আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে আমি আপনাদেরকে রকেট একাউন্ট একটিভ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করবো।
দেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ বাংলা ব্যাংক যার নতুন নামকরণ করা হয় রকেট মোবাইল ব্যাংকিং।
এই কারনে dutch bangla bank থেকে চালু হওয়া রকেট কে বাংলাদেশে মোবাইল ব্যাংকিংয়ের সেবার অগ্রদূত বলা হয়।
কিভাবে রকেট একাউন্ট এক্টিভ করবেন সেই সম্পর্কে নিচে বিস্তারিত উপস্থাপন করা হয়েছে আশা করি মনোযোগ সহকারে পড়বেন।
রকেট একাউন্ট একটিভ করার নিয়ম
নানান কারণে রকেট একাউন্ট নট এক্টিভ হয়ে যায়। নট এক্টিভ হলে এই একাউন্ট এক্টিভ করা না পর্যন্ত টাকা লেনদেন করা যায় না।
| রকেট একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে …
কাজেই আমাদের রকেট একাউন্ট এক্টিভ করতে হয়। আর এক্টিভ করতে হলে অবশ্যই আপনাকে রকেট একাউন্ট একটিভ করার নিয়ম সম্পর্কে জানতে হবে।
কিভাবে রকেট একাউন্ট এক্টিভ করবেন এর কিছু নিদিষ্ট নিয়ম নিচে উল্লেখ করা হয়েছে।
রকেট একাউন্ট এক্টিভ করতে হলে আপনার একাউন্ট এর যাবতীয় তথ্য জানতে হবে যেমন,
- একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে
- বর্তমান ব্যালেন্স কত টাকা আছে
- সর্বশেষ কত টাকা আর কিভাবে লেনদেন করেছেন
ব্যাস এই তথ্য গুলা সঠিক করে জানতে হবে। এই তথ্য গুলা জানার পর কিভাবে রকেট একাউন্ট এক্টিভ করবেন তার প্রসেস নিচে দেওয়া হলো।
- উপরোক্ত তথ্য কালেক্ট করে কল করুন রকেট কাস্টমার কেয়ার নাম্বারে
- কল করে আপনার রকেট একাউন্ট এর কথা বলুন
- কাস্টমার প্রতিনিধি আপনার তথ্য কালেক্ট করে একাউন্ট একটিভ করে দিবে।
রকেট কাস্টমার কেয়ার নাম্বার
রকেট কাস্টমার কেয়ার নম্বর বা রকেট হেল্পলাইন নম্বর আপনি ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন যোগাযোগ করতে পারবেন।
এখানে আপনি রকেট মোবাইল ব্যাংকিং সম্পর্কে যে কোন তথ্য যেমন, রকেট একাউন্ট একটিভ করার নিয়ম,
রকেট একাউন্ট খোলার নিয়ম, রকেট পিন ভুলে গেলে এরকম সকল তথ্য জানতে পারবেন।
- রকেট গ্রাহক হেল্পলাইন নম্বর ১৬২১৬,
- আপনি সপ্তাহের ৭ দিন,
- দিনের যে কোন সময় 24 ঘণ্টা কল করতে পারেন।
রকেট অফিসের এজেন্ট আপনাকে যে কোনও ধরণের রকেট সম্পর্কিত সমস্যার জন্য সমর্থন করে।
আপনি যদি কোনও সমস্যার মুখোমুখি হন তবে আপনি তাদেরকে বিনা দ্বিধায় কল করতে পারেন।
- Rocket helpline number 16216
- For International Call 09666716216
- Email ibsupport@dutchbanglabank.com
রকেট অ্যাপ ডাউনলোড করে আপনি কোড ডায়াল ছাড়া সকল সুবিধা উপভোগ করতে পারবেন।
এছাড়াও অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোনো সেবা উপভোগ করা যায়।
রকেট অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।
আমার রকেট একাউন্ট নন এক্টিভ কিভাবে এক্টিভ করব