Best video editing apps for android

এডিটিং এর দুনিয়ায় আমরা সবাই ভিডিও এডিট করে থাকি। আর মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য আমাদের চাই Best video editing apps for android ।

টিকটক,ইউটিউব,ফেসবুক কিংবা ইন্সটাগ্রাম এর জন্য অথবা অন্য কোনো কারনে আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি। আমরা সব সময়ই চাই আমরা সবার সেরাটা করতে।

তাই সেরা করতে হলে আমাদের লাগবে সেরা এডিটিং অ্যাপ। আজ আমি আপনাদের কিছু Best video editing apps for android নিয়ে আলোচনা করবো।

Power Director

Power Director

পাওয়ার ডিরেক্টর হচ্ছে একটি অসাধারণ বৈশিষ্ট সূম্পর্ণ এন্ড্রোইড ভিডিও এডিটিং অ্যাপ । এর টাইমলাইনে ভিডিও এডিট করার ইন্টারফেস খুবই সহজ।

কিন্তু লো কোয়ালিটির মোবাইলে এর এডিট কমপ্লিট হতে কিছু সময় লাগতে পারে।

তবে আপনি যখন একজন এক্সপার্ট হয়ে যাবেন এই এপপ্স এর, তখন কয়েক মিনিটের মধ্যে প্রফেশনাল ভিডিও তৈরী করতে পারবেন।

আপনি আপনার ভিডিও মধ্যে ৩০ টি আলাদা আলাদা এফেক্টস,ট্রান্সিশন চুষ করে তাতে সংযুক্ত করতে পারেন।

এখানে স্পেশাল ফিচারস গুলির মধ্যে একটি  slow mo video তৈরী করা যায়।

এই অ্যাপ এর মাধ্যমে গ্রীন স্কীন ভিডিও বানানো যায় তাছাড়া 4k কোয়ালিটির ভিডিও তৈরি করা যায়।

তবে এর বেশিরভাগ ফিচারস ফ্রি তবে এডস,watermark এবং 1080p 4k এক্সট্র্যাক্ট করতে  হলে প্রিমিয়াম upgrad করতে হবে।

Kine master

Kine Master

এই app টির ইন্টারফেস ডিসাইন খুব সুন্দর তারসঙ্গে ক্ষমতা সূম্পর্ণ ফিচারস এ ভরপুর। kineMaster একটি উপযুক্ত এন্ড্রোইড ভিডিও এডিটিং টুল।

এখানে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ ফিচারস এর মাধ্যমে যেকোনো মিডিয়া ফাইল ইম্পোর্ট করতে পারবেন সহজে।

আরো পড়ুনঃ সবচেয়ে জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন। 

এখানে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য অনেক ফিচারস মজুত রয়েছে,যেমন ভিডিও মধ্যে ট্রান্সিশন অথবা

টেক্সট বা subtitles সংযুক্ত করা,handwriting,stickers, overlays,multiple video layer এই ধরণের বিভিন্ন স্পেশাল ফিচারস মজুত রয়েছে।

তবে watermark রিমুভ করতে হলে আপনাকে প্রিমিয়াম app buy করতে হবে।

Adobe Premiere Clip

অ্যাডোব প্রিমিয়ার ক্লিপ আরেকটি অসাধারণ ক্ষমতা সূম্পর্ণ ভিডিও এডিটিং এপপ্স।এই এপপ্স এর সাহায্যে খুব তাড়াতাড়ি ভিডিও এডিট হয় এবং এর সার্ভিস খুব ভালো।

অ্যাডোব প্রিমিয়ার এর সবথেকে সেরা বৈশিষ্ট হচ্ছে এর অটোমেটিক ভিডিও ক্রিয়েশন ফাঙ্কশন (automatic video creation)।

এই feature দ্বারা যেকোনো ফটো বা ভিডিও ক্লিপ সিলেক্ট করে অটোমেটিকলি ভিডিও এডিটিং করতে পারবেন। তাছাড়া,আপনি এখানে এক সঙ্গে অনেক গুলো ভিডিও একসাথে এডিটিং করতে পারবেন;

যথা কাটছাট করা,ট্রান্সিশন যুক্ত করা,music বা গান অ্যাড করা,এফেক্টস,ফিল্টারস ইত্যাদি সুবিধা রয়েছে।

অ্যাডোব প্রিমিয়ার ক্লিপ সম্পূর্ণ ফ্রীতে ডাউনলোড করতে পারবেন।

এর কিছু Special Features আছে যেমন দ্রুত অটোমেটিক ভিডিও তৈরী। ভিডিও তৈরী হওয়ার পরে এডোবি প্রিমিয়ার প্রো সিসি তে এক্সপোর্ট করতে পারেন।

FilmoraGo

ফিল্মরা গো একটি বৈশিষ্ট্যপূর্ণ এবং অসাধারণ ক্ষমতা সূম্পর্ণ ভিডিও এডিটিং সফটওয়্যার। এই অ্যাপটি অনেক এডিটর কে এডিটিং এর সবচাইতে বেশি খুশি করেছে।

এখানে আপনি সমস্ত প্রাইমারি ফাঙ্কশন যেমন টাইটেল যোগ,কাঁটছাট করা,গান বা মিউজিক যুক্ত করা ইত্যাদি এই সব কাজ খুব সহজে ও নিকুত ভাবে করতে পারবেন।

আপনি এই সফটওয়্যার দ্বারা ইউটিউব এর জন্য অনেক লং ভিডিও বানাতে পারেন।

ভিডিও তে বিভিন্ন Effect যেমন ট্রান্সিশনস, স্লো মোশন, টেক্সট ইত্যাদি যুক্ত করে ভিডিও র মান আরো সুন্দর করতে পারেন।

এই অ্যাপের মধ্যে কিছু প্রো features আছে সেগুলো এপপ্স এর মধ্যে কিনতে হয়, কিন্তু এর বেশিরভাগ features গুলো সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় ।

এই অ্যাপ কে বর্তমানে Best video editing apps for android বলা যেতে পারে।

এই অ্যাপের কিছু Special Features আছে যেমন আপনি ক্লিপ্স এর রিয়ালটাইম প্রিভিউ দেখতে পাবেন।

ফেসবুক,ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে ভিডিও বা ফটো ডাইরেক্ট ইম্পোর্ট করার সুবিধে আছে।
টেম্প্লেটস এবং ইফেক্টস এর ব্যাপক কালেকশন আছে।

In Shot

ঝাপসা পটভূমি এবং ক্রপহীন, ওয়াটারমার্ক ছাড়া ইনস্টাগ্রাম ভিডিও এডিটর এবং ফটো এডিটর। এই অ্যাপের মাধ্যমে নানান রকম হাই কোয়ালিটি ভিডিও এডিট করার যায়।

VIVA Video

vivavideo app এর মধ্যে অনেক গুলো ইম্প্রেসিভ ভিডিও এডিটিং ফীচার রয়েছে। এই app টি সুন্দর ডিসাইন করা হয়েছে স্পেসালি এন্ড্রোইড মোবাইল থেকে প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য।

আপনি শোয়ে শোয়ে ইউসার ফ্রেণ্ডলি ইফেক্ট (effects),stickers, এবং ফ্লিটের এর মাধ্যমে চুষ করার সুযোগ পাবেন।

এছাড়া এখানে স্লো মোশন এবং স্লাইডশো ভিডিও তৈরী করা যাই।vivavideo এর সাধারণ টুল যেমন cutting trim- ming,merging খুব সহজ ভাবে করা যায়।

এই app টি ২০০ মিলিয়ন এর বেশি ইউসার পৃথিবী জুড়ে ব্যবহার করছেন।সেইজন্য এটি আর একটা সেরা এন্ড্রয়েড ভিডিও এডিটিং সফটওয়্যার

Movie Maker

Movie Maker এই এপপ্সটির টুল গুলো ব্যবহার করা সহজ সঙ্গে Movie Maker ১০০% ফ্রি এপপ্স। সাধারণত এই এপপ্স টি ছোটো ভিডিও বানানোর জন্য ভালো।

আপনি এই app এর সাহায্যে ইনস্টাগ্রাম, ফেইসবুক এর জন্য ভিডিও বানাতে পারবেন।

এই অ্যাপে আছে কিছু স্পেশাল ফিচারস হচ্ছে text animation,motion track animation effects,Music slideshow. ইত্যাদি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top