রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন | TP Link Router Password Change

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজকে এই আর্টিকেলের মাধ্যমে খুব সহজে কিভাবে আপনার রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেই প্রসেস দেখানো হয়েছে।

সচারাচর আমরা সবাই ওয়াইফাই পাসওয়ার্ড গোপন রাখি। আর এই ওয়াইফাই পাসওয়ার্ড সবাই জেনে গেলে আমাদের অতি দ্রুত চেঞ্জ করি।

তো আমরা অনেকেই এই ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করা পারি না তাই অনেকেরই চেঞ্জ করা হয় না।

আজকে এই আর্টিকেলে খুবই সুন্দর করে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম দেখানো হয়েছে।

আর এই নিয়ম অনুসরণ করলে আপনি ২মিনিটে চেঞ্জ করতে পারবেন যেকোনো রাউটারের পাসওয়ার্ড।

চলুন কথা না বাড়িয়ে নিচের দেখানো সিস্টেম ফলো করি।

১) সর্ব প্রথম যেকোনো একটি ব্রাউজারে সার্চ বাটনে সার্চ করি 192.168.0.1 অথবা http://tplinklogin.net লিখে।

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম২) ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে প্রেস করে লগ ইন করুন। লগ ইন করা হয়ে গেলে আপনার সামনে একটি TP link এর একটি ইন্টারফেস  দেখাবে।

| নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম জানতে ক্লিক করুন।

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম জানতে ৩) সেখান থেকে আপনি বাম পাসে ওয়ারলেস বাটন দেখতে পারবেন। ওয়ারলেস বাটনে ক্লিক করুন।

রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম৪) তারপর সেখান থেকে ওয়ারলেস সেটিং এ ক্লিক করুন। তারপর আপনার সামনে পাসওয়ার্ড পরিবর্তন করার ইন্টারফেস টা সামনে চলে আসবে।

Tp link router password change৫) তারপর আপনার সামনে যে ইন্টারফেস টা আসবে সেখান থেকে আপনি নিচের দেখানো অপশনে ক্লিক করুন।

wifi TP Link Router Password Change৬) নিচের পাসওয়ার্ড ঘরে আপনি আপনার আগের পাসওয়ার্ড গুলা ডিলিট করে নতুন পাসওয়ার্ড বসিয়ে দিন। TP Link Router Password Change৭) নিচের সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিলেই হয়ে যাবে রাঊটারের পাসওয়ার্ড পরিবর্তন করা।

নিচের সেভ বাটনে ক্লিক করে সেভ করে নিলেই হয়ে যাবে রাঊটারের পাসওয়ার্ড পরিবর্তন করা।

ইন শা আল্লাহ আশা করি আপনার খুব সহজেই ২ মিনিটের মধ্যে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top