আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, Grameenphone sms pack এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। আজকে আমি গ্রামীণফোনের এসএমএস প্যাক সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
অফলাইনে আমরা প্রায় সবাই-ই মেসেজ করে থাকি। আর এই টেক্সট মেসেজ এর ক্ষেত্রে আমাদের কাছ থেকে চার্জ কেটে নেওয়া হয়।
আর এই চার্জ আমাদের জন্য অনেকটা বেশী হয়ে থাকে। এই বেশি চার্জ এড়াতে আমরা এসএমএস প্যাক ব্যবহার করে থাকি।
আর এই সব এসএমএস প্যাক কেনা যায় খুব অল্প টাকায় অল্প সময়ে। গ্রামীণফোনের আছে স্পেশাল কিছু এসএমএস প্যাক যা ব্যবহার করে আমরা এসএমএস করতে পারি।
আর এই সব এসএমএস প্যাক কিনতে হলে অবশ্যই আপনাকে মাই জিপি অ্যাপ ব্যবহার করতে হবে।
Grameenphone sms pack
গ্রামীনফোন এর মাই জিপি তে আছে আকর্ষণীয় সব ফিচার, যে গুলা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার প্রয়োজনীয় অফার বানিয়ে নিতে পারেন।
অফার বানিয়ে নেওয়ার পাশাপাশি এই অ্যাপ এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সকল অফার গ্রহন করতে পারবেন।
|গ্রামীনফোনের সকল গুরুত্বপূর্ণ কোড সম্পর্কে জানতে..
মআই জিপি অ্যাপ ব্যবহার করে নিচের এসএমএস প্যাক গুলা ক্রয় করতে পারবেন।
Grameenphone sms pack list (Any operator)
- 50 SMS 30 DAYS 6 TK
- 200 SMS 30 DAYS 11 TK
- 500 SMS 30 DAYS 19 TK
- 1000 SMS 30 DAYS 35 TK
উপরোক্ত এসএমএস প্যাকগুলা খুব সহজেই আপনি অল্প টাকায় মাই জিপি অ্যাপ থেকে কিনতে পারেন।
ঠিক তেমনি মিনিট, এমবি সহ সকল বান্ডেল অফার ও বানিয়ে নিতে পারেন খুব সহজেই।
আর এরকম নিজের মতো করে অফার বানাতে হলে প্রয়োজন পড়বে MyGP flexiplan এর।
কিভাবে এই ফ্লেক্সি প্লান ব্যবহার করে এসএমএস কিনবেন তা নিম্নে বিস্তারিত।
Grameenphone sms pack কিভাবে কিনবেন
আগেই বলেছি মাই জিপি ব্যবহার করে নিজের মতো অফার তৈরি করা যায়। তো কিভাবে তৈরি করবেন?
নিজের মতো করে অফার তৈরি করতে সর্বপ্রথম মাই জিপি এ্যাপে প্রবেশ করুন। তারপর লগইন করে ফ্লেক্সি প্লান অপশনে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনার প্রয়োজন মতো এমবি মিনিট ও এসএমএস প্যাক কিনতে পারবেন।
|গ্রামীনফোনের কাস্টমার কেয়ার নাম্বার সম্পর্কে বিস্তারিত..
Grameenphone sms pack কিনতে হলে আপনাকে ইন্টারনেট (০) শুন্য মিনিট (০) শুন্য দিয়ে মেয়াদ সিলেক্ট করে এসএমএস সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করুন, তারপর সিলেক্ট করা অফার চেক করে কনফার্ম করুন। ব্যাস আপনার এসএমএস কেনা হয়ে গেলো।
উদাহরণঃ যদি আপনি ৫০০ এসএমএস ৩০ দিন মেয়াদের জন্য কিনতে হয় তাহলে নিচের দেখানো প্রসেস অনুযায়ী ব্যবহার করুন।
- Internet : 0
- Minutes ; 0
- Validity : 30
- SMS : 500
- Continue
এইসব সুবিধা উপভোগ করতে এখনি মাই জিপি অ্যাপ ডাউনলোড করুন।