেশনের জন্য প্রদত্ত মোবাইলে নাম্বারটি গুগল একাউন্টে এড করতে চাইলে Next ও এড না করতে চাইলে Skip চাপুন
  • Privacy & Terms পেজ দেখতে পাবেন, নিচের দিকে স্ক্রল করে I Agree চাপুন

উপরোক্ত প্রক্তিয়া সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন গুগল একাউন্ট খুলে যাবে। তারপর থেকে আপনি গুগল এর সকল সেবা উপভোগ করতে পারবেন।

আরওপড়ুনঃ ড্রাইভিং লাইসেন্স চেক ও ড্রাইভিং লাইসেন্স আবেদন

আশা করে আপনারা আর্টিকেল থেকে শিখতে পারছেন। আর যদিও না পারেন বা আপনার কোনো মতামত থাকে তাহলে সরাসরি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।

ধন্যবাদ’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top