গ্রামীনফোনের সিম সংক্রান্ত নানান তথ্য কিংবা অনেক সমস্যা সমাধানের জন্য কাস্টমার কেয়ারে যেতে হয়। নিকটস্থ কাস্টমার কেয়ার খুজতে গুগল সার্চ করতে পারেন Grameenphone customer care near me লিখে।
গ্রামীনফোন কাস্টমার কেয়ার এর সুবিধা
গ্রামীনফোন কাস্টমার কেয়ার হচ্ছে গ্রামীনফোন এর সেবাকেন্দ্র। যেখান থেকে আমরা আমাদের সিম রিলেটেড সকল সমস্যার সমাধান পাবো।
গ্রামীনফোন কাস্টমার কেয়ার থেকে আপনি যেসব সুবিধা উপভোগ করতে পারেন তা নিম্নে দেওয়া হলোঃ-
- নতুন সিম কেনা/রেজিষ্ট্রেশন,
- নষ্ট কিংবা হারানো সিম রিপ্লেস করা যায়,
- সিমের মালিকানা বদল,
- রিচার্জ রিলেটেড অফার সম্পর্কে জানতে পারবেন,
- সিম রেজিষ্ট্রেশন বাতিল,
সিম রেজিষ্ট্রেশন চেক এবং সিম রেজিষ্ট্রেশন বাতিল এর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।
তাছাড়া গ্রামীণফোনের সকল সমস্যার সমাধানের জন্য তাদের সাথে আলোচনা করতে পারেন। কারণ গ্রামীণফোন সম্পর্কে তারা আপনাকে সব তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে।
Grameenphone customer care near me
আমরা আমাদের নিত্যপ্রয়োজনীয় কাজের ঝামেলায় কিংবা নতুন জায়গায় গেলে অনেক সময় Grameenphone customer আমাদের নিকটে কোথায় আছে জানি না। তাই খুজতে নানান ঝামেলা।
আজ আমি এই আর্টিকেলে দেখাবো কিভাবে জানবেন আপনার নিকটস্থ Grameenphone customer কোথায় আছে।
গুগলে কিংবা গুগল ম্যাপে গিয়ে সার্চ বারে সার্চ করুন Grameenphone customer care near me তারপর সেখান থেকে আপনার নিকটস্থ জায়গা চিহ্নিত করতে পারেন।
এছাড়াও গ্রামীণফোনের মাই জিপি এ্যাপের মাধ্যমে কাস্টমার কেয়ার সম্পর্কে জানতে;
মাই জিপি তে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন, স্ক্রল করে একবারে নিচে চলে আসুন। সেখান থেকে Store Locator বাটনে ক্লিক করুন, তারপর সার্চ বারে আপনার ঠিকানা লিখে সার্চ করুন।
ব্যাস এখন চাইলে নিচে ম্যাপ/লিস্ট যেটাতে ক্লিক করবেন সেভাবেই আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার এর লোকেশন দেখাবে।
গ্রামীনফোন কাস্টমার কেয়ার কল সেন্টার
জিপি সিম রিলেটেড নিত্যপ্রয়োজনীয় তথ্য ও নানান সুবিধা অসুবিধা, যেগুলা আমরা জিপি কল সেন্টারে কল দিয়ে সমাধান করতে পারি।
grameenphone customer number এ কল করলে আপনার কাছ থেকে ০.৬৭ পয়সা প্রতি মিনিট করে চার্জ কেটে নেওয়া হবে।
গ্রামীনফোন কাস্টমার কেয়ার থেকে কল করতে হলে নিচের দেখানো প্রসেস অনুসরণ করুনঃ-
- আপনার গ্রামীনফোন নাম্বার থেকে কল করুন ১২১ -এ
- তারপর ডায়াল করুন ৬
- তারপর ডায়াল করুন ৭
তারপর একটু সময় অপেক্ষা করলেই আপনার কলটি রিসিভ করবে গ্রামীনফোন কাস্টমার কেয়ার এর একজন প্রতিনিধি।
কল রিসিভ করার পর আপনি আপনার বিষয়টি শেয়ার করতে পারেন।
গ্রামীনফোন কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।
এছাড়াও অন্যান্য অপারেটর থেকে কল করুন:
+8801700100121
গ্রামীণফোনে সরাসরি ইমেইল করতে পারেন : insta.service@grameenphone.com
গ্রামীণফোন ওয়েবসাইট লিংক
www.grameenphone.com
গ্রামীনফোন ফেসবুক পেজ লিংক Facebook.com/Grameenphone