Nagad mobile recharge offer | নগদ মোবাইল রিচার্জ অফার

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, Nagad mobile recharge offer এই আর্টিকেলে আপনাকে স্বাগতম।

Nagad mobile recharge offer সম্পর্কে আজকে এই পোস্টে সব কিছু বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।

বিকাশ রকেট কিংবা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মতো নগদ একাউন্ট থেকেও মোবাইল রিচার্জ করা যায়।

নগদ একাউন্ট থেকে দুই রকম ভাবেই mobile recharge করতে পারবেন, নগদ অ্যাপ ব্যবহার করে আবার কোড ডায়াল করার মাধ্যমে।

Nagad mobile recharge offer | নগদ মোবাইল রিচার্জ অফার

অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ করলে নগদ দিচ্ছে আকর্ষণীয় সব অফার।

নগদ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করার সময় আমরা আমাদের অফার গুলা চয়েজ করে নিতে পারি।

Nagad mobile recharge offer পেতে হলে আমাদের অবশ্যই অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করতে হবে।

নগদ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ করলে ক্যাশ ব্যাক সহ অনেক অফার দিয়ে থাকে।

এছাড়াও নগদ মোবাইল রিচার্জ অফার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন৷

Nagad mobile recharge offer

Nagad mobile recharge কিভাবে করবেন

প্রতিটি মোবাইল ব্যাংকিং সেবা থেকে সাধারণত দুই ভাবে মোবাইল রিচার্জ করা যায়। অ্যাপ ব্যবহার করে আবার ইউএসএসডি কোড ডায়াল করে।

| নগদ মুনাফা সম্পর্কে বিস্তারিত জানতে…

তো নগদ অ্যাপ কিংবা নগদ ইউএসএসডি কোড ব্যবহার করে আপনি কিভাবে মোবাইল রিচার্জ করবেন তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

 

নগদ অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ করার নিয়ম

আমরা সবাই কম বেশি অ্যাপ ব্যবহার করে থাকি। এর মাঝে অনেকেই অ্যাপ এর সঠিক ব্যবহার জানি না৷ ফলে পড়তে হয় নানান ঝামেলায়।

নগদ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।

নগদ অ্যাপ ব্যবহার করে কিভাবে মোবাইল রিচার্জ করবেন নিচে তা বিস্তারিত প্রসেস দেখানো হলো।

  • প্রথমে নগদ অ্যাপে ফোন নম্বর ও পিন দিয়ে লগিন করুন
  • এরপর মােবাইল রিচার্জ ( Mobile recharge ) অপশনে ক্লিক করুন ৷
  • কোনাে পার্মিশন চাইলে Allow করে দিবেন ।
  • আপনার মােবাইলের সকল কন্টাক্ট নম্বর দেখতে পারবেন ।
  • সেখান থেকে যে নম্বরে টাকা রিচার্জ করবেন সেটি সিলেক্ট করুন । অথবা কন্টাক্ট লিস্টে নাই এমন নম্বর হলে উপরের খালিঘরে নম্বরটি লিখে enter করুন ।
  • যেই নম্বরে টাকা রিচার্জ করছেন সেই নম্বরটি কোন অপারেটরের সেটি সিলেক্ট করুন ।
  • কত টাকা রিচার্জ করতে চান তার পরিমাণ লিখে Next বা পরবর্তী বাটনে ক্লিক করুন
  • আপনার সিমের ধরণ সিলেক্ট করুন । Prepaid অথবা Postpaid । এরপর আপনার নগদ PIN লিখে Next এ ক্লিক করুন ।
  • পরবর্তী অপশনে রিচার্জের বিস্তারিত দেখে নিন । সব ঠিক থাকলে নিচে থেকে নগদ লােগােতে Tap করে ধরে রাখুন । রিচার্জ সম্পন্ন ।
  • এভাবেই খুব সহজে দুইটি পদ্ধতিতে নগদ একাউন্ট থেকে মােবাইল রিচার্জ করা যায় ।

ইউএসএসডি কোড ব্যবহার করে মোবাইল রিচার্জ

কোড ডায়াল করেও নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করা যায়। তবে কোড ডায়াল করে মোবাইল রিচার্জ করলে আমরা আমাদের অফার গুলা দেখতে পারবো না।

| নগদ একাউন্ট দেখার নিয়ম জানতে…

নিচের দেখানো প্রসেস অনুসরণ করে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।

  • প্রথমে * 167 # ডায়াল করুন ।
  • Mobile recharge অপশনের জন্য 3 লিখে Send করুন
  • আপনার অপারেটর সিলেক্ট করার জন্য অপারেটরের বামপাশে থাকা নম্বরটি লিখে Send করুন । উদাহরণস্বরূপ Teletalk এর জন্য 1 লিখে Send করুন ।
  • আপনার সিমের ধরণ সিলেক্ট করুন । Prepaid হলে 1 আর Postpaid হলে 2 লিখে সেন্ড করুন । Skitto গ্রাহকরা Grameenphone সিলেক্ট করার পর ৩ য় অপশন হিসেবে Prepaid , Postpaid এর পরে Skitto অপশন পাবেন ।
  • যেই নম্বরে রিচার্জ করতে চান সেই নম্বরটি লিখে Send করুন ।
  • টাকার পরিমাণ লিখে Send করুন ।
  • সর্বশেষ ধাপে নগদ একাউন্টের PIN লিখে সেন্ড করুন ।

ব্যাস মোবাইল রিচার্জ হয়ে গেলো! আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top