Nagad balance check | নগদ ব্যালেন্স চেক সম্পর্কে বিস্তারিত

প্রিয় পাঠক/পাঠিকা আসসালামু আলাইকুম, আজকে এই আর্টিকেলে Nagad balance check সহ আরো কিছু বিস্তারিত আলোচনা করেছে।

আশা করি বিস্তারিত মনোযোগ সহকারে পড়বেন। এতে কিছুটা হলেও আপনাদের উপকার হবে।

নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে আমরা খুব সহজেই কম খরচে টাকা লেনদেন করতে পারি।

আর এই নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে হলে অবশ্যই Nagad balance check সম্পর্কে জানতে হবে। নিচে নগদ ব্যালেন্স চেক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

| নগদ মুনাফার হার সম্পর্কে বিস্তারিত জানতে

Nagad balance check

Nagad balance check

নগদ মোবাইল ব্যাংকিং এ আমরা সাধারণত দুই রকম ভাবে ব্যালেন্স চেক করতে পারি। কোড ডায়াল করে আবার নগদ অ্যাপ ব্যবহার করে।

নিচে এই দুই রকম ভাবেই Nagad balance check এর প্রসেস দেখানো হলো।

Nagad balance check code

কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখা যায়। সেজন্য আপনাকে এই কোড এর প্রসেস সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

নিচে কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়ম দেওয়া হলো।

  • প্রথমে *167# নাম্বার ডায়াল করতে হবে।
  • ৭নং অপশন ‘My nagad’ এ যাবার জন্য ‘7’ লিখে রিপ্লেই দিতে হবে।
  • তারপর ‘Balance Inquiry’ তে যাবার জন্য ‘1’ লিখে রিপ্লেই দিতে হবে।
  • তারপর পিন কোড চাইবে সেটি দেওয়ার পর একাউন্টের বর্তমান ব্যালেন্স দেখাবে।

Nagad balance check app

অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা দান কারী প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে নগদ ও চালু করেছে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ নগদ।

নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট দেখা একবারে সহজ। তাছাড়া অ্যাপ ব্যবহারে নেই কোনো বাড়িতি কোড ডায়াল করার ঝামেলা।

অ্যাপে লগইন করার পর ড্যাশবোর্ড একদম উপরে ‘Tap For Balance’ অপশনে ক্লিক করলেই ব্যালেন্স দেখা যাবে।

নগদ অ্যাপে সকল তথ্য খুব সহজে এক সাথে পাওয়া যায় বলে অ্যাপে লেনদেনের সময় ভুল হওয়া সম্ভবনা কম থাকে।Nagad mobile recharge offer

Nagad mobile recharge offer | নগদ মোবাইল রিচার্জ অফার

অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ করলে নগদ দিচ্ছে আকর্ষণীয় সব অফার। নগদ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করার সময় আমরা আমাদের অফার গুলা চয়েজ করে নিতে পারি।

Nagad mobile recharge offer পেতে হলে আমাদের অবশ্যই অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে হবে।

নগদ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করলে ক্যাশ ব্যাক সহ অনেক অফার দিয়ে থাকে।

| নগদ অ্যাপ মোবাইল রিচার্জ সম্পর্কে জানতে

এছাড়াও নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে অনেক সুবিধা উপভোগ করা যায় খুব সহজেই। নগদ অন্যান্য অফার সম্পর্কে জানতে ভিজিট করুন।

নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top