ট্রেনের টিকেট কাটার নিয়ম | Eticket Bangladesh Railway

ট্রেনের টিকেট কাটার নিয়ম পরিবর্তন হওয়ায় অনেকের টিকেট কাটতে অসুবিধা হচ্ছে। আজকের এই আর্টিকেলে ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

আমরা নিশ্চিত ভাবে বলতে পারি ট্রেন ভ্রমণ সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক। ঠিক তেমনি ট্রেনের টিকেট ও পাওয়া অনেকটা কষ্টকর।

অনেক সময় লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাও লাইনে দাঁড়িয়ে অনেক সময় পাওয়া যায় না।

তবে এখন থেকে আপনি আর লাইনে দাঁড়িয়ে কষ্ট করে টিকেট কাটতে হবে না।

বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইটে একাউন্ট খোলার নিয়ম

এখনো অনেকেই অনলাইনে ট্রেনের টিকিট সংগ্রহ করার নিয়ম জানেন না। চলুন তবে জেনে নিন বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নতুন নিয়ম-

প্রথমে ‘eticket.railway.gov.bd’ ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইটে ঢোকার পর উপরে ডানদিকে দেখবেন

কয়েকটি অপশন লেখা আছে- Home, Login, Register, Verify Ticket, Contact Us। এর মধ্য থেকে ‘Register’ লেখায় ক্লিক করুন।

তারপর আপনার সামনে একটি পেইজ ওপেন হবে। সেখানে নিজের নাম, ই-মেইল, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, জাতীয় পরিচয়পত্র

কিংবা জন্ম নিবন্ধনের নাম্বার, পোস্ট কোড ও ঠিকানা নির্ভুলভাবে পূরণ করে সবুজ রঙের ‘Sign Up’ বাটনে ক্লিক করুন।

এরপর আপনার নাম্বারে ও ই-মেইলে একটি ওটিপি পাঠানো হবে ৩ মিনিটের মধ্যে। ৬ সংখ্যার ওটিপি নাম্বারটি এবার নির্দিষ্ট স্থানে লিখে ‘কন্টিনিউ’তে ক্লিক করুন।

ব্যাস আপনার রেজিস্ট্রেশন শেষ। এবার অটোমেটিক লগ ইন হয়ে যাবে। পরবর্তী সময়ে পাসওয়ার্ড দিয়ে নতুন করে লগ ইন করতে হবে।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নতুন নিয়ম

এবার সেখানে ‘From’ এর ঘরে আপনি কোন স্থান থেকে ট্রেনে যাবেন সেই স্টেশনের নাম লিখুন এবং ‘To’ অপশনে আপনার গন্তব্যের রেলওয়ে স্টেশন এর নাম লিখুন।

এরপর ‘Date of Journey’ তে ক্লিক করে আপনি কোন তারিখে যেতে চান তা সিলেক্ট করে ‘Choose a Class’ এ ক্লিক করুন।

সেখান থেকে আপনি কেবিন না কি চেয়ার কোচ নিতে চান তা সিলেক্ট করে ‘Find Ticket’ এ ক্লিক করুন।

ব্যাস এখন আপনার গন্তব্যের সকল ট্রেন লিস্ট দেখতে পারবেন। সেখানে পছন্দের ট্রেন সিলেক্ট করুন।

আপনার সিলেক্ট করা ট্রেনে ‘view seat’ ও এর মূল্য দেখতে পাবেন। একই সঙ্গে ট্রেনের সময়সূচীও জানতে পারবেন।

| বাংলালিংক এমবি অফার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

view seat’ এ ক্লিক করার পর সিটের ছবি আপনি দেখতে পারবেন। সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সিটটি মার্ক করুন।

বিঃদ্রঃ একসঙ্গে আপনি ৪টি সিটের টিকিট কিনতে পারবেন।

সিট মার্ক করা হয়ে গেলে কনফার্ম হয়ে ‘Continue Purchase’ এ ক্লিক করুন।

টিকিট না থাকলে ‘Continue Purchase’ বাটন ক্লিক করলেও কাজ হবে না।

আর যদি টিকিট থাকে তাহলে ‘Continue Purchase’ করা মাত্রই টিকিট কিনতে পারবেন।

ই টিকেট পেমেন্ট সিস্টেম

আপনি খুব সহজে ই টিকেট এর বিল পেমেন্ট করতে পারেন। কারন বিল পেমেন্ট করার জন্য অনেক উপায় আছে। যেমন ডেবিট, ক্রেডিট কার্ড ও বিকাশ ও নগদ এর মতো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।

সবশেষে যাত্রীর ই-মেইলে ই-টিকিট পাঠিয়ে নিশ্চিত করা হবে। আপনার প্রোফাইলের ‘Purchase History’ থেকেও টিকিট ডাউনলোড করতে পারেন।

এরপর ই-মেইল মেসেজ বক্স থেকে পাঠানো টিকিট প্রিন্ট করে নিয়ে ফটো আইডিসহ ই-টিকিট ‘Ticket Print Information’ দিয়ে সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে যাত্রার আগে ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে।

আপনার টিকিট ভেরিফাই করতে মূল পেইজের উপরের ডানদিকের ‘Verify Ticket’ তে ক্লিক করুন।

সেখনে আপনার মোবাইল ও টিকিট নাম্বার লিখে ‘Verify Ticket’ এ ক্লিক করলেই টিকিটের বিস্তারিত তথ্য জানতে পারবেন।

ই টিকেট সংক্রান্ত যেকোনো হেল্পলাইন

কোনো সময় যদি আপনার টিকিট সংক্রান্ত কোনো সমস্যা হয় কিংবা টাকা কেটে নিলেও যদি ই-টিকিট ইস্যু না হয়,

তাহলে বিকাশের ১৬২৪৭ নাম্বারে কল করে আপনার সমস্যার কথা জানান।

|নিজের বিদ্যুৎ বিল পে করুন এখন ঘরে বসেই

এছাড়া সরাসরি মেইল করতে পারেন রেলওয়ে ওয়েবসাইটে  ‘[email protected]’ এই ঠিকানায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top