আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আজকে এই আর্টিকেলে গ্রামীনফোনের স্কিটো সিমের এমবি কেনার কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
আপনি যদি গ্রামীনফোন অপারেটর এর রেগুলার ইন্টারনেট ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য আছে সুখবর!!
সম্প্রতি গ্রামীণফোন তাদের ইন্টারনেট ইউজারদের জন্য চালু করেছে গ্রামীনফোন ইন্টারনেট সিম যার নাম দিয়েছে স্কিটো।
এই স্কিটো সিমের মাধ্যমে আপনি খুব অল্প টাকায় অবিশ্বাস্য সব ইন্টারনেট অফার পাবেন।
স্কিটো সিমের এমবি কেনার কোড সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি মনোযোগ সহকারে পড়বেন।
স্কিটো সিমের এমবি কেনার কোড
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনি স্কিটো সিমের এমবি কেনার কোড সম্পর্কে গ্রামীনফোন কোনো প্যাকেজ চালু করে নাই।
আপনি যদি স্কিটো সিমের এমবি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে স্কিটো সিমের অ্যাপ ব্যবহার করতে হবে।
এটি স্কিটো সিমের সবচেয়ে খারাপ একটি দিক। অর্থাৎ আপনি যদি স্কিটো সিম ব্যবহার করতে চান সে ক্ষেত্রে অবশ্যই এপ্লিকেশন ইন্সটল করা লাগবে।
অন্যদিকে আপনি স্কিটো অ্যাপ ছাড়া ব্যালেন্স চেক করতে পারবেন। কিভাবে তা করবেন?
স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড
এখন আপনি স্কিটো অ্যাপ ছাড়া ইন্টারনেট মিনিট এসএমএস এবং আপনার মূল একাউন্ট ব্যালেন্স এর পরিমাণ জানতে পারবেন।
| স্কিটো সিম কেনা নিয়ে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে…
সেজন্য আপনাকে একটি ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। আপনাদের সুবিধার্থে আমরা নিচে উক্ত কোড উল্লেখ করছি।
Skitto sim balance check code *121*1*3#
এই কোড ডায়াল করার মাধ্যমে আপনার স্কিটো সিমে অব্যবহৃত কত মেগাবাইট ইন্টারনেট রয়েছে এবং তার মেয়াদকাল কত দিন তা দেখতে পারবেন।
আপনি যদি মূল একাউন্ট ব্যালেন্স জানতে চান সে ক্ষেত্রে 0 লিখে রিপ্লাই দিতে হবে।
- Minutes
- SMS
- Data
এই অপশন গুলো থেকে আপনি ডাটা ভলিউম এসএমএস এর পরিমাণ এবং অব্যবহৃত মিনিট একাউন্ট ব্যালেন্স জানতে পারবেন।
আশা করব আমাদের আর্টিকেল আপনার ভালো লেগেছে। স্কিটো সিম সংক্রান্ত আরও আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন।
| গ্রামীনফোন কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে বিস্তারিত জানতে
স্কিটো অ্যাপ | Skitto app
আগেই বলেছি স্কিটো সিমের যেকোনো প্যাকেজ কিনতে হলে আপনাকে অবশ্যই স্কিটো অ্যাপ ব্যবহার করতে হবে।
স্কিটো অ্যাপ ব্যবহারে রয়েছে স্কিটো সিমের সকল সুবিধা। আপনার জানেন এই সিম টি মূলত তাদের জন্যই যারা ইন্টারনেট ব্যবহার করে।
আর যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের অবশ্যই স্মার্ট ফোন থাকে। কাজেও স্মার্ট ফোন থাকলে অবশ্যই আপনাকে অ্যাপ ব্যবহার করতে হবে।
স্কিটো সিমের অ্যাপ ডাউনলোড করতে নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
https://play.google.com/store/apps/details?id=com.skitto স্কিটো সিমের এমবি কেনার কোড
https://itunes.apple.com/us/app/skitto/id1189242139?ls=1&mt=8
মনোযোগ সহকারে আমাদের আর্টিকেল পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করব স্কিটো সিমে এমবি কেনার বিষয়ে আপনার বিভ্রান্তি দূর হয়েছে।