NID card online copy download

আমরা যারা নতুন ভোটার হয়েছি কিন্তু এখনো ভোটার কার্ড পাই নি, তারা খুব সহজেই  NID card online copy download করতে পারবেন।

আজকের এই আর্টিকেলে আমি আপনাদের খুব সহজেই অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করার প্রসেসটা শিখাবো।

আরো পড়ুনঃ মোবাইলে এসএমএস এর মাধমে এন আইডি কার্ডের নাম্বার জানতে ভিজিট করুন।

অনলাইনে থেকে এনআইডি কার্ড ডাউনলোড কর‍তে হলে সর্বপ্রথম একটি ব্রাউজার এ প্রবেশ করতে হবে। ব্রাউজারে প্রবেধ করার পর ব্রাউজার টি ডেক্সটপ মোডে করতে হবে।

কিভাবে ডেস্কটপ মোডে করবেন নিম্নের ছবিটি অনুসরণ করুন;

তারপর সার্চ করুন nid service লিখে অথবা সরাসরি প্রবেশ করতে ক্লিক করুন ভোটার তথ্য

নিচের দেখানো অপশনে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা সঠিকভাবে পূরণ করে ভোটার তথ্য দেখুন বাটনে ক্লিক করুন।

ব্যাস পেয়ে যাবেন আপনার এনআইডি নাম্বার। অনলাইন কপি ডাউনলোড করতে হলে আপনাকে এনআইডি নাম্বারটি কপি করে রেজিস্ট্রার বাটনে ক্লিক করতে হবে।

রেজিস্ট্রার পেজে আপনাকে (কপি করা এনআইডি নাম্বার) জাতীয় পরিচয়পত্রের নাম্বার প্রদান করুন।

তারপর এনআইডি কার্ড করার সময় যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী জন্মতারিখ লিখুন। ভেরিফিকেশন ক্যাপচা পূরণ করে সাবমিট এ ক্লিক করুন।

এরপর একটি নতুন ফর্ম আসবে। সেখান থেকে যথাযথভাবে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার তথ্য প্রদান করুন।

উক্ত ফর্মে আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন। এরপর ‘বার্তা পাঠান’ বাটনে ক্লিক করুন।

যে মোবাইল নাম্বারটি প্রদান করেছেন সেটি থেকে SMS এ প্রাপ্ত ভেরিফিকেশন কোডটি সাইটের ঐ ফরমে প্রবেশ করিয়ে “বহাল” বাটন ক্লিক করে পরবর্তী ধাপে যান।

এড়িয়ে যান বাটনে ক্লিক করুন এবার জাতীয় পরিচয়পত্রের সফট কপি ডাউনলোড করতে ডানদিকে নীচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।

তখন আপনাকে একটি কিয়া’র কোড দেওয়া হবে তখন সেই কিয়া’র কোড টি স্কেন করার জন্য NID Wallet নামক একটি অ্যাপস ডাউনলোড করতে হবে।

NID Wallet app সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন।

অ্যাপ ডাউনলোড করার পর যথাযথ ভাবে কিয়া’র কোড স্কেন করে উক্ত ব্যাক্তির সরাসরি ফটো তুলতে হবে।

তারপর ব্যাস ডাউনলোড বাটনে ক্লিক করে NID card online copy download করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top