Whatsapp For PC | কম্পিউটারের জন্য হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ আমাদের নিত্যকার প্রয়োজনে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আর এই জন্য আমাদের কম্পিউটারেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করার প্রয়োজন হয়। আজকে এই আর্টিকেল Whatsapp for pc নিয়ে সাজানো হয়েছে।

মোবাইল এর পাশাপাশি পিসি তেও কিভাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ব্যবহার করবেন সেই সম্পর্কে পুরো আর্টিকেল জুড়ে রয়েছে নানান সব তথ্য,তাই মনোযোগ সহকারে পোস্ট টি পড়ুন।

বর্তমান সময়ে অনলাইনে ফোন,এসএমএস কিংবা কোনো ফাইল পাঠাতে হোয়াটসঅ্যাপ ব্যবহার অনেক।

আর এই ফাইল শেয়ার বা কোনো দরকারি ভিডিও চ্যাটের জন্য আমরা ডেক্সটপ কিংবা ল্যাপটপে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার প্রয়োজন হয়।

আজকে আপনার ডেক্সটপ কিংবা ল্যাপটপের জন্য হোয়াটসঅ্যাপ কিভাবে ইন্সটল করবেন তা নিচে সুন্দর করে তুলে ধরা হয়েছে।

Whatsapp For PCWhatsapp For PC | কম্পিউটারের জন্য হোয়াটসঅ্যাপ

কথা বলতে কিংবা ফাইল শেয়ারিং অ্যাপ বলতেই আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বুঝি।

হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অডিও, ভিডিও কলের পাশাপাশি যেকোনো রকম ফাইল শেয়ারিং করা যায়।

হোয়াটসঅ্যাপ এর অনেক ভার্সন রয়েছে। এই অ্যাপটি আমরা মোবাইলে যেমন ফিচারে ব্যবহার করি ঠিক তেমনি কম্পিউটারেও সেইম ভার্সন ব্যবহার করতে পারবো ।

তবে কম্পিউটারে এই অ্যাপ ব্যবহার করতে হলে প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ এর ওয়েব ভার্সন।

কম্পিউটার এর ওয়েব ভার্সনটি ডাউনলোড করতে পারেন নিচের দেওয়া লিংক থেকে।

Download WhatsApp

এই ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে কম্পিউটারে সেট আপ করে নিন। সেট আপ করতে কোনো সিরিয়াল কোড এর প্রয়োজন পরবে না।

| রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম জানতে ক্লিক করুন। 

সেট আপ করা হয়ে গেলে লগ ইন করার পালা।

কম্পিউটারে লগ ইন করার সিস্টেম টা মোবাইলে লগ ইন করার মতো নয়, লগ ইন করার প্রসেস টা একটু আলাদা।

কিভাবে কম্পিউটারে লগ ইন করবেন সেই সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

কিভাবে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন

কম্পিউটারে হোয়াটসঅ্যাপ এর ফাইলটি ইন্সটল করা হয়ে গেলে ওপেন করুন।

নিচে ফটো সহ লগ ইন করার প্রসেস দেখানো হলো; মনোযোগ সহকারে দেখুন।

১) ওপেন করার পর আপনার সামনে নিচের দেওয়া ফটোর মতো একটা বার কোড ওপেন হবে।

বার কোড টি ওপেন করে রাখুন পরবর্তীতে এই বার কোড টি স্কেন করতে হবে।

২) তারপর মোবাইলে হোয়াটসঅ্যাপ ওপেন করে ত্রি ডট : আইকনে ক্লিক করে Whatsapp Web লেখা অপশনে ক্লিক করুন।

|এখন মোবাইলে সারাদিন কথা বলুন একদম ফ্রি

Whatsapp Web লেখা অপশনে ক্লিক করার পর প্রসেসঃ ১ এর বার কোড টি মোবাইল এ স্কেন করুন।

ব্যাস আর কিছুই করা লাগবে না কয়েক সেকেন্ড অপেক্ষা করলেও কম্পিউটারে হোয়াটসঅ্যাপ অপেন হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top