আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলে বিষয় হচ্ছে Akash dth price। শুধু প্রাইজ নয় আকাশ ডিটিএইচ সংক্রান্ত আরো অনেক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে মানুষ ঘরে বন্ধি হতে না হতেই টিভি দেখার আকর্ষণ বেড়ে গেছে।
আর লাইন ব্যবহার করে ডিটিএইচ দেখা খুবি বিরক্তিকর কারন যখন তখন লাইন ছেড়ে যায়,কারেন্ট চলে যায় আরো নানান সমস্যা।
আর এই সব ঝামেলা এড়াতেই আকাশ ডিটিএইচ চালু করেছে লাইন বিহীন ডিটিএইচ।
যদি এরকম সেবা নতুন নয় তারপর আকাশ ডিটিএইচ এর এরকম সেবা নতুনই,নিচে বিস্তারিত।
Akash dth price | আকাশ ডিটিএইচ প্রাইজ
আকাশ ডিটিএইচ এর এরকম সেবা নতুন বলার পিছনে অনেক কারন রয়েছে। তার আগে বলে নেই আকাশ ডিটিএইচ এখন খুবি সহজে আর অল্প টাকায় পাওয়া যায়।
AKASH DTH PRICE 4499 TAKA
কয়েকবছর আগে যেগুলা ডিটিএইচ ব্যবহার হতো যেমন; Tata sky,Dish tv,Zink এইরকম কয়েকটি।
এগুলা মূলত বাইরের দেশের স্যাটেলাইট ব্যবহার করে আমাদের ডিটিএইচ সেবা প্রদান করতো।
কিন্তু আকাশ ডিটিএইচ আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করে সেবা প্রদান করে থাকে।
বর্তমানে দেশের ডিটিএইচ সেবা মানেই Akash। আকাশ ডিটিএইচ খুব অল্প টাকায় ১২০+ চ্যানেল দেখার সুযোগ করে দিয়েছে।
ফলে দেশের যেকোনো প্রান্তে তারা এখন বাড়িতে বসে হাই কোয়ালিটি ছবি ও শব্দসহ টেলিভিশন দেখার আনন্দ উপভোগ করতে পারছেন।
| Akash channel list সম্পর্কে বিস্তারিত জানতে…
যা আগে প্রচলিত মাধ্যমে উপভোগ করা সম্ভব হতো না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের শিখিয়েছে পরিবারের সঙ্গে সময় কাটানো কতটা মূল্যবান।
আর এ সময়টা আরও উপভোগ্য করে তুলতে নতুন সংযোগে মূল্যছাড়ের ঘোষণা দিল আকাশ।
বিভিন্ন দিবস উপলক্ষে আকাশ ডিটিএইচ অনেক প্যাকেজে অনেক রকম অফার দিয়ে থাকে।
Akash DTH কিনবেন কিভাবে
আকাশ ডিটিএইচ কেনার জন্য অনুমোদিত বিক্রেতা আছে। যাদেরকে আকাশ ডিলাসীপ দিয়ে রেখেছে। তাদের থেকেও আকাশ ডিটিএইচ কেনা যায়।
এইসব ডিলার এর পাশাপাশি ১৬৪৪২ নাম্বারে কল করে অথবা আকাশ ডিটিএইচের ওয়েবসাইট থেকে অনলাইনেও নতুন সংযোগের অর্ডার করা যাবে।
সরাসরি আকাশ ওয়েবসাইট থেকে আকাশ ডিটিএইচ কিনতে ক্লিক করুন।
এছাড়াও আপনি চাইলে কিস্তির মাধ্যমে Akash Dth কিনা যায়। কিস্তির মাধ্যমে আকাশ ডিটিএইচ কিনতে হলে অবশ্যই তাদের ওয়েবসাইট থেকে কিনতে হবে।
কিস্তির মাধ্যমে আকাশ ডিটিএইচ কিনতে ভিজিট করুনঃ- আকাশ কিস্তি
সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে আকাশ ডিটিএইচ প্রতিনিধিরা গ্রাহকদের বাসা, অফিস বা যে কোনো আঙ্গিনায় নির্ধারিত স্থানে Akash dth ইনস্টল করতে পারবেন।
Akash DTH package | আকাশ ডিটিএইচ প্যাকেজ
আকাশ ডিটিএইচ এ রয়েছে আকর্ষণীয় সব প্যাকেজ সমূহ। আপনার যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবেন।
এছাড়াও আপনি আকাশ রেফার এর মাধ্যমেই প্যাকেজ এর অফার গ্রহণ করতে পারেন।
| যেখানে খুশি সেখানেই টিভি চ্যানেল দেখতে পারবেন বিস্তারিত…
আকাশ ডিটিএইচ যদি আপনি অন্য কোনো নতুন গ্রাহক কে রেফার করে আকাশ ডিটিএইচ কেনাতে পারেন তাহলে;
দুজনের জন্যই রয়েছে আকাশ ডিটিএইচ এর প্যাকেজে হাফ পারসেন্ট মূল ছাড়।
আকাশ এর স্টান্ডার্ড প্যাকেজের আওতায় ভ্যাটসহ আকাশ মাসিক প্যাক ৩৯৯ টাকা। এছাড়া ২৪৯ টাকায় আকাশ লাইট প্যাকও উপভোগ করা যাবে।
গ্রাহকরা পছন্দমত প্যাকেজ উপভোগ করতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে আকাশ এর মাল্টি টিভি দেখার জন্যও প্যাকেজ রয়েছে। এক প্যাকেজ কিনে একাধিক টিভি চ্যানেল দেখার সুযোগ।
আকাশ ডিটিএইচ এর প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন।