সৌদি ভিসা চেক করার নতুন নিয়ম

সৌদি প্রতি নিয়ত তাদের ওয়েব সাইটের নিরাপত্তার জন্য ভিসা চেক সহ নানান বিষয়াদির লিংক বদলে থাকে। সৌদি ভিসা চেক করার নতুন নিয়ম সম্পর্কে আপনাদের অবগত করতেই এই আর্টিকেল টি লেখা হয়েছে।

সৌদি ভিসা চেক করতে পারবেন শুধুমাত্র আপনার পাসপোর্ট নাম্বার ব্যবহার করেই। আর এই জন্য আপনাকে দুইটি প্রসেস অনুসরণ করতে হবে।

আর এই দুইটি প্রসেস আপনার জানা থাকলে খুব সহজেই আপনার ও আপনার চারিপাশের সবার সৌদি ভিসা চেক করে দিতে পারবেন মুহুর্তের মধ্যেই।

  • ভিসা চেক করার প্রথম লিংক –  https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
  • ভিসা চেক করার দ্বিতীয় লিংক –  https://visa.mofa.gov.sa/Home/Index

প্রথম লিংক ব্যবহার করে আপনি ভিসার আবেদন কপি পাবেন এবং দ্বিতীয় লিংক ব্যবহার করে আপনি ভিসা চেক করতে পারবেন।

আপনাদের সুবিধার্থে নিচে পুরো বিষয় খুবই সুন্দর করে তুলে ধরা হয়েছে।

পাসপোর্ট দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম

আপনি যেকোনো দেশের ভিসা চেক করার জন্য আপনার পাসপোর্ট নাম্বারই যথেষ্ট। তবে আপনার নিয়ম গুলা জানা থাকতে হবে।

Saudi Visa Check করার ওয়েবসাইট হচ্ছে – https://visa.mofa.gov.sa/ আপনি চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে চেক করতে পারেন।

ভিসা চেক করার জন্য আপনার যে তথ্যগুলোর প্রয়োজন হবে তা হলোঃ-

  1. Current Nationality
  2. Visa Type
  3. Visa Issuing Authority

এই লিংকে প্রবেশ  করে আপনি উপরের তথ্য গুলো পুরণ করে Image Code বসিয়ে সার্চ করলেই

আপনার ভিসার আবেদন কপিটি পেয়ে যাবেন। আপনি চাইলে আবেদন কপি পিডিএফ ডাউনলোড করতে পারবেন ।

ভিসার আবেদনের কপি ডাউনলোড করা হয়ে গেলে আপনি আবেদন নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।

আরও পড়ুন- কাতার ভিসা চেক করার নিয়ম জানতে ক্লিক করুন।

আরও পড়ুন- জন্ম নিবন্ধন জন্য আবেদন ও জন্ম নিবন্ধন অনলাইন যাচাই।

আবেদন নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

ভিসা চেক করার সর্বশেষ প্রসেস হচ্ছে এটি। এখান থেকে আপনি আপনার ভিসার সর্বশেষ তথ্য পাবেন।

সেক্ষেত্রে আপনার আবেদন এর নাম্বার যেটা পূর্বে বের করছেন ও পাসপোর্ট নাম্বার এর প্রয়োজন হবে।

এর জন্য আপনাদের আবার উক্ত সাইটের হোম মেন্যুতে প্রবেশ করতে হবে – ক্লিক করুন

প্রবেশ করার পর নিচের দেখানো তথ্য ‍গুলো পূরণ করুন। তথ্যগুলো হচ্ছে-

  1.  
  2. আবেদন নাম্বার
  3. পাসপোর্ট নাম্বার
  4.  রি ক্যাপচা পূরণ

সৌদি ভিসা চেক

সার্চ বাটনে ক্লিক করলেই আপনার ভিসার তথ্য পেয়ে যাবেন।

আশাকরি আপনাদের সঠিকভাবে বুঝাতে পেরেছি। তারপরও আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top