Bkash Payment Offer In Daraz | দারাজে বিকাশ পেমেন্ট

বিকাশ অনেক অনলাইন শপিংয়ে অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করলে ক্যাশব্যাক দিয়ে থাকে। আজকে এই আর্টিকেলে Bkash payment offer in daraz নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

বিকাশ অ্যাপ দিয়ে শুধু দারাজ নয় আরো অনেক অনলাইন অফলাইন শপিং আছে যেখানে পেমেন্ট অফার পাওয়া যাবে।

নির্দিষ্ট অনলাইন শপ থেকে যেকোনো কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই ২০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়াও বিকাশ এ্যাপের ডুকলে নিচে দেখতে পারবেন বিকাশ কি কি শপে ক্যাশ ব্যাক অফার দিয়ে থাকে।

Bkash Payment Offer In Daraz

দারাজ থেকে পন্য কিনে বিকাশ এ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে বিকাশ দিচ্ছে আকর্ষণীয় সব বিকাশ ক্যাশ ব্যাক অফার।

এখন থেকে দারাজ থেকে পন্য কিনলে অবশ্যই বিকাশ এ্যাপের মাধ্যমে পেমেন্ট করবো।সবার জন্য থাকছে সেরা বিকাশ অফার।

Daraz বা দারাজ অ্যাপ থেকে যেকোনো কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ১৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

একজন গ্রাহক অফার চলাকালীন সর্বমোট ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

| দারাজ এর সেলার একাউন্ট খুলা সম্পর্কে জানতে… 

দারাজ অ্যাপ ব্যবহার করে খুব সহজেই আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। দারাজ অ্যাপ ডাউনলোড করতে ক্লিক করুন।

Bkash payment offer in daraz

বিকাশ পেমেন্ট অফারের বিস্তারিত

পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট বিকাশ করলে ডিসকাউন্ট পাওয়া যাবে

গ্রাহকের বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট দেওয়া হবে সক্রিয় একাউন্ট এবং একাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে পেমেন্ট বিকাশ করার মাধ্যমে অফারটি নেওয়া যাবে।

ডিসকাউন্ট পেতে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস এবং ইনকামিং লেনদেন সচল থাকতে হবে।

গ্রাহক তার বিকাশ একাউন্ট থেকে সফল লেনদেনের জন্য ডিসকাউন্ট পাবেন

বিকাশ কোনো পূর্ব নোটিশ ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি এবং মার্চেন্ট অথবা আউটেলেটের অংশগ্রহণ

পরিবর্তন/সংশোধন বা সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে

| বিকাশ থেকে লোন নেওয়া প্রসেস জানতে…

কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে

যে গ্রাহক কর্তৃক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে,

সেক্ষেত্রে বিকাশ অথবা অংশগ্রহণকারী মার্চেন্ট গ্রাহকের ক্যাশব্যাক বাতিলের অধিকার সংরক্ষণ করে

যদি মার্চেন্ট কোনো পণ্যের প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না,

বিকাশ কেবল গ্রাহককে পেমেন্ট সেবা দেয়। মার্চেন্ট যদি গ্রাহককে কোনো পণ্য সঠিকভাবে ডেলিভারি করতে না পারার কারণে মূল্য ফেরত দেয়,।

তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ক্যাশব্যাক লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়।

গ্রাহক ক্যাশব্যাক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে

গ্রাহক যদি মার্চেন্টের ওয়েবসাইটে কিংবা অ্যাপে কোনো ভুল পেমেন্ট করে ফেলেন, সেক্ষেত্রে নির্দিষ্ট মার্চেন্ট এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top