ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়া আকাশ ডিটিএইচ। আপনি যদি আকাশ ডিটিএইচ ব্যবহার করে থাকেন তাহলে Akash helpline number জানা আপনার আবশ্যক।
করোনা ভাইরাসের জন্য লক ডাউন এর প্রাদুর্ভাবের পর মানুষের ঘরে থাকার সময় বেড়েছে।
পরিবারের সবাই মিলে বেড়ে গেছে টিভি দেখার অভ্যাস। আর ঘরে বসে লাইন বিহীন ৮০ থেকে ১২০+ টিভি চ্যানেল দেখার সুযোগ দিচ্ছে আকাশ ডিটিএইচ।
ফলে দেশের যেকোনো প্রান্তে তারা এখন বাড়িতে বসে হাই কোয়ালিটি ছবি ও শব্দসহ টেলিভিশন দেখার আনন্দ উপভোগ করতে পারবেন।
Akash helpline | আকাশ হেল্পলাইন
আকাশ ডিটিএইচ এর মাধ্যমে ঝকঝকে ১২০+ টিভি দেখার সুযোগ যা আগে প্রচলিত মাধ্যমে উপভোগ করা সম্ভব হতো না।
আর এ সময়টা আরও উপভোগ্য করে তুলতে নতুন সংযোগে মূল্যছাড়ের ঘোষণা দিল আকাশ।
| আকাশ ডিটিএইচ সংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন।
আপনি যদি আকাশ ডিটিএইচ এর একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে Akash helpline এর নাম্বার অবশ্যই আপনার প্রয়োজন হবে।
আকাশ হেল্পলাইন নাম্বার এর মাধ্যমে আপনি আকাশ ডিটিএইচ সংক্রান্ত সকল সমস্যা সমাধান করতে পারবেন।
অনেকেরই আকাশ ডিটিএইচ হেল্পলাইন দরকার হয়ে থাকে তাই আকাশ ডিটিএইচ হেল্পলাইন নাম্বার জানা দরকার।
নিচে আকাশ ডিটিএইচ এর হেল্পলাইন নাম্বার দেওয়া হলো:
Akash helpline number
- 16442
- 09609999000
হেল্পলাইন নাম্বার এর পাশাপাশি আপনি আকাশ ডিটিএইচ এ মেইল করেও আপনার সমস্যা সমাধান করতে পারবেন।
আকাশ ডিটিএইচ এ মেইল করতে পারেন নিচের দেওয়া মেইল এড্রেস এ।
এছাড়াও আকাশ ডিস লাইনের নম্বর হিসাবে তাদের আইপি নম্বর রয়েছে। আইপি নাম্বারে কল করলে আপনার থেকে কোনো চার্জ কাটা হবে না।
আকাশ হেল্পলাইনে ফ্রি-তে কল করে সমস্যা সমাধান করতে চাইলে তাদের আইপি নম্বরে ফোন দিয়ে কথা বলতে পারেন। নিচে আকাশ ডিটিএইচ এর আইপি নাম্বার দেওয়া আছে।
Akash helpline website
আপনি আকাশ ডিটিএইচ এর ওয়েবসাইট থেকে সরাসরি আকাশ কিনতে পারবেন।
অনলাইনে আকাশ ডিটিএইচ ক্রয় করলে আপনি কয়েক কর্মদিবস এর মধ্যেই পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি।
শুধু আকাশ ডিটিএইচ নয় পাশাপাশি আপনি আকাশ এর সকল
প্যাকেজ ক্রয় করতে পারবেন।
আকাশ এর ওয়েবসাইট থেকে সরাসরি সকল সুযোগ সুবিধা উপভোগ করতে নিচের লিংকে প্রবেশ করতে পারবেন।
Akash Dth Recharge | আকাশ ডিটিএইচ রিচার্জ
আকাশ ব্যবহার করে টিভি দেখতে হলে akash dth recharge করতে হবে।
আকাশ ডিটিএইচ এর কিছু নিদিষ্ট প্যাকেজ আছে। যেগুলা কিনে আমরা উপভোগ করতে পারবো ৮০ থেকে ১২০ চ্যানেল।
বিকাশের মাধ্যমে খুব সহজেই akash dth recharge করতে পারেন। বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করলে আপনি পেতে পারেন অবিশ্বাস্য সব বিকাশ ক্যাশব্যাক অফার।
| বিকাশ ক্যাশ ব্যাক অফার সম্পর্কে বিস্তারিত…
আকাশ এর স্টান্ডার্ড প্যাকেজের আওতায় ভ্যাটসহ মাসিক ৩৯৯ টাকা। এছাড়া ২৪৯ টাকায় আকাশ লাইট প্যাকও উপভোগ করা যাবে।
গ্রাহকরা পছন্দমত প্যাকেজ উপভোগ করতে পারবেন।আশা করি akash helpline নিয়ে এই আর্টিকেল থেকে একটু হলেও আপনার উপকারে আসছে।
এছাড়াও যেকোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন।
“ধন্যবাদ”
বিষয়টি হলো, ভুলেক্রমে রিচাস করা সময় এক সংখ্যা কারণে, অন্য নাম্বারে চলে যায়, তার কোনো ক্যাশ ফেরৎ করার মতো কোনো বিধি ব্যাবস্তা নেই? ধরুন আমার আকাস টিভি ছিল, Sushil Nokrek, নং 40441632; আর আমার মোবাইল নং 01754924540; কিন্তু ভুলেক্রমে, 40441633 নাম্বারে একাউন্টে 300/- টাকা রিচাসটি চলে গেছে। আপনাদের করণীয় কি?