বিকাশ সার্ভিস সেন্টার আমাদের অনেক সময় প্রয়োজন পরে। Bkash জনিত সকল সমস্যার সমাধান দিয়ে থাকে।
সার্ভিস সেন্টার কি
সার্ভিস সেন্টার হলো কোনো একটা জিনিসের নিয়ন্ত্রণ করার মূল কেন্দ্র। আর এই মূল কেন্দ্র থেকে উক্ত বিষয়ক সার্ভিস বা সেবা প্রদান করা হয়।
ঠিক একই রকমভাবে আপনি যদি বিকাশ ব্যবহার করেন তাহলে আপনাকে যেকোনো বিষয়ে সহায়তা পেতে বা
বিকাশ সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে হলে bkash service center এর প্রয়োজন পরবে।
বিকাশ সার্ভিস সেন্টার
বিকাশ একাউন্ট এ নানান রকম সমসাময়িক সমস্যার কারনে আমরা অনেক হয়রানির মধ্যে পরি।
তাদের মধ্যে অনেক সমস্যা নিজে নিজেই সমাধান করা যায় আবার অনেক সমস্যা বিকাশ সার্ভিস সেন্টারে গিয়ে সমাধান করতে হয়।
বিকাশ সার্ভিস সেন্টার থেকে বিকাশ জনিত সকল সমস্যার সমাধান পাবো।
বিকাশ লোন নেওয়া সম্পর্কে জানতে ক্লিক করুনঃ লোন
যা যা সেবা পাবেন
- একাউন্ট খোলা
- পিন রিসেট
- ব্যালেন্স স্টেটমেন্ট
- একাউন্ট বন্ধ করা
- বন্ধ একাউন্ট চালু করা
- একাউন্ট এর তথ্য
- একাউন্ট এর সমস্যা জনিত সকল সমস্যার সমাধান।
BKash service center near me
গুগুল ম্যাপ এর মাধ্যমে ও জানা যাবে লোকেশন। নিকটস্থ BKash service center এর লোকেশন জানতে গুগল ম্যাপ এ গিয়ে সার্চ করুন bkash service center near me সার্চ করলেই পেয়ে যাবেন।
এছাড়াও এ্যাপের মাধ্যমে নিকটস্থ সার্ভিস সেন্টার এর লোকেশন জানতে পারবেন।
জেলা সিলেক্ট করে Bkash service এর লোকেশন জানতে ক্লিক করুন: SERVICE CENTER NEAR ME