বিকাশে অ্যাড মানি করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত

বিকাশ অ্যাড মানি করে আমরা ঘরে বসেই ব্যাংক / কার্ড থেকে টাকা আনতে পারি বিকাশ একাউন্টে। কিভাবে করবেন বিকাশে অ্যাড মানি করার প্রক্রিয়া।

বিকাশে অ্যাড মানি করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নিম্নে আলোচনা করা হয়েছে। বিকাশ অ্যাপ ব্যবহার করে অ্যাড মানি করলে আপনি পাচ্ছে ১০০ টাকা ক্যাশব্যাক অফার।

|বিকাশ ক্যাশব্যাক অফার সম্পর্কে বিস্তারিত জানতে…

বিকাশে অ্যাড মানি করার প্রক্রিয়া (ব্যাংক টু বিকাশ)

  • হোম স্ক্রিনে অ্যাড মানি আইকনে ট্যাপ করুন
  • সিলেক্ট করুন ব্যাংক টু বিকাশ
  • লিস্ট থেকে আপনার পছন্দের একটা ব্যাংক সিলেক্ট করুন।
  • আপনি এখান থেকে আপনার পছন্দের ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এ প্রবেশ করতে পারবেন।
  • আপনার ফোনের ব্রাউজারে ব্যাংকের লগ-ইন পেইজ দেখা যাবে।
  • আপনি যেকোনো ভ্যালিড বিকাশ নাম্বারে আপনার ব্যাংক একাউন্ট এর প্রসেস অনুসরণ করে টাকা পাঠিয়ে দিতে পারবেন।

ব্রাউজার সমস্যা করলে কি করবেন

ব্রাউজারে ব্যাংকের লগ-ইন পেইজে আসার পর যদি কোনো সমস্যায় পড়েন (লগ-ইন বা ফান্ড ট্রান্সফার জাতীয় সমস্যা)

তাহলে আপনার ব্যাংকের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন।

আপনি যদি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম থেকে সফলভাবে ফান্ড ট্রান্সফার করতে পারেন, তাহলে আপনি বিকাশ অ্যাপ এ একটি নোটিফিকেশন পাবেন।

আপনি তাতে ট্যাপ করে ডিটেইলস পেইজে যেতে পারবেন। অথবা পরিবর্তীতে আপনি নোটিফিকেশন প্যানেল থেকে

ঐ নোটিফিকেশনটির “See more” বাটনে ক্লিক করে বিস্তারিত দেখে নিতে পারবেন।

বিকাশে অ্যাড মানি করার প্রক্রিয়া (কার্ড টু বিকাশ)

বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই কার্ড থেকে টাকা আনতে পারবেন ঘরে বসে বিকাশ একাউন্টে।

কার্ড থেকে বিকাশে টাকা আনতে হলে অবশ্যই আপনাকে বিকাশ অ্যাড মানি সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

কিভাবে কার্ড থেকে বিকাশে টাকা অ্যাড করবেন নিম্নে এর প্রসেস দেখানো হলো।

  • হোম স্ক্রিন থেকে অ্যাড মানি আইকনে ক্লিক করুন
  • কার্ড টু বিকাশ সিলেক্ট করুন
  • আপনি যদি কার্ড থেকে নিজের বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে My Account সিলেক্ট করুন।
  • যদি অন্য কারো বিকাশ একাউন্টে টাকা পাঠাতে চান তাহলে সিলেক্ট করুন Other Account এবং বিকাশ একাউন্টের নাম্বারটি দিন।
  • টাকার পরিমাণ দিন
  • কার্ড নাম্বার, কার্ডহোল্ডারের নাম, এক্সপায়ারি ডেট এবংকার্ডের CCV দিয়ে কন্টিনিউ বাটনে ট্যাপ করুন।
  • আপনাকে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাঠানো হবে এসএমএস/ইমেইল করে।
  • যদি আপনি OTP না পেয়ে থাকেন তাহলে ট্যাপ করুন ‘click here to receive another code’ এ।
  • একটি ওয়ান টাইম পাসওয়ার্ড দিন এবং সাবমিট এ ক্লিক করুন।

লেনদেন সফল হলে আপনি একটি কনফার্মেশন রিসিপ্ট পাবেন। যদি লেনদেন ব্যর্থ হয়, আপনি একটি ইরর মেসেজ পাবেন।

অবশ্যই বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।বিকাশ অ্যাপ ব্যবহার করে এইসব সুবিধা উপভোগ করতে হলে অবশ্যই বিকাশ অ্যাপ ডাউনলোড করুন।

Bkash app download

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top