নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার

এখন থেকে নগদ -এ টাকা সঞ্চয় রাখলে মিলবে সঞ্চয় হারে মুনাফা। নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

নগদ একটি যুগান্তকারী ও নিরাপদ ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস যা আপনাকে ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, মোবাইল রিচার্জসহ বিবিধ দৈনিক লেনদেন সুবিধা দিয়ে থাকে।

নগদ মোবাইল ব্যাংকিং প্রতিনিয়ত নানান রকম অফার এর পাশাপাশি এখন দিচ্ছে সঞ্চয় হারে মুনাফা।

গ্রাহকগণ তাদের নগদ অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণের উপর সর্বোচ্চ মুনাফা লাভ করবেন।

কাজেই বিকাশ, উপায়,রকেট কিংবা শিওর ক্যাশ এ টাকা জমা না রেখে নগদ একাউন্টে রাখুন। নগদ মোবাইল ব্যাংকিং সার্ভিস দিচ্ছে আপনার টাকার সর্বোচ্চ সুরক্ষা।

টাকার সুরক্ষার পাশাপাশি মিলছে সঞ্চয় হারে বাড়তি মুনাফা। মুনাফা নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো;

নগদ “মুনাফা” নিয়ে বিস্তারিত

নগদ মুনাফা পেতে হলে অবশ্যই নগদ অ্যাপ থেকে অথবা নগদ কল সেন্টার নম্বর (১৬১৬৭)-এ কল করে, ‘সার্ভিস রিকোয়েস্ট’-এর মাধ্যমে গ্রাহক তার মুনাফা সেবা গ্রহণ করতে হবে।

নগদ মুনাফা নিয়েও রয়েছে কিছু শর্ত, মুনাফা পেতে হলে অবশ্যই এই শর্তগুলো ফলো করতে হবে।

আরো পড়ুনঃ নগদ একাউন্ট নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন।

নগদ মোবাইল ব্যাংকিং সঞ্চয় হার | Nagad interest rate

আমরা সবাই বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করি। কিন্তু কোনো মোবাইল ব্যাংকিং -ই আমাদের interest দেয় নি।

নগদ-এর সকল নিয়মিত গ্রাহক নিচের  উল্লিখিত হারে মুনাফা পাবেন-

মুনাফার স্ল্যাব বার্ষিক মুনাফা হার

৫০০০.০০১ টাকা থেকে ঊর্ধ্বে ৬.০%
১০০০.০০১ টাকা থেকে ৫০০০.০০০ টাকা ৪.০%
০ টাকা থেকে ১০০০.০০০ টাকা ০.০%

নগদ মুনাফা নিয়ে কিছু শর্তাবলি

  • মাসিক ভিত্তিতে মুনাফা প্রদান করা হবে।
  • প্রতিদিনের মুনাফার হার হিসাব করে মাস শেষে মুনাফা প্রদান করা হবে
  • দেশের আইন অনুযায়ী প্রযোজ্য ট্যাক্স বা ভ্যাট কর্তনের পর সরাসরি নগদ অ্যাকাউন্টে মুনাফার অংশ পাঠিয়ে দেয়া হবে
  • গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস জনিত কোনো সমস্যার কারণে মুনাফা বিতরণ করা না গেলে, সে মাসে উক্ত গ্রাহক কোনো মুনাফা পাবেন না
  • মুনাফা লাভের জন্য গ্রাহকের অ্যাকাউন্ট অবশ্যই চালু থাকতে হবে
  • ‘নগদ’ কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই, যেকোনো সময় ক্যাম্পেইনের যেকোনো শর্তাবলি পরিবর্তন বা পরিবর্ধন এমনকি ক্যাম্পেইন বাতিল করারও অধিকার সংরক্ষণ করে।
  • প্রযোজ্য আইন, রেগুলেটরি নির্দেশিকা কিংবা নিজস্ব নীতির উপর ভিত্তি করে, ‘নগদ’ মুনাফা বাতিল করার অধিকার সংরক্ষণ করে মুনাফা সেবা বাতিলের পদ্ধতি
  • নগদ কল সেন্টার নম্বর (১৬১৬৭)-এ কল করে, ‘সার্ভিস রিকোয়েস্ট’-এর মাধ্যমে গ্রাহক তার মুনাফা সেবা গ্রহণ বা বাতিল করতে পারেন
  • গ্রাহকের অনুরোধ সফলভাবে গৃহীত হলে সে ব্যাপারে তাকে অবগত করা হবে।

নগদ অন্যান্য অফার সম্পর্কে জানতে ভিজিট করুন-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top