Dutch Bangla Bank Agent Banking

Dutch bangla bank agent banking হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অনুমােদিত একটি নতুন ব্যাংকিং ব্যবস্থা।

যার মাধ্যমে প্রতিটি লেনদেন “ বায়ােমেট্রিক মেশিন ব্যবহার করে গ্রাহকের আঙুলের ছাপ সনাক্তকরণের মাধ্যমে পরিচালনা করা হয় ।

গ্রামীন মানুষদের ব্যাংকিং সুবিধা ছড়িয়ে দিতে DBBL চালু করে Dutch bangla bank agent banking । এজেন্ট ব্যাংকিং চালু করার ফলে গ্রামীণ মানুষ পাচ্ছে নানান রকম ব্যাংকিং সুবিধা।

অনলানে মুহুর্তের মধ্যে একাউন্ট খুলতে ক্লিক করুন

ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং সুবিধা সমূহ

  • সঞ্চয়ী হিসাব খােলা
  • চলতি হিসাব খােলা
  • স্কুল ব্যাংকিং হিসাব খােলা
  • জয়েন্ট একাউন্ট খােলা হয়
  • ইসলামিক শরীয়াহ একাউন্ট নগদ টাকা জমা ও উত্তোলন
  • এটিএম কার্ড ( ফ্রি )
  • চেক বই প্রদান ডি.পি.এস ও এফ.ডি.আর সঞ্চয়ী হিসাব খােলা
  • বাৎসরিক চার্জ ( ফ্রি )
  • সহজ শর্তে ঋণ প্রদান অন্য একাউন্টে টাকা হস্তান্তর বেতন ভাতা ও
  • বিল প্রদান করা যায় বিদ্যুৎ
  • পানি ও গ্যাস বিল গ্রহণ করা হয়
  • এটিএম বুথ ও ফাস্ট ট্যাক থেকে এটিএম কার্ড এর মাধ্যমে টাকা জমা / উত্তোলন
  • ফ্রি ডাচ্ – বাংলা ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা ও উত্তোলন ফ্রি
  • বিদেশ থেকে গােপন নাম্বার ( পিন কোড ) এর মাধ্যমে টাকা উত্তোলন
  • একাউন্ট এ নূন্যতম ১০ টাকা রেখে বাকি টাকা উত্তোলন সুবিধা
  • জমাকৃত টাকার উপরে মুনাফা লাভের সুবিধা সিটি কর্পোরেশনের ফি গ্রহণ করা হয় ।
  • হােল্ডিং ট্যাক্স ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন।

ডাচ্ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

বর্তমান সময়ে ডাচ-বাংলা ব্যাংক একটি জনপ্রিয় ব্যাংক, বিশেষ করে এদের এটিএম কার্ড সাভিস, ফাস্ট ট্রাক, রকেট ও এজেন্ট ব্যাংকিং সার্ভিসের জন্য।

সব দিক দিয়ে ডাচ বাংলা ব্যাংক একটু বেশী সুবিধা দিয়ে থাকে। তাই যেকোন ব্যাক্তি একাউন্ট খুলার  ক্ষেত্রে সবার আগে চিন্তা করে ডাচ বাংলা ব্যাংকের কথা।

যেকোনো ব্যাংকেই কয়েকরকম একাউন্ট খোলা যায়, ঠিক তেমনি ডাচ বাংলা ব্যাংকেও।

একাউন্ট খুলতে কি কি প্রয়োজনীয় কাগজ পত্র লাগে নিম্নে তা উল্লেখ করা হলোঃ-

কারেন্ট একাউন্ট খুলতে যা যা কাগজ প্রয়োজন
  • জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট/যে কো্ন গ্রহনযোগ্য ফটোযুক্ত আইডি’র ফটোকপি;
  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি;
  • ট্রেড লাইসেন্সের কপি;
  • আয়কর প্রদান সনদ (যদি থাকে);
    সিল;
  • নমিনির ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও আইডি কার্ডের ফটোকপি;
  • রেজিস্টার্ড পার্টনারশীপ ডিড (পার্টনারশীপ ব্যাবসার ক্ষেত্রে);
  • ব্যাবস্থাপক বরাবর একটা চিঠি, যেখানে উল্লেখ থাকবে কিভাবে একাউন্ট পরিচালিত হবে।
  • মেমোরেন্ডাম ও আর্টিকেল অব এসোশিয়েশনের কপি ও কোম্পানির বোর্ড রেসোলিঊশন (লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে);
  • রেজিস্ট্রেশন সার্টিফিকে্টের কপি (সমবায়/ক্লাব/সংস্থার ক্ষেত্রে);
  • ম্যানেজিং কমিটির রেসোলিউশন (স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে)
সেভিং/স্টুডেন্ট খুলতে যা যা কাগজ প্রয়োজন
  • জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট/যে কো্ন গ্রহনযোগ্য ফটোযুক্ত আইডি’র ফটোকপি;
  • দুই কপি পাসপোর্ট সাইজের ছবি;
  • ট্রেড লাইসেন্সের কপি;
  • আয়কর প্রদান সনদ (যদি থাকে);
  • নমিনির ০১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও আইডি কার্ডের ফটোকপি।

ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং দৈনিক লেনদেন সীমা

ব্যাংকিং খাতে DBBL এজেন্ট ব্যাংকিং – এ সেরা , বর্তমানে DBBL এজেন্ট ব্যাংকিং এ লেনদেন এর সংখ্যা ও পরিমান নিচে দেওয়া হলােঃ-

দৈনিক জমা

কারেন্ট একাউন্ট -৪ বার -৬ লক্ষ
সেভিং একাউন্ট -২ বার -৪ লক্ষ

দৈনিক উত্তোলন

কারেন্ট একাউন্ট -২ বার -৫ লক্ষ
সেভিং একাউন্ট -২ বার -৩ লক্ষ

জেনারেল ব্যাংকিং একাউন্ট এ জমা

কারেন্ট একাউন্ট- ৪ বার- ১৫ লক্ষ
সেভিং একাউন্ট- ২ বার -৫ লক্ষ

এজেন্ট ব্যাংকিং কিস্তিতে লােন

Dutch bangla bank agent banking নিয়ে এলাে সহজ কিস্তিতে লােনের সুবিধা। নিকটস্থ এজেন্ট ব্যাংকিং থেকে খুব সহজেই লোন নিতে পারেন।

এজেন্ট ব্যাংকিং থেকে সাধারণ (০৪) চার ধরনের লোন নেওয়ার সুবিধা আছে।

পার্সোনাল লােন
সিকিউরড লােন
SME CIT অটো লােন
হােম লােন

ডাচ্ বাংলা ব্যাংক হেল্পলাইন

(8802) 47110465, 47115155, 47114795
International: (8802) 47110465, 47115155, 47114795

Fax: (8802) 9561889

[email protected]

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্পর্কে জানতে ভিজিট করুন

জরুরী তথ্য

কার্ড জালিয়াতি / প্রতারণার হাত থেকে রক্ষা পেতে ও কার্ড প্রতারণা প্রতিরােধে সচেষ্ট হওয়া খুবই জরুরি।

কোনো অবস্থাতেই আপনার কার্ড অন্য কাউকে হস্তান্তর করবেন না । কোনো ভাবেই আপনার কার্ডের পিন ( PIN ) কারাে সাথে শেয়ার করবেন না ।

এটিএম ( ATM ) মেশিনে কার্ড ব্যবহারে সমস্যা হলে কখনােই অপরিচিত কারাে সাহায্য নিবেন না বা তার হাতে কার্ড দিবেন না।

অযাচিতভাবে কেউ সাহায্য করতে চাইলেও তার সাহায্য নিবেন না ।

যে কোন সমস্যায় সম্ভব হলে ব্যাংক প্রতিনিধির সাথে বা ১৬২১৬ নম্বর এ কথা বলুন এবং সমস্যা সমাধান সম্পর্কে বিস্তারিত জানুন ।

নিজে সচেতন হলে কখনােই প্রতারণার শিকার হবেন না । এটিএম কার্ড  জালিয়াতি ও প্রতারণা প্রতিরােধে আপনার সহযােগিতা একান্ত কাম্য ।

আপনিই চাইলে রুখে দিতে পারেন জালিয়াতি ও প্রতারণা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top